/indian-express-bangla/media/media_files/2025/08/31/pawan-singh-and-anjali-raghav-shared-notes-on-lucknow-incident-2025-08-31-13-42-44.jpg)
বিরাট বিতর্কের জেরে মুখ খুললেন অভিনেতা...
ভোজপুরি অভিনেতা-গায়ক পবন সিং সম্প্রতি শিরোনামে আসেন, যখন লখনউতে তাদের নতুন গান ‘সাইয়া সেবা করে’–এর প্রচার অনুষ্ঠানে সহ-অভিনেত্রী অঞ্জলি রাঘবের কোমরে একাধিকবার স্পর্শ করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। ক্লিপে দেখা যায়, অঞ্জলি স্পষ্টতই অস্বস্তিকর হলেও পবন তা উপেক্ষা করেন এবং বলেন, কিছু একটা আটকে গেছে। এ ঘটনায় অভিনেতার আচরণের ব্যাপক সমালোচনা শুরু হয়।
পাশাপাশি, পবনের দ্বিতীয় স্ত্রী জ্যোতি সিং ইনস্টাগ্রামে অভিযোগ করেন যে, অভিনেতা কয়েক মাস ধরে তাঁকে অবহেলা করছেন।
সমালোচনার মধ্যে, অঞ্জলি রাঘব নিজে ইনস্টাগ্রামে দুটি ভিডিও প্রকাশ করেন। সেখানে তিনি বলেন, “গত দু’দিন ধরে আমি মানসিকভাবে খুব বিরক্ত। লখনউয়ের ঘটনার পর অনেকে প্রশ্ন তুলছেন, কেন আমি তখনই প্রতিক্রিয়া জানালাম না বা ব্যবস্থা নিলাম না। কেউ কেউ আবার আমাকে দোষারোপ করছেন, বলছেন আমি নাকি হাসছিলাম ও ঘটনাটি উপভোগ করছিলাম। আপনারা কি সত্যিই মনে করেন, জনসমক্ষে এভাবে স্পর্শ করা আমি উপভোগ করব?”
'আমি ওকে মারিনি', স্বামীকে শেষ করেছিলেন? এই অভিনেত্রীকেই 'ডাইনি' হিসেবে দাগিয়ে দেওয়া হয়!
অঞ্জলি আরও বলেন, "অনুমতি ছাড়া কোনো নারীর গায়ে হাত তোলা ভুল এবং অসম্মানজনক। যদি একই ঘটনা হরিয়ানায় ঘটত, তাহলে হয়তো আমাকে কিছুই বলতে হত না, সেখানকার মানুষ নিজেরাই জবাব দিত। কিন্তু আমি তখন লখনউতে ছিলাম। তাই সিদ্ধান্ত নিয়েছি, আর ভোজপুরি ইন্ডাস্ট্রিতে কাজ করব না।"
এরপর, সমালোচনার চাপে পবন সিং ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে ক্ষমা চান। তিনি লেখেন, "অঞ্জলিজি, আমার ব্যস্ত সূচির কারণে আমি আপনার লাইভ দেখতে পারিনি। পরে বিষয়টি জানতে পেরে খারাপ লেগেছে। আমার কোনো ভুল উদ্দেশ্য ছিল না, কারণ আমরা সবাই শিল্পী। তবুও যদি আমার ব্যবহারে আপনি আঘাত পেয়ে থাকেন, আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।"
পবনের ক্ষমার প্রতিক্রিয়ায় অঞ্জলি তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে জানান, “পবন সিংজি নিজের ভুল স্বীকার করেছেন। তিনি আমার সিনিয়র এবং বয়সে বড়, তাই আমি তাঁকে ক্ষমা করে দিলাম। আমি চাই না বিষয়টি আর বাড়ুক। জয় শ্রী রাম।”