scorecardresearch

বিয়ের পিঁড়িতে সুশান্তের প্রাক্তন প্রেমিকা! বরের সঙ্গে রোম্যান্সে মশগুল অঙ্কিতা লোখান্ডে

ছবি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছার বন্যা নেটদুনিয়ায়।

Ankita Lokhande, Vicky Jain, Ankita Lokhande-Vicky Jain marriage, Sushant Singh Rajput's ex girlfriend, অঙ্কিতা লোখান্ডে, ভিকি জৈন, অঙ্কিতা-ভিকির বিয়ে, bollywood, bengali news today
অঙ্কিতা লোখান্ডে, ভিকি জৈন

সুশান্ত সিং রাজপুত (Sushant Singh Rajput) বেঁচে থাকতেই অঙ্কিতা লোখান্ডের (Ankita Lokhande) নয়া সম্পর্কের গুঞিজন ছড়িয়ে পড়েছিল ইন্ডাস্ট্রিতে। তখন অবশ্য সুশান্তের প্রাক্তন অঙ্কিতা। সেই থেকেই জল্পনার সূত্রপাত। এই বিয়ে করেন তো, সেই। গত বছর সুশান্তের মৃত্যুর পর থেকে সোশ্যাল মিডিয়ায় বেজায় সক্রিয়ও হয়ে উঠেছিলেন অভিনেত্রী। তবে নতুন প্রেমিকের সঙ্গে সদ্ভাব বজায় রেখেই। তিনি ভিকি জৈন (Vicky Jain)। শেষমেশ মাসখানেকের জল্পনাতেই সিলমোহর পড়ল।

বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অঙ্কিতা লোখান্ডে। ইনস্টাগ্রামে প্রেমিক ভিকি হবু স্ত্রীয়ের সঙ্গে প্রাক-বিবাহের মুহূর্তও শেয়ার করেছেন। ক্যাপশনে লেখা- “পিকচার অভি বাকি হ্যায় মেরে দোস্ত…।”

অঙ্কিতার প্রোফাইলেও উঁকি দিয়ে দেখা গেল বিবাহের অনুষ্ঠান যে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। হাসিমুখে বর-কনে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। অভিনেত্রীর পরনে সবুজ সিল্কের শাড়ি। হাতে সবুজ চুড়ির গাছা। নাকে নথ। ভিকির পরনে ঘিয়ে রঙের কুর্তা-পাজামা। মারাঠি নিয়মানুযায়ী দু’জনের কপালে বাঁধা মুক্তোর মালা।

[আরও পড়ুন: ‘মানি হাইস্ট’ প্রিমিয়ারে ভুবন বাম, রসিকতায় মাতলেন টোকিও-প্রফেসরের সঙ্গে, দেখুন ভিডিও]

ভিকি জৈন ও অঙ্কিতার বিয়ের আসর বসবে মুম্বইতেই। ১২ তারিখ বিয়ে। ১৪ তারিখ রিসেপশন। তার আগে মেহেন্দি, সঙ্গীত পর্ব। তবে জুটির সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা পোস্টে দেখা গেল, দুজনেই মন দিয়ে বিয়ের নিয়ম-কানুন পালন করছেন। সেই সঙ্গে নেটদুনিয়াতেও শুভেচ্ছার বন্যা।

প্রসঙ্গত, নভেম্বর মাসেই ব্যাচেলরেট পার্টি সেলিব্রেট করেন অঙ্কিতা। পাশাপাশি, দিন দুয়েক আগেই পাপ্পারাজিরা ছেঁকে ধরেছিলেন ভিকি ও অঙ্কিতাকে দেখে। বাড়ির বাইরে দুজনকে জেখেই তাঁরা চিৎকার করে বলতে থাকে, “বউদি একটু