Madhurima Goswami on Anirban Bhattacharya: অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য কোথায়? সারা রাজ্য জুড়ে যখন প্রতিবাদের আগ্নেয়গিরি জেগে উঠেছে, তখন অনির্বাণ যিনি অত্যন্ত উচিত বক্তা, সে কই গেল? প্রশ্ন উঠছে এমনই। একদিকে যখন অনির্বাণ প্রতিবাদ করতে পথেই নামেননি, ঠিক তখনই মধুরিমা অর্থাৎ তাঁর স্ত্রী আজ মহা মিছিলে পা মিলিয়েছেন।
অনির্বাণ কেন কিছু বলছেন না, এমনই প্রশ্ন উঠছিল। তাঁকে কটাক্ষ করে নানা কথা বলা হয়েছিল। কিন্তু আজ তাঁর স্ত্রীকে দেখেই এই প্রশ্ন করা হলে, পুরো বিষয়টি যেন এড়িয়ে গেলেন তিনি। মধুরিমা শুধুই নিজের কথা বলেন। কেন তিনি এই আন্দোলনে নেমেছেন সেকথা সাফ জানান। অনির্বাণের পায়ে হেঁটে রাস্তায় নামা তো দূর, তাঁর পাশাপাশি কোনও পোস্ট পর্যন্ত করেননি তিনি ফেসবুকে।
কী বলছেন মধুরিমা?
মধুরিমা এই প্রসঙ্গেই জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছেয়, নিজের মতাদর্শে বিশ্বাসী হয়েই আন্দোলনে পথে নেমেছেন। একজন অভিনেত্রী, নাট্যকর্মী এবং মহিলা হিসেবেই তাঁর এই আন্দোলনে যোগ দেওয়া। তাই তো তিনি বলেন...
আরও পড়ুন - Tollywood Women Assault: টলিউডে যৌন নিগ্রহের শিকার অভিনেত্রীরা, নিরাপত্তার দায়িত্ব নেবে 'সুরক্ষা বন্ধু'
"আমি নিজের লড়াই চালিয়ে যেতে নেমেছি। যাদের সঙ্গে আমরা সহমত, তাঁদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলেছি। প্রত্যেকেরই প্রতিবাদের নিজের একটা ভাষা থাকে। আমি রাস্তায় নেমেছি, তাই বলে সকলে নামবেন, এমনটা নয়। আমি কাউকে দেখে নামিনি। নিজের ইচ্ছেমত নেমেছি।" কিন্তু যে মানুষটার সঙ্গে সারাটা সময় থাকেন, আজ এত স্পর্শকাতর একটি ইস্যুতে তিনি কেন, কিছুই বলছেন না?
মধুরিমা সহজেই বলছেন, "আমার এর বাইরে অন্যকিছু দেখার সুযোগ নেই। আমাদের আর আশার জায়গা নেই। এবার আমাদের বিচার ছিনিয়ে নিতে হবে। যতদিন সময় লাগবে লাগুক, আমরা রাস্তায় থাকব। ভিন্ন মতের বিভিন্ন পেশার মানুষরা রয়েছেন আমাদের মধ্যে। এমনকি যদি আইন বদলানোর দরকার পরে, অবশ্যই সেটা দেখব সকলে।"
উল্লেখ্য, কিছু মাস আগে পর্যন্ত অনির্বাণ এবং মধুরিমাকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তাঁরা নাকি বিচ্ছেদের ঘোষণা করতে চলেছেন, এমন কিছুও শোনা যাচ্ছিল। যদিও, এসব অভিযোগ নস্যাৎ করেছেন।
Madhurima Goswami on Anirban Bhattacharya: রাজ্যের জ্বলন্ত ইস্যুতে অনির্বাণ নীরব কেন? পথে নেমেই জবাব দিলেন স্ত্রী মধুরিমা
Anirban Bhattacharya didn't comment on RG kar issue: যেই অনির্বাণ সব ইস্যুতেই কিছু না কিছু মন্তব্য করেন, সেখানে চুপ তিনি। আর এতেই রেগে আগুন বেশিরভাগ। আজ, যখন তাঁর স্ত্রী রাস্তায় নেমে প্রতিবাদ করলেন, তখনই তাঁকে শুনতে হল আরও প্রশ্ন।
Anirban Bhattacharya didn't comment on RG kar issue: যেই অনির্বাণ সব ইস্যুতেই কিছু না কিছু মন্তব্য করেন, সেখানে চুপ তিনি। আর এতেই রেগে আগুন বেশিরভাগ। আজ, যখন তাঁর স্ত্রী রাস্তায় নেমে প্রতিবাদ করলেন, তখনই তাঁকে শুনতে হল আরও প্রশ্ন।
Anirban Bhattacharya didn't comment on RG kar issue: কী বললেন অনির্বাণের স্ত্রী?
