Monami Ghosh: চওড়া সিঁদুর-লাল টিপ আলতা রাঙা পায়ে যেন সাক্ষাৎ মা লক্ষ্মী! অভিষেক-শার্লির পর চুপিসারে বিয়ে সারলেন মনামী!

Monami Ghosh latest Look: মনামীর ইনস্টা হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যায় নিত্য নতুন ফটোশুট আর বিদেশ ভ্রমণের ছবি-ভিডিও। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে মনামী বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনিই যেন সাক্ষাৎ মা লক্ষ্মী!

Monami Ghosh latest Look: মনামীর ইনস্টা হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যায় নিত্য নতুন ফটোশুট আর বিদেশ ভ্রমণের ছবি-ভিডিও। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে মনামী বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনিই যেন সাক্ষাৎ মা লক্ষ্মী!

author-image
IE Bangla Entertainment Desk
New Update
নতুন শুরু মনামীর?

নতুন শুরু মনামীর?

Monami Ghosh New Look: বাংলা ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত মুখ মনামী ঘোষ। ধারাবাহিকে অভিনয়ের মাধ্যমে ছোট পর্দায় আত্মপ্রকাশ। বেশ কয়েকটি ধারাবাহিকে কাজের পর বড় পর্দায় অভিষেক বং বিউটি মনামী ঘোষের। ২০২২-এ বেলাশুরুতে পিউ-এর চরিত্রে মাত দিয়েছিলেন মনামী। ২০২৪-এ পদাতিকে মৃণাল সেনের স্ত্রী গীতা সেনের ভূমিকাতেও অনবদ্য। সেই সঙ্গেল সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় অভিনেত্রী। ব্যক্তিগত জীবনের নানান রঙিন মুহূর্তগুলো সকলের সঙ্গে ভাগ করে নেন। মনামীর ইনস্টা হ্যান্ডেলে চোখ রাখলেই দেখা যায় নিত্য নতুন ফটোশুট আর বিদেশ ভ্রমণের ছবি-ভিডিও। বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে মনামী বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন। যেখানে তিনিই যেন সাক্ষাৎ মা লক্ষ্মী!

Advertisment

Advertisment

সিঁথিতে চওড়া সিঁদুর, কপালে বড় লাল টিপ, আলতা রাঙানো পা আর মাথায় ঘোমটা! দোসর মনামীর ওই মিষ্টি হাসি। প্রথম দেখাতে মনে হতে পারে চুপিচুপি বিয়েটা সেরে ফেললেন মনামী। কিন্তু, আদতে তা নয়। ফটোশুটের ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। তাঁর রুপের স্নিগ্ধতায় মুগ্ধ ভক্তরা। প্রশংসায় ভরিয়ে দিয়েছেন নেটিজেন থেকে অনুরাগীরা। কয়েকদিন আগে মনামী একটি ভিডিও শেয়ার করেছিলেন। উজ্জ্বল বর্ণের লালচে আভার শাড়ি, কপালে ম্যাচিং টিপ, ঠোঁটে হালকা লিপস্টিক আর দমকা হাওয়ায় এলোমেলো খোলা চুলে উদাসীন! পালঙ্কের উপর বসে ক্যামেরায় পোজ যা দেখে 'ফ্ল্যাট' মনামীর অনুরাগীরা। 

আরও পড়ুন আঁচল জুড়ে ভালবাসার নাম, পদাতিকের মৃণালকে শাড়িতে আঁকলেন মনামী, ভাবনাটি কার?

কখনও স্বল্পবসনা তো কখনও আবার দেশি লুকে ভক্ত হৃদয়ে ঝড় তোলেন অভিনেত্রী। ৪০ পেরিয়ে আজও যেন সদ্য যৌবনা! ১৮ বছরের তরুণীর গ্ল্যামারও যেন হার মানবে মনামীর সামনে। শুধু ফটোশুট বা গ্ল্যামারেই ভেলকি দেখান তা নয়। গত মার্চে ফিল্মফেয়ার অ্যান্ড স্টাইল অ্যাওয়ার্ডস-এর সান্ধকালীন জলসায় বার্বি ড্রেস আর জল ভর্তি একটি হ্যান্ডব্যাগে জ্যান্ত মাছ নিয়ে হাজির হয়ে সকলকে চমকে দিয়েছিলেন মনামী। পোশাকেও নিত্য নতুন চমক দেন বং বিউটি মনামী ঘোষ।  

আরও পড়ুন বার্বি ফ্রকে 'মাছের ব্যাগ' হাতে ফিল্মফেয়ারে মনামী, অভিনেত্রীকে দেখে তাজ্জব জয়া, ভাইরাল ভিডিও

Bengali Actress Monami Ghosh