Ankita Lokhande: অঙ্কিতা লোখান্ডে, এই নামটা শুনলেই মনে পড়ে যায় সেই ফেমাস হিন্দি ধারাবাহিক পবিত্র রিস্তা-র কথা। এরপর হিন্দি ছবিতেও কাজ করেছেন অঙ্কিতা। ভিকি জৈনর সঙ্গে তাঁর সুখী দাম্পত্য। বিগ বসে অংশ নেওয়ার পর চর্চায় ছিলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে। সম্প্রতি সেলিব্রিটি মাস্টার শেফে অঙ্কিতার একটি সংলাপ ঘিরে তৈরি হয়েছিল অন্তঃসত্ত্বার জল্পনা। নানা কারণে বিভিন্ন সময় পেজ ৩-এর খবরে উঠে আসেন ভিকি ঘরনি অঙ্কিতা লোখান্ডে। তবে এই মুহূর্তে অভিনেত্রীর পরিবারে ঘটে গিয়েছে একটি দুর্ঘটনা! প্রচণ্ড উদ্বেগের মধ্যে দিন কাটছে সেলেব দম্পতির।
পরিচারিকা কান্তার মেয়ে সলোনি ও তাঁর বান্ধবী নেহা দুজনেই বৃহস্পতিবার থেকে আচমকা নিখোঁজ। স্থানীয় থানায় এফআইআর-ও দায়ের হয়েছে। ইনস্টা হ্যান্ডেলে সেই খবর নিজেই জানিয়েছেন অভিনেত্রী। অঙ্কিতা ইনস্টাগ্রামে একটি পোস্টের মাধ্যমে জানান, গত বৃহস্পতিবার সকাল ১০টা থেকে মুম্বইয়ের ভাকোলা এলাকা থেকে নিখোঁজ দুই কিশোরী, সালোনি ও নেহা। এখনও পর্যন্ত দুজনের কোনও খোঁজ পাওয়া যায়নি।
আরও পড়ুন 'অনেকদিন ধরেই...', বিয়ের চার বছর পর সুখবর! অঙ্কিতার প্রেগন্যান্সি নিয়ে মুখ খুললেন বিগ বস প্রতিযোগী অভিষেক
জরুরি: নিখোঁজ সতর্কবার্তা ক্যাপশনে তিনি লেখেন, 'আমাদের বাড়ির পরিচারিকা কান্তার মেয়ে ও তাঁর এক বান্ধবী সালোনি এবং নেহা ৩১শে জুলাই সকাল ১০টা থেকে নিখোঁজ। শেষবার তাদের ভাকোলা, সান্তাক্রুজ (পূর্ব), মুম্বইতে দেখা গিয়েছিল। ইতিমধ্যে মালওয়ানি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে, কিন্তু এখনও তাদের কোনও খোঁজ পাওয়া যায়নি।'
অঙ্কিতা আরও যোগ করেন, 'ওরা আমাদের পরিবারের সদস্য। ওরা শুধু আমাদের বাড়িরই নয়, পরিবারের অংশ। আমরা খুবই উদ্বিগ্ন। মুম্বই পুলিশ এবং মুম্বইবাসীর কাছে অনুরোধ করছি অনুগ্রহ করে বিষয়টি সকলের মধ্যে ছড়িয়ে দিন এবং যেকোনও উপায়ে সাহায্য করুন। আমরা যেন ওদের নিরাপদে ফিরিয়ে আনতে পারি। কেউ যদি কিছু দেখে থাকেন বা শুনে থাকেন, অনুগ্রহ করে তৎক্ষণাৎ আমাদের জানাবেন বা নিকটবর্তী থানায় যোগাযোগ করবেন।
আরও পড়ুন ভোর চারটে পর্যন্ত নিয়মিত মদের নেশায় বুঁদ, হাসির অন্তরালে জীবনের ভয়ংকর অভিজ্ঞতা ভাগ জনি লিভারের
পিটিআই সূত্রে জানা গিয়েছে, যেহেতু দুজন কিশোরী নিখোঁজ, তাই শিশু অপহরণের মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত তেমন কোনও ক্লু পাওয়া যায়নি। অঙ্কিতা ও তাঁর স্বামী ভিকি জৈন যৌথভাবে পোস্টটি শেয়ার করে লেখেন, 'এই মুহূর্তে আপনাদের সমর্থন ও প্রার্থনাই আমাদের একমাত্র ভরসা।' ভিকি ও অঙ্কিতা করজোড়ের ইমোজির মাধ্যমে তাঁদের আবেদন জানান।
আরও পড়ুন রিয়্যালিটি শো-র মঞ্চে ফাঁস সত্য, বিয়ের চার বছর পর অন্তঃসত্ত্বার সুখবর দিলেন সুশান্তের প্রাক্তন অঙ্কিতা!