Madhurima Goswami on Anirban Bhattacharya: অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য কোথায়? সারা রাজ্য জুড়ে যখন প্রতিবাদের আগ্নেয়গিরি জেগে উঠেছে, তখন অনির্বাণ যিনি অত্যন্ত উচিত বক্তা, সে কই গেল? প্রশ্ন উঠছে এমনই। একদিকে যখন অনির্বাণ প্রতিবাদ করতে পথেই নামেননি, ঠিক তখনই মধুরিমা অর্থাৎ তাঁর স্ত্রী আজ মহা মিছিলে পা মিলিয়েছেন।
অনির্বাণ কেন কিছু বলছেন না, এমনই প্রশ্ন উঠছিল। তাঁকে কটাক্ষ করে নানা কথা বলা হয়েছিল। কিন্তু আজ তাঁর স্ত্রীকে দেখেই এই প্রশ্ন করা হলে, পুরো বিষয়টি যেন এড়িয়ে গেলেন তিনি। মধুরিমা শুধুই নিজের কথা বলেন। কেন তিনি এই আন্দোলনে নেমেছেন সেকথা সাফ জানান। অনির্বাণের পায়ে হেঁটে রাস্তায় নামা তো দূর, তাঁর পাশাপাশি কোনও পোস্ট পর্যন্ত করেননি তিনি ফেসবুকে।
কী বলছেন মধুরিমা?
মধুরিমা এই প্রসঙ্গেই জানিয়েছেন, তিনি নিজের ইচ্ছেয়, নিজের মতাদর্শে বিশ্বাসী হয়েই আন্দোলনে পথে নেমেছেন। একজন অভিনেত্রী, নাট্যকর্মী এবং মহিলা হিসেবেই তাঁর এই আন্দোলনে যোগ দেওয়া। তাই তো তিনি বলেন...
আরও পড়ুন - Tollywood Women Assault: টলিউডে যৌন নিগ্রহের শিকার অভিনেত্রীরা, নিরাপত্তার দায়িত্ব নেবে 'সুরক্ষা বন্ধু'
"আমি নিজের লড়াই চালিয়ে যেতে নেমেছি। যাদের সঙ্গে আমরা সহমত, তাঁদের সঙ্গে পায়ে পা মিলিয়ে চলেছি। প্রত্যেকেরই প্রতিবাদের নিজের একটা ভাষা থাকে। আমি রাস্তায় নেমেছি, তাই বলে সকলে নামবেন, এমনটা নয়। আমি কাউকে দেখে নামিনি। নিজের ইচ্ছেমত নেমেছি।" কিন্তু যে মানুষটার সঙ্গে সারাটা সময় থাকেন, আজ এত স্পর্শকাতর একটি ইস্যুতে তিনি কেন, কিছুই বলছেন না?
মধুরিমা সহজেই বলছেন, "আমার এর বাইরে অন্যকিছু দেখার সুযোগ নেই। আমাদের আর আশার জায়গা নেই। এবার আমাদের বিচার ছিনিয়ে নিতে হবে। যতদিন সময় লাগবে লাগুক, আমরা রাস্তায় থাকব। ভিন্ন মতের বিভিন্ন পেশার মানুষরা রয়েছেন আমাদের মধ্যে। এমনকি যদি আইন বদলানোর দরকার পরে, অবশ্যই সেটা দেখব সকলে।"
উল্লেখ্য, কিছু মাস আগে পর্যন্ত অনির্বাণ এবং মধুরিমাকে নিয়ে আলোচনা ছিল তুঙ্গে। তাঁরা নাকি বিচ্ছেদের ঘোষণা করতে চলেছেন, এমন কিছুও শোনা যাচ্ছিল। যদিও, এসব অভিযোগ নস্যাৎ করেছেন।