/indian-express-bangla/media/media_files/2025/06/15/8zI5ykPrLzfJ0oWjk2br.jpg)
কাব্যার সঙ্গে বিয়ে অনিরুদ্ধর!
Anirudh Ravichander Wedding: রুপোলি দুনিয়ার তারকাজের নিয়ে হামেশাই কিছু না কিছু রটে যায়। যা রটে তার কিছুটা বটে। কিন্তু, এক এক সময় এমন কিছু খবর ছড়িয়ে পড়ে যার জেরে রীতমতো অস্বস্তিকর পরিস্থিতিতে পড়তে হয়। চূড়ান্ত হয়রানি বা বিভ্রান্তির শিকার হতে হয়। সম্প্রতি সেইরকমই একটি ঘটনা ঘটেছে দক্ষিণের অত্যন্ত জনপ্রিয় সুরকার অনিরুদ্ধ রবিচন্দের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় তাঁকে ঘিরে একটি খবর ঝড়ের গতিতে ভাইরাল।
সানরাইজার্স হায়দরাবাদ দলের মালকিন কাব্যা মারানের সঙ্গে নাকি বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। আরও একবার ক্রিকেট আর রুপোলি দুনিয়া মিলেমিশে একাকার! অনিরুদ্ধ রবিচন্দের ভক্তেরা তো দারুণ খুশি। কিন্তু, সেটা যে খুব বেশিক্ষণ স্থায়ী হল না। কারণ এই খবরের সত্যতা অস্বীকার করেছেন অনিরুদ্ধ। ভুয়ো খবর তকমা দিয়ে এক্স হ্যান্ডেলে একটি পোস্ট শেয়ার করেছেন এই বিশিষ্ট সুরকার।
আরও পড়ুন লাল টুকটুকে বেনারসী কপালে চন্দনের ফোঁটা গা ভর্তি গয়না, প্রকাশ্যে বাঙালি অভিনেত্রীর বিয়ের সাজ
চর্চার মাঝে অনিরুদ্ধ রবিচন্দ সোশ্যাল মিডিয়া মারফত স্পষ্ট করে জানিয়ে দিলেন, 'বিয়ে? প্লিজ এসব বন্ধ হোক। এই ধরনের গুজব আর ছড়াবেন না।' পোস্টের শেষে রয়েছে হাসির ইমোজি। প্রসঙ্গত, রিডিট পোস্টের মাধ্যমে এই গুজব ছড়িয়ে পড়ে। সেই ভাইরাল পোস্টে লেখা ছিল, কাব্যার সঙ্গে সম্পর্কে রয়েছেন অনিরুদ্ধ। শুধু তাই নয় দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত কাব্যার বাবার সঙ্গে এই বিষয় কথা বলেছেন। এরপরই অনিরুদ্ধ ও কাব্যার বিয়ের গুঞ্জন আরও জোড়াল হয়। সোশ্যাল মিডিয়ায় দাবি করা হয়েছে, একটি ডিনার ডেটে নাকি দুজনকে একসঙ্গে দেখাও গিয়েছে। সোশ্যাল মিডিয়ায় যখন বিয়ে নিয়ে চর্চা তুঙ্গে ঠিক সেই সময়ই ভক্তদের আশায় ছাই ঢেলে দিলেন সুরকার অনিরুদ্ধ।
Marriage ah? lol .. Chill out guys 😃 pls stop spreading rumours 🙏🏻
— Anirudh Ravichander (@anirudhofficial) June 14, 2025
দক্ষিণের অত্যন্ত নামজাদা সংগীত পরিচালক ও সুরকার অনিরুদ্ধ রবিচন্দের। ৩৪ বছর বয়সে সাফল্যের শিখরে পৌঁছে গিয়েছেন। তামিল ও তেলুগু সিনেমার সংগীতে তাঁর রয়েছে অনবদ্য অবদান। রজনীকান্ত, কমল হাসান, থ্যালাপতি বিজয়, অজিত, সূর্য, পবন কল্যান, মহেশ বাবু, জুনিয়ার এনটিআর-এর মতো দক্ষিণের তাবড় হিরোদের সঙ্গে সংগীত পরিচালক হিসেবে কাজ করেছেন। জওয়ানে শাহরুখের ছবির মাধ্যমে বলিউডেও আত্মপ্রকাশ করেন অনিরুদ্ধ। ইতিপূর্বে, তিনি 'কোলাভরি ডি' গানের সুবাদে যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছিলেন।আপকামিং তেলুগু মুভি প্যারাডাইসের জন্য কাজ করছেন।