Ankita Lokhande: হঠাৎ করেই চিন্তার ভাঁজ ছিল কপালে। অঙ্কিতা লোখন্ডে জানিয়েছিলেন তাঁর বাড়িতে যারা সারাদিন সাহায্য করেন, বাড়িটাকে মাথায় তুলে রাখেন, সেই মানুষটার কাছের জনেরা হয়েছিলেন নিখোঁজ। তাঁকে নিয়েই চিন্তায় ছিলেন অঙ্কিতা এবং ভিকি। সমাজ মাধ্যমে একটি পোস্ট করেছিলেন, তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং ঘুম উড়েছিল তাঁর। পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন তিনি। তাঁর কি কোনও সু্রাহা হল? কী জানাচ্ছেন তিনি?
জুলাই মাসের শেষের দিকে, তাঁর হাউস হেল্প কান্তার মেয়ে সালোনি এবং তাঁর বন্ধু নেহা নিরুদ্দেশ হন। ৩১ জুলাই সকাল ১০টা থেকে তাঁদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। সেদিন-ই সমাজ মাধ্যমে তিনি এই বিষয়ে জানান। মেয়ে দুটির ছবি দিয়ে পোস্ট করেছিলেন অঙ্কিতা। পরিবারের সকলে যে বেশ চিন্তায় আছেন, সেকথাও জানিয়েছিলে তিনি। মাল্ভানি পুলিশ স্টেশনে মামলা দায়ের করেছিলেন। তবে, বর্তমানে তাঁরা জানিয়েছেন, মেয়েদের নাকি খুঁজে পাওয়া গিয়েছে।
Ranveer Singh: রণবীর-ই সব পাল্টে দিলেন? চূড়ান্ত ঠাণ্ডায় দীপিকার জন্য চিন্তায় পড়ে গিয়েছিলেন আর্টিস্ট! কেন?
অভিনেত্রী সমাজ মাধ্যমে সেই পোস্ট শেয়ার করেছেন। গতকাল রাতেই আপডেট দিয়েছেন তিনি। এখন অনেকটাই তাঁরা চিন্তামুক্ত। তিনি সমাজ মাধ্যমে পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখছেন, "অত্যন্ত স্বস্তি ও আনন্দের সাথে জানাচ্ছি, সালোনি এবং নেহাকে নিরাপদে উদ্ধার করা হয়েছে! দ্রুততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে পদক্ষেপ নেওয়ার জন্য @MumbaiPolice-কে অন্তর থেকে ধন্যবাদ। আপনারাই সত্যিকারের রক্ষাকর্তা। এছাড়া, প্রতিটি মুম্বাইবাসীকে অসংখ্য ধন্যবাদ, যাঁরা খোঁজখবর ছড়িয়ে দিয়েছেন, সমর্থন করেছেন এবং প্রার্থনা করেছেন। আপনাদের সহযোগিতা ও সহমর্মিতা আমাদের জন্য সবকিছু বদলে দিয়েছে। আমরা চিরকাল কৃতজ্ঞ।"
অভিনেত্রী সোজা-সাপটা জানিয়েছিলেন, এরা তাঁরা পরিবারের অংশ। তাই তাঁরা গভীর চিন্তায় ছিলেন। কেবল খারাপ চিন্তা ভাবনা তাঁদের মাথায় ঘুরপাক খাচ্ছিল। তবে, এখন আর চিন্তা নিএই। অভিনেত্রী সেই বিষয়টা জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। প্রসঙ্গে, অভিনেত্রী কিছুদিন আগেই শেষ করেছেন জনপ্রিয় শো লাফটার শেফের শুটিং। এবং আপাতত তিনি ছুটিতে। সেই শোয়েই জানিয়েছিলেন, প্রথম সন্তানের প্ল্যানিং করছেন তাঁরা। আসন্ন সুখবর।