Advertisment

Ankita Vikas Welcome Their Daughter: ভিকি-অঙ্কিতার সংসারে নতুন অতিথি, ছোট্ট রাজকুমারীকে স্বাগত জানালেন তারকা দম্পতি

Ankita Lokhande and vikas jain: ভিকি অঙ্কিতার জীবনে ছোট্ট পরী এসেছে। তাঁকে পেয়েই যেন আনন্দে আত্মহারা দুজনে। আদরে ভরিয়ে দিচ্ছেন সেই রাজকুমারীকে। কী বলছেন অঙ্কিতা?

author-image
IE Bangla Entertainment Desk
আপডেট করা হয়েছে
New Update
Ankita Lokhande and vikas jain welcome their baby daughter a baby meow to the family

Ankita Lokhande and vikas jain welcome their daughter - মেয়েকে বাড়িতে আনলেন ভিকি-অঙ্কিতা

নতুন একজনের আগমনে আনন্দে আত্মহারা অঙ্কিতা লোখন্ডে এবং ভিকি জৈন। দুই তারকা স্বাগত জানিয়েছেন তাঁদের জীবনের প্রথম সন্তানকে। যাকে পেয়ে বেশ মজায় রয়েছেন তাঁরা। সারাদিন সারারাত কাটছে সেই পুচকের সঙ্গেই।

Advertisment

অঙ্কিতা এবং ভিকি দুজনেই তাঁকে পেয়ে আহ্লাদে আটখানা। অঙ্কিতা তাঁকে নিয়ে একটি ভিডিও আপলোড করে লিখেছেন, "আমাদের জীবনে স্বাগত ছোট্ট রাজকুমারী।" তাঁকে কখনও কোলে তুলছেন, কখনও আদর করে ঘুম পাড়িয়ে দিচ্ছেন, আবার কখনও তাঁর ছোট ছোট কর্মকাণ্ডে হাসছেন। তাঁকে দোল দিতে দিতে গোটা বাড়ি ঘুরে বেড়াচ্ছেন অঙ্কিতা।

সেই ছোট্টটি নিতান্তই কম না। সেও দিব্যি মায়ের সঙ্গে খুনসুটি করে চলেছে। তাঁর কোলে করে ঘুরে বেড়াবো ছাড়াও, মায়ের হাত চেটে দেওয়া, তাঁর দিকে জুল জুল করে তাকিয়ে থাকা, সবটাই করে চলেছে সে। আদরে ভালবাসায় নিজের রাজকুমারীকে বাহুডোরে আগলে রেখেছেন অঙ্কিতা।

মেয়ের কী নাম রাখলেন তিনি?

আসলে, অঙ্কিতার এই কন্যা সন্তানটি চারপেয়ে একটি বিড়ালছানা। যাকে পেয়ে সবকিছু পাল্টে গিয়েছে তাঁর জীবনে। এই মিষ্টি কন্যা সন্তানটির তিনি নাম রেখেছেন মাউ লোখন্ডে জৈন। অঙ্কিতা ঠিক কী লিখেছেন তাঁকে নিয়ে? অভিনেত্রী সমাজ মাধ্যমের পাতায় সমস্ত ভাললাগা উজাড় করে দিয়েছেন। তিনি লিখছেন...

আরও পড়ুন  -  Amitabh Bachchan: 'অশ্বত্থামা' অমিতাভের বডি ডাবল জনপ্রিয় এই তারকাই, বর্তমানে ৬০০ কোটির ছবিতে দেখা গিয়েছে তাঁকে...

আমাদের পরিবারের নতুন সংযোজন এই পুঁচকেটি। মা আর বাবা তোমায় পেয়ে ধন্য, আমরা যেন বিশ্বাস করতেই পারছি না। তোমার ছোট ছোট মিয়াউ আর আদর আমাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। তোমার ছোট ছোট থাবা যেন আমাদের পরিবারে অনেক সুখ এবং সমৃদ্ধি নিয়ে আসে। এখানেই শেষ না। তিনি আরও লিখলেন...

"আমাদের অনেক শুভেচ্ছা। আমরা গর্বিত বাবা মা। আশা করব, আমাদের দিন রাত সারাজীবন অনেক আনন্দে, হাসিতে কাটবে। তোমার জন্যই সবকিছু। আর, এই যে ভিডিওতে যা দেখছেন এগুলো আমার মেয়ের সঙ্গে কাটানো বেশ কিছু সুন্দর মুহূর্ত। আরামে কেটেছে এই মুহূর্ত গুলো। মাউ... আমার কন্যা! তোমায় আমরা এখনই এত ভালবেসে ফেলেছি।"

উল্লেখ্য, অঙ্কিতা এবং ভিকি বিগ বসের পর ফের একবার নতুন রিয়ালিটি শোয়ের মঞ্চে। লাফটার শেফে দেখা যাচ্ছে তাঁদের। অঙ্কিতা এর আগে বীর সাভারকার ছবিতে দেখা গিয়েছে।

 

viki jain Ankita Lokhande bollywood entertainment Entertainment News
Advertisment