Johnny Lever Past Life: সিনেমার পর্দায় যাঁর অভিনয়-সংলাপ দর্শকের মুখে হাসি ফোটায় তাঁর জীবনই ছিল দুঃখ-কষ্টে জর্জরিত। জীবনে এমন এক কঠিন সময়ের মধ্যে দিয়ে অতিক্রম করেছেন যখন তিনি মদ্যপানের প্রতি আসক্ত হয়ে পড়েন। অথচ মাত্র ১৭ বছর বয়সে লাইম-ক্যামেরা-অ্যাকশনের দুনিয়ায় পা রেখেছিলেন। অল্পদিনের মধ্যেই দর্শকের দিল জিতে নেন। এমনকী হাস্যরসে ভরপুর কমেডি পারফরম্যান্সের সিডিগুলি আমেরিকাতেও বিক্রি হত। একের পর এক সিনেমার সঙ্গে চুক্তিবদ্ধ, পৃথিবীর নানা দেশে শো সবকিছু মিলিয়ে যেন তাঁর জীবন রূপকথার গল্পের থেকে কোনও অংশে কম ছিল না। তিনি নান আদার দ্যান, জনপ্রিয় কৌতুক অভিনেতা জনি লিভার।
সম্প্রতি স্বপন বর্মার ইউটিউব চ্যানেলে অতীত নিয়ে মুখ খুলেছেন। হাসির অন্তরালে অন্ধকারাচ্ছন্ন জীবনের কঠিন অধ্যায় নিয়ে অকপট অভিনেতা। কেরিয়ারে সাফল্যের নেপথ্যে রয়েছে অজানা অনেক কাহিনি, সেই প্রসঙ্গে জনি জানান, একটা সময় কাজের প্রচণ্ড চাপে শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। অভিনেতার সংযোজন, 'আমি খুব ক্লান্ত থাকতাম। দিনে সিনেমার শুটিং আর রাতে শো। এরপর প্রচুর মদ্যপান করতাম। সম্পূর্ণ নিঃশেষ হয়ে যেতাম। ব্যাকস্টেজে লুটিয়ে পড়ে থাকতাম। নিজেকে একপ্রকার শেষ করে ফেলেছিলাম।'
আরও পড়ুন শুটিং সেটে আচমকা অসুস্থ হয়ে ICU-তে, কেমন আছেন জনপ্রিয় অভিনেত্রী?
শারীরিক-মানসিকভাবে বিপর্যস্ত থাকলেও কাজের সঙ্গে কখনও সমঝোতা করেননি জনি লিভার। অভিনেতা বলেন, 'যতই ক্লান্ত থাকি, আমি পারফর্ম করতাম। কিন্তু শো শেষ হলে আমি একেবারে শেষ হয়ে যেতাম।' জীবনের ভয়াবহ অভিজ্ঞতা থেকে সকলের উদ্দেশে একটি বার্তাও দিয়েছেন জনি লিভার। সকলকে অনুরোধ করেছেন, 'কেউ যেন মদ্যপানের সীমা লঙ্ঘন না করেন। আসলে আমি তো সীমা অতিক্রম করে গিয়েছিলাম। সেটা কোনও মূল্যেই ঠিক নয়। আমি এতটাই নেশাগ্রস্থ হয়ে গিয়েছিলাম যে চৌপাট্টিতে বসে ভোর চারটে পর্যন্ত মদ খেতাম। পুলিশ অনেকবার আসত আর আমাকে বলত অরে জনি ভাই! তারপর গাড়িতে উঠে মদ্যপান করতাম।'
আরও পড়ুনজাতীয় পুরস্কারজয়ী অভিনেতার মর্মান্তিক পরিণতি! মুম্বই ছেড়ে বেঙ্গালুরুর অটোচালক কালজয়ী ছবির নায়ক
তিনি স্বীকার করেন, 'সাফল্য অনেক সময় মানুষকে বদলে দেয়। এমন একটা সময় ছিল যখন আমাকে ছাড়া কোনও সিনেমা তৈরি হত না। বিদেশেও একটার পর একটা শো করতাম। এত ভিড়ে নিজের অস্তিত্বটাই যেন হারিয়ে ফেলেছিলাম। তবে একটা সময় সিদ্ধান্ত নিলাম আমি আর মদ্যপান করব না। দেখতে দেখতে ২৪ বছর পার, আমি মদ ছুঁয়েও দেখি না।'
সাম্প্রতিক অতীতে প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্রর সঙ্গে এক আলাপচারিতায় জনি বলেছিলেন, 'আমি প্রচুর মদ্যপান করতাম। আমার স্ত্রী খুব রাগ করত। বাধা দিলে আমি আরও রেগে যেতাম। অন্য কিছুতে রাগ করতাম না, কিন্তু মদ আমাকে খিটখিটে করে তুলেছিল। স্ত্রী, সন্তানদের কষ্ট দিতাম, বাবা-মাকে হতাশ করতাম। মনে হত, যেন নরকে বাস করছি, ভুলে ভরা এক জীবন।'
আরও পড়ুন রাস্তায় রাত কাটানো-উচ্ছিষ্ট খেয়ে পেট ভরানো! 'শোলে' খ্যাত অভিনেতার করুণ কাহিনি শুনলে চোখে জল আসবে
আরও বলেছিলেন, 'একদিন সিদ্ধান্ত নিলাম মদ আর সিগারেট ত্যাগ করব। বিশেষ করে বর্ষার সময়, যখন মদের প্রতি আকর্ষণ তীব্র হত তখন আমি ঈশ্বর ও যীশুর কাছে সাহায্য চাইতাম। অনেক বাধা এল, কিন্তু আমি অটল থাকলাম। এরপর আর কোনওদিন মদ বা সিগারেট ছুঁইনি। আমি আমার ভুল থেকে শিক্ষা নিয়েছি যদিও নিজেকে বদলাতে অনেকটা সময় লেগেছে।'