Advertisment
Presenting Partner
Desktop GIF

ফের ব্যোমকেশের ভূমিকায় অনির্বাণ, দীপাবলিতে সমাধান করবেন 'চোরাবালি' রহস্য

'চোরাবালি' রহস্য উন্মোচনে সত্যান্বেষী অনির্বাণ ভট্টাচার্য। দেখুন প্রথম ঝলক।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Anirban Bhattacharya, Byomkesh 7, Byomkesh 7 update, Byomkesh 7 in hoichoi, হইচই, ব্যোমকেশ ৭, ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য, bengali news today

চোরাবালি' রহস্য সমাধানে ব্যোমকেশ অনির্বাণ ভট্টাচার্য

Byomkesh 7: হইচইয়ে ফিরছে 'ব্যোমকেশ' (Byomkesh)। নতুন বছরের শুরুতেই 'মগ্ন মৈনাক'-এর রহস্য সমাধানে দেখা গিয়েছিল অনির্বাণ ভট্টাচার্যকে (Anirban Bhattacharya)। সেটা ছিল 'ব্যোমকেশ' সিরিজের ষষ্ঠ পর্ব। তবে এবার সপ্তম সিরিজ আরও ক্ষুরধার। 'চোরাবালি' রহস্যের সমাধান করবেন সত্যান্বেষী। যা মুক্তি পাচ্ছে এবছর দীপাবলিতে। শনিবার এমনই ঘোষণা করা হল ওটিটি প্ল্যাটফর্ম হইচই-এর তরফে।

Advertisment

ব্যোমকেশ সিরিজের সপ্তম মরসুমের একটি টিজার প্রকাশ্যে এনে প্রযোজনা সংস্থার মন্তব্য, "সত্যের আলোয় ভরে উঠুক দীপাবলী!" সত্যান্বেষী, পথের কাঁটা, মাকড়সার রস, অর্থমনর্থম, রক্তমুখী নীলা, রক্তের দাগ থেকে মগ্নমৈনাক- এযাবৎকাল ওটিটি প্ল্যাটফর্মে প্রত্যেকটি গল্পে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের উপন্যাসের পাতা থেকে ব্যোমকেশকে বেজায় দক্ষতার সঙ্গে জীবন্ত করে তুলেছেন অনির্বাণ ভট্টাচার্য। এবারও যে তার অন্যথা হবে না, তা বলাই বাহুল্য। তবে টিজারে সাদামাটা ব্যোমকেশকে এবার বেজায় আধুনিকতার সঙ্গেই উপস্থাপন করা হয়েছে। অতঃপর 'চোরাবালি' নিয়ে দর্শকদের উন্মাদনাও তুঙ্গে। পরিচালকের আসনে সেই সৌমিক হালদার।

<আরও পড়ুন: প্রাণের উৎসবের উপর আক্রমণ! বাংলাদেশে দুর্গাপুজোয় হিংসায় গর্জে উঠলেন পরমব্রত>

'চোরাবালি'তে অনির্বাণের পাশাপাশি দেখা যাবে অর্জুন চক্রবর্তী, ঊষসী রায় (Ushasi Roy), চন্দন সেনদের। সত্যবতীর ভূমিকায় ঋধিমা ঘোষ। উল্লেখ্য, উপন্যাসের মতো ওটিটির পর্দাতেও যে 'চোরাবালি'র মাধ্যমে দর্শকরা শিকারের স্বাদ নিতে পারবেন, তা বলাই বাহুল্য। শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা অনুযায়ী, কুমার ত্রিদিবের আমন্ত্রণে তাঁর জমিদারি বাড়িতে ছুটি কাটাতে যায় ব্যোমকেশ আর অজিত। সেখানেই রহস্যের গন্ধ পান সত্যান্বেষী। ব্যস, অমনি মগজাস্ত্র খাটিয়ে রহস্যেদ্ঘাটনের পালা শুরু হয়। কীভাবে? বাকি গল্পটা দেখতে পাবেন এই দীপাবলিতে হইচই-এর পর্দায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

hoichoi anirban bhattacharya Ridhima Ghosh Byomkesh 7 Byomkesh Ushasi Roy
Advertisment