অশ্বত্থামা হিসেবে অমিতাভ যেভাবে দর্শকদের মনোরঞ্জন করেছেন এবং প্রশংসা পেয়েছেন, তাতে তাঁর পাশাপাশি আরেকজনের বিরাট অবদান রয়েছে। যিনি সেই ছবিতে অমিতাভের বডি ডাবলের ভূমিকায় অভিনয় করেছিলেন। ৮০ বছরে অমিতাভ প্রশংসনীয়, কিন্তু ভয়ঙ্কর অ্যাকশন করলেন যে, তাঁকে চেনেন?
সেই ব্যক্তিটি এখন অনেকের চেনা। সম্প্রতি, একটি ছবিতে তাঁকে দেখা যাচ্ছে। যথেষ্ট প্রশংসা পেয়েছেন তিনি। স্ত্রী ২ ছবিতে তাঁর অভিনয়ের কারণেই পরিচিতি পেয়েছেন। কিন্তু, তাঁর আগে এমন একটি ব্লকবাস্টার ছবি কল্কি ২৮৯৮ এ যে তিনি অমিতাভের বডি ডাবল হিসেবে অভিনয় করেছেন জানা ছিল? অমিতাভ নাকি তাঁর সঙ্গে মজা করে এমনও বলেছিলেন যে, এতদিন সকলে তাঁকে লম্বু বলত, আর এ তো তাঁর থেকেও লম্বা।
আসলে সেই বডি ডাবল অভিনেতা কেউই না, বরং সুনীল কুমার। যিনি এখন সারকাটা নামে পরিচিত। স্ত্রী ২ এর সেই ভীষণ লম্বা মানুষটি, যিনি বিখ্যাত হয়েছেন এই চরিত্রের জন্য, তিনিই অমিতাভের বডি ডাবল হিসেবে কাজ করেছিলেন। সুনীল সম্প্রতি শেয়ার করেছেন, অমিতাভের সঙ্গে তাঁর সাক্ষাতের সেই ঘটনা। কিংবদন্তি নাকি নিজেই এগিয়ে এসেছিলেন তাঁর সঙ্গে একটা ছবি তোলার জন্য।
আরও পড়ুন - Kangana Ranaut: 'এই সমাজ আমায় মাদকাসক্ত-যৌনকর্মী বানাতে চেয়েছিল...', স্পষ্ট অভিযোগ কঙ্গনার
অমিতাভকে নিয়ে কী বললেন সুনীল?
সুনীল এক সাক্ষাৎকারে বলেন, "আমার প্রথমদিনের শুটিং অভিজ্ঞতা দারুণ ছিল। সেটে ঢুকলাম, দেখলাম অমিতাভ স্যার এবং প্রভাস স্যার সামনেই বসে আছেন। আমি তো অ্যাকশন দৃশ্যের জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে ছিলাম। হার্নেস নিয়ে পুরো তৈরি। অমিতাভ স্যার আমার দিকে একবার তাকিয়ে দেখলেন। তারপর উঠে এসে ফটোগ্রাফারকে বললেন, একটা ছবি তুলুন। উনি হেসে বললেন, আগে আমায় সবাই লম্বু বলতো। এখন আমার থেকেও লম্বা কাউকে পাওয়া গিয়েছে।"
সুনীল এখানেই থামলেন না। এও বলেন, যে তাঁর পরিবারের সকলে খুব উত্তেজিত ছিলেন যে অমিতাভের সঙ্গে কাজ করতে যাচ্ছেন তিনি। অভিনেতা নিজেও খুব আগ্রহী ছিলেন। যেখানে, কত মানুষ অমিতাভের বডি ডাবল হতে চান, সেখানে তিনি। অনেক স্টান্ট যদিও করতে হয়েছিল তাঁকে।
উল্লেখ্য, এই ছবিতে অশ্বত্থামার পাশাপাশি প্রভাস অভিনয় করেন ভৈরবের চরিত্রে। ছিলেন কমল হাসান, শাশ্বত চট্টোপাধ্যায়, দীপিকা পাডুকোন এবং বিজয় দেবারাকোন্ডাও।