Advertisment
Presenting Partner
Desktop GIF

Bhog: এলোমেলো চুল-উধাও গ্ল্যামার, এ কী হাল পার্ণোর! অনির্বাণের সঙ্গে পরমব্রতর নতুন সিরিজ 'ভোগ'-র ফার্স্ট লুক

Bhog First Look: প্রথমবার পরমব্রতর নির্দেশনায় কাজ করবেন অনির্বাণ ভট্টাচার্য। বিপরীতে পার্ণো মিত্র। আসছে নতুন সিরিজ ভোগ। প্রকাশ্যে ফার্স্ট লুক পোস্টার।

author-image
Kasturi Kundu
New Update
এলোমেলো চুল-উধাও গ্ল্যামার, এ কী হাল পার্ণোর! অনির্বাণের সঙ্গে পরমব্রতর নতুন সিরিজ 'ভোগ'-র ফার্স্ট লুক

পরমব্রতর নতুন সিরিজ 'ভোগ'-র ফার্স্ট লুক

Anirban Bhattacharya and parno mitra In Bhog: আরও একবার পরিচালকের আসনে বিশিষ্ট অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়। 'পর্ণশবরীর শাপ', 'নিকষ ছায়া'-র পর এবার সুপারন্যাচরাল কাহিনীর প্রেক্ষাপটে গল্প বুনেছেন তিনি। ওটিটি-র জমানায় ওয়েব সিরিজের বাড়বাড়ন্তের কথা আজ আর আলাদা করে বলার অবকাশই রাখে না। পরমব্রতর নির্দেশনায় হইচই-তে আসছে নতুন সিরিজ ভোগ। মুখ্য চরিত্রে অভিনয় করবেন অনির্বাণ ভট্টাচার্য ও পার্ণো মিত্র ৷

Advertisment

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের তরফে প্রকাশ করা হল সিরিজের ফার্স্ট লুক। গ্ল্যামারাস লুক উধাও! উসখোখুসকো চুল, চোখে-মুখে কালি। পার্ণো মিত্রের এই লুক কিন্তু, আগে কখনও দেখেনি দর্শক। পরমব্রতর হাত ধরে এক নতুন পার্ণোকে আবিস্কার করবে দর্শক। 

রূপোলি পর্দায় এর আগে পরম-অনির্বাণ একসঙ্গে কাজ করেছেন৷ তবে প্রথমবার পরমব্রতর পরিচালনায় অভিনয় করছেন অনির্বাণ ভট্টাচার্য ৷ অভীক সরকারে জনপ্রিয় গল্প অবলম্বনে তৈরি হয়েছে পরমব্রতর আপকামিং সিরিজের প্রেক্ষাপট। পরমব্রত চট্টোপাধ্যায়ের আগামী সিরিজ ভোগ-এ তুলে ধরা হয়েছে  একজন একাকী মানুষের জীবন। আর সেই জীবন উলোটপালট হয়ে যায় যখন ঘরে আসে একটি পিতলের মূর্তি। 

Advertisment

তার সঙ্গে কী ভাবে একজন ব্যাচেলর মানুষের জীবন জড়িয়ে যায় সেই প্রেক্ষাপটেই এগবে ভোগ সিরিজের কাহিনি। যা দর্শকদের মধ্যে শিহরণ জাগাবে। অনির্বাণ-পার্ণোর যে লুক প্রকাশ্যে এসেছে তা বেশ চমকে দেওয়ার মতোই। অভীক সরকারের লেখা জনপ্রিয় অডিও স্টোরি নিয়ে এর আগেও কাজ হয়েছে টলিউডে। রাজর্ষি দে পরিচালিত 'পূর্ব, পশ্চিম, দক্ষিণ-উত্তর আসবেই'-এখানেও ওই গল্পটাকেই তুলে ধরা হয়েছিল। 

পরমের ভাবনায় কী ভাবে অভীক সরকারের লেখা জনপ্রিয় অডিও স্টোরিকে দর্শকের সামনে পরিবেশন করবেন সেটা তো সময় বলবে। এই ওয়েব সিরিজের শ্যুটিং এখনও শুরু হয়নি। লুক সেট চূড়ান্ত হয়ে গিয়েছে। এবার অপেক্ষা কলাকুশলীদের নিয়ে ফ্লোরে নামবেন পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। 

উল্লেখ্য, প্রথম যে পোস্টার প্রকাশ্যে এসেছিল সেখানে শুধু ছিলেন অনির্বাণ ভট্টাচার্য্য ও পরমব্রত চট্টোপাধ্যায়। অনির্বাণ চেয়ার বসে রয়েছেন আর তাঁর কাঁধে হাত রেখে দাঁড়িয়ে পরমব্রত। হাতে রয়েছে 'ভোগ' লেখা একটি বই। অনির্বাণের বিপরীতে কাকে দেখা যাবে তা নিয়ে একটা কৌতুহল ছিল। অবশেষে সামনে এল পার্ণো মিত্রের নাম। অনির্বাণ-পার্ণো জুটিকে হইচইয়ের পর্দায় দেখার অপেক্ষায় সিরিজের দর্শক। 

anirban bhattacharya Bengali Film Industry Bengali Television Bengali Actress Bengali Actor Parambrata Chatterjee Bengali News
Advertisment