/indian-express-bangla/media/media_files/2025/08/07/deepika-2025-08-07-10-30-57.jpg)
সেদিন যা হয়েছিল দীপিকাকে নিয়ে...
Ranveer Singh-Deepika Padukone: সেলিব্রিটিদের বিয়ে মানেই রাজকীয় আয়োজন, গ্ল্যামার আর প্রচারের ঝলক। কেউ চুপিসারে সাতপাঁকে বাঁধা পড়েন, আবার কেউ আয়োজন করেন রাজকীয় উৎসবের মতো। যেমন রণবীর কাপুর-আলিয়া ভাট তাঁদের বিয়ে রেখেছিলেন একান্ত, আর অন্যদিকে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন বেছে নিয়েছিলেন এক দৃষ্টিনন্দন ও স্মরণীয় অনুষ্ঠান। ২০১৮ সালে ইতালির অপূর্ব লেক কোমোর পাড়ে তাঁরা বিয়ে করেন। সম্প্রতি সেই বিয়েতে অংশ নেওয়া মেহেন্দি শিল্পী বীণা নাগদা জানালেন তাঁদের বিয়ের পাঁচ দিনের এক অসাধারণ অভিজ্ঞতার কথা।
বলিউডের জনপ্রিয় মেহেন্দি আর্টিস্ট বীণা নাগদা বছরের পর বছর ধরে একাধিক তারকার সঙ্গে কাজ করেছেন। 'ইয়ে জওয়ানি হ্যায় দিওয়ানি'র সময় দীপিকার জন্য মেহেন্দি ডিজাইন করেছিলেন তিনিই। দীপিকা তখনই প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিজের বিয়েতেও বীণাকেই নিয়োগ করবেন। সেই কথা তিনি রেখেছিলেন। বীণা জানান, "বিয়ের আগেই দীপিকার টিম আমার সঙ্গে যোগাযোগ করে জানিয়েছিল যে আমাকে ৫ দিনের জন্য বুক করা হয়েছে। আমি অবাক হয়ে বলেছিলাম, 'মেহেন্দি তো এক দিনের জন্য, তাহলে পাঁচ দিন কেন?' তখন তারা জানায়, পুরো অভিজ্ঞতাটাই স্মরণীয় করে রাখতে এমন ব্যবস্থা।"
বীণা ও তাঁর দল মিলানে পৌঁছান। সেই সফরের অংশ হিসেবে তাঁরা সুইজারল্যান্ডও ঘুরে দেখেন। তাঁর কথায়, "এই অভিজ্ঞতা আমি কোনওদিন ভুলতে পারব না।" তিনি আরও বলেন, দীপিকা যেমন নিজের প্রতিশ্রুতি রেখেছেন, তেমনি রণবীর সিং ছিলেন অনুষ্ঠানের প্রাণ। "রণবীরের প্রশংসা করতে সব শব্দই কম পরে। ও ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে যেন আলো ছড়িয়ে পড়ত। লেক কোমোতে সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল। কিন্তু রণবীর এসে সব উষ্ণ করে দিল। হাসিমুখে সবার সঙ্গে মিশছিল, মজা করছিল। সে যখন বলল, 'একজন রানী আরেক রানীর জন্য মেহেন্দি করছে,' আমি তখন আহ্লাদে আটখানা।"
রণবীরের মেহেন্দিতে শুধু দীপিকার নামই ছিল না। বরং, তিনি সঙ্গে জুড়ে দেন তিনটি তারা। একটি নিজের, একটি মাকে এবং আরেকটি বোনের উদ্দেশ্যে। বিয়েতে তাঁর পারিশ্রমিক সম্পর্কে প্রশ্ন করা হলে, বীণা সরাসরি কিছু না বলে জানান, "মূল্য নির্ভর করে নকশা ও কনের চাহিদার উপর। কাস্টমাইজড ডিজাইন কিছুটা ব্যয়বহুল হলেও, সাধারণত সেটা ১ লক্ষ টাকার মধ্যেই হয়।"