/indian-express-bangla/media/media_files/2025/08/31/rekha-2025-08-31-12-59-50.jpg)
যা যা শুনতে হয় তাঁকে...
তিনি ছোটবেলা থেকেই চেয়েছিলেন শুধু একজন স্ত্রী আর মা হতে। কিন্তু জীবনের পথে যতই বড় হতে লাগলেন, ততই বুঝলেন পৃথিবীটা এতটা সহজ নয়। ভানুরেখা গণেশন, যাকে সবাই "রেখা" নামে চেনে, জন্মের প্রথম দিন থেকেই সংগ্রামের গল্প বয়ে বেড়াচ্ছেন। তিনি বিবাহবহির্ভূত সন্তান, বাবা কোনোদিন তাঁকে গ্রহণ করেননি। আর তখনকার দিনে মাত্র ১৩ বছর বয়সে সিনেমার জগতে পা রাখা মানেই ছিল অজস্র অবাঞ্ছিত নজর আর হয়রানির মুখোমুখি হওয়া।
তারপরও রেখা ভালোবেসে ছিলেন। ভালোবেসে ছিলেন এক চলচ্চিত্র তারকাকে। কিন্তু সেই প্রেমও রয়ে গিয়েছিল গুজব আর কেলেঙ্কারির আড়ালে, কারণ তিনি ছিলেন এক বিবাহিত পুরুষ। কখনও প্রকাশ্যে আসেনি তাঁদের সম্পর্ক, এমনকি অস্বীকার করার জন্যও একটি শব্দ বলেননি তিনি।
হয়তো সেই কারণেই রেখা ভেবেছিলেন, এবার নিজের জন্য একটি নতুন শুরু দরকার। তাই তিনি বিয়ে করলেন দিল্লির ব্যবসায়ী মুকেশ আগরওয়ালকে। ১৯৯০ সালের শুরুর দিকে পারস্পরিক বন্ধুদের মাধ্যমে তাঁদের পরিচয় হয়। কয়েক মাসের মধ্যেই সিদ্ধান্ত- তাঁরা বিয়ে করবেন। রেখা ভেবেছিলেন, অবশেষে সুখকে স্পর্শ করবেন তিনি।
কিন্তু হানিমুনেই শুরু হলো ভিন্ন এক বাস্তবতা। কয়েকদিন একসাথে কাটাতেই বুঝে গেলেন- তাঁদের দৃষ্টিভঙ্গি, স্বভাবের মধ্যে বিশাল ফারাক। সম্পর্ক টিকিয়ে রাখার চেষ্টা করেছিলেন দু’জনেই, কিন্তু শেষমেশ মেনে নিতে হলো- সবকিছু ভেঙে যাচ্ছে। তাই দু’জনেই পারস্পরিক সম্মতিতে ডিভোর্সের আবেদন করলেন।
Amaal Malik: বিরল সমস্যায় ভুগছেন সুরকার? বিগ বসের ঘরেই শরীর নিয়ে বড় খবর দিলেন আমাল
কিন্তু ভাগ্যের পরিহাস। এর কিছুদিন পরেই মুকেশ নিজের জীবন শেষ করলেন। আর সেই মুহূর্তে আঙুল উঠলো রেখার দিকেই। মিডিয়া তাঁকে "ডাইনি" বলল, গসিপ ম্যাগাজিনে লেখা হলো- তাঁরই নাকি মৃত্যুতে হাত ছিল। এক অজানা অভিযুক্তের মতো একা দাঁড়াতে হলো তাঁকে।
রেখা দীর্ঘদিন নীরব ছিলেন। অবশেষে এক সাক্ষাৎকারে দৃঢ় কণ্ঠে বললেন- "আমি মুকেশকে হত্যা করিনি।" বছর কয়েক পর সিমি গারেওয়ালের অনুষ্ঠানে বসে তিনি স্মৃতিচারণ করলেন সেই দিনগুলোর কথা। বললেন, এই অধ্যায়ই তাঁকে সত্যিকারের বড় হতে শিখিয়েছে। শোকের প্রতিটি ধাপ তিনি পেরিয়েছেন- প্রথমে ধাক্কা, তারপর অস্বীকার, রাগ, আত্মকরুণা আর শেষে মেনে নেওয়া।
তিনি বললেন- "এটি যতটা বেদনাদায়কই হোক না কেন, আমার জীবনে ঘটে যাওয়া সেরা শিক্ষাগুলোর একটি ছিল। আমি শিখেছি, মানুষ আসলে কীভাবে হয়।" সেই থেকে আর বিয়ে করেননি রেখা। হয়তো ভালোবেসেছেন, হয়তো আবারও ভেঙেছেন। কিন্তু তিনি প্রমাণ করেছেন, নিজের ভেতরের শক্তিতেই একজন নারী নতুন করে বেঁচে উঠতে পারেন।