মিমির স্বপ্নপূরণ, প্রকাশ্যে প্রথম সিঙ্গলস 'অনজানা'
দর্শক আরও একবার সামনে পেলেন গায়িকা মিমি চক্রবর্তীকে এবং তার সঙ্গেই আত্মপ্রকাশ হল ইউটিউবার মিমি চক্রবর্তীর। ইচ্ছে ডানায় ভর করে উড়ান ভরলেন স্বপ্নপূরণের।
দর্শক আরও একবার সামনে পেলেন গায়িকা মিমি চক্রবর্তীকে এবং তার সঙ্গেই আত্মপ্রকাশ হল ইউটিউবার মিমি চক্রবর্তীর। ইচ্ছে ডানায় ভর করে উড়ান ভরলেন স্বপ্নপূরণের।
বেশ কিছুদিন আগেই জানিয়েছিলেন ইউটিউবার হিসাবে আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। বরা্বরই সোশাল ট্রেডে তৈরি করতে অভ্যস্থ এই অভিনেত্রী। নেটিজেনদের মধ্যমণিও তিনি।জানিয়েছিলেন, নতুনভাবে দর্শকদের সামনে আসবেন। কথা রাখলেন নায়িকা মিমি চক্রবর্তী। রবিবার তাঁর গুণমুগ্ধদের সামনেই মুক্তি পেল ‘মিমি চক্রবর্তী ক্রিয়েশন’-এর প্রথম গান অনজানা।
Advertisment
ভিডিওটি শুট করা হয়েছে তুরস্কে। দৃশ্যায়নেরও স্মার্টনেস এনেছেন মিমি, গানে ব্যবহার করা হয়েছে হট এয়ার বেলুন। অনজানা-র নেপথ্য কণ্ঠও কিন্তু সাংসদের। সাংসদ হওয়ার দৌড়ে যাদবপুরের প্রচার থেকে দিল্লির সাক্ষাৎকার সবেতে একটাই অনুরোধ ছিল গান গাইতে হবে অভিনেত্রীকে। সেই আবদার হাসি মুখে মিটিয়েওছেন তিনি।
এবার দর্শক আরও একবার সামনে পেলেন গায়িকা মিমি চক্রবর্তীকে এবং তার সঙ্গেই আত্মপ্রকাশ হল ইউটিউবার মিমি চক্রবর্তীর। অনজানা-র কথা লিখেছেন রাজীব দত্ত, সুর দিয়েছেন ডাব্বু। আর মিউজিক ভিডিওর নেপথ্যে রয়েছেন বাবা যাদব, তিনি কোরিওগ্রাফি করেছেন এই গানে।
'মন জানে না' ছবির গান 'কেন যে তোকে'-গানেই প্লেব্যাক করেছিলেন মিমি চক্রবর্তী। তখন থেকেই ইচ্ছে ছিল। আস্তে আস্তে বাস্তবায়িত করলেন স্বপ্নকে। রবিবার মুক্তি পাওয়ার পর থেকেই ঝড়ের গতিতে দর্শক দেখছে এই ভিডিও।
শুধু সোশাল ট্রেন্ডে নয়, সাংসদে রূপোলি পর্দার সাংসদদের ঈদের চাঁদ-এর তকমাও ঘুচিয়েছেন তিনি। যাদবপুর অর্থাত তাঁর সংসদীয় এলাকার সমস্যার সমাধানে একধাপ এগিয়ে মিমি। তবে এত কর্তব্যের ফাঁকেও নিজের স্বপ্নপূরণে দৃঢ় ক্রিসক্রস নায়িকা।তাইতো ইচ্ছে ডানায় ভর করে উড়ান ভরলেন ইচ্ছেপূরণের।