গোলগাল নরম-মিষ্টি স্বভাবের এই হাসিখুশি বাঙালি গোয়েন্দা প্রথম নজর কেড়েছিলেন ওটিটি প্ল্যাটফর্মে। গত নববর্ষেই পূর্ণদৈর্ঘ্যের ছবিতে আত্মপ্রকাশ করেছেন 'দ্য একেন'। এবারও সিরিজের আকারে নয়,বরং আরও বড় পরিসরে তাঁর রহস্য সমাধান-কীর্তি দেখাবেন অনির্বাণ চক্রবর্তী। আজ্ঞে, রাজস্থানে রোমহর্ষক ঘটনার তদন্তে পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন অনির্বাণ চক্রবর্তী।
সোমবারই প্রযোজনা সংস্থা এসভিএফ-এর তরফে একেনবাবুর নতুন সিনেমার নাম ঘোষণা করা হয়েছে- 'দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান'। প্রকাশ্যে এসেছে পোস্টারও। গতবারের মতো এবারও একেনবাবুর সঙ্গী হিসেবে দেখা যাবে বাপিবাবু আর প্রমথকে। তবে রহস্যের প্লট এবার খানিক আলাদা। পাহাড়, জঙ্গলে খুন-কিডন্যাপ নয়! বরং রাজস্থানে ঘুরতে গিয়েই বিপাকে পড়বেন একেনবাবু অনির্বাণ।
দুই সঙ্গী প্রমথ ও বাপিকে নিয়ে কীভাবে রাজস্থানের সেই রহস্যময় ঘটনার কিনারা করবেন অনির্বাণ চক্রবর্তী, সেই গল্পই দেখানো হবে বড়পর্দায়। সৌজন্যে পরিচালক জয়দীপ মুখোপাধ্যায়ের 'দ্য একেন, রুদ্ধশ্বাস রাজস্থান'। একেন অনির্বাণ চক্রবর্তীর দুই সঙ্গীর ভূমিকায় কোনও হেরফের হয়নি! অভিনয় করছেন, সুহোত্র মুখোপাধ্য়ায় ও সোমক ঘোষ। এছাড়াও গুরুত্বপূর্ণে চরিত্রে দেখা যাবে- রজতাভ দত্ত, সন্দীপ্তা সেন, রাজেশ শর্মা, সুব্রত দত্ত ও সুদীপ মুখোপাধ্য়ায়দের মতো তুখড় অভিনেতাদের।
<আরও পড়ুন: ক্যানসারে আক্রান্ত বোন, চিকিৎসার জন্য অনুরাগীদের কাছে ‘হাত পাতলেন’ RJ সায়ন>
তা গল্পটা কীরকম? পরিচালক জয়দীপ মুখোপাধ্যায় জানালেন, জলসালমীরের এক মিউজিয়াম থেকে আচমকাই চুরি হয়ে যায় ঐতিহাসিক মূর্তি। সেটাকেই একেনবাবু কীভাবে উদ্ধার করবেন, তা নিয়েই গল্প। অভিনেত্রী সন্দীপ্তা সেনের চরিত্রের নাম এখানে রাজ্যশ্রী সেন। নিজেই জানালেন নায়িকা।
পয়লা ডিসেম্বর থেকেই জয়সালমীর, যোধপুরে শুরু হচ্ছে শুটিং। রিলিজ করবে ২০২৩ সালে। সিনেম্যাটোগ্রাফির দায়িত্বে রম্যদীপ সাহা। ব্যাকগ্রাউন্ড মিউজিক করছেন শুভদীপ গুহ। যিনি 'বল্লভপুরের রূপকথা'র ব্যাকগ্রাউন্ড স্কোরিংয়ে দর্শকদের নজর কেড়েছে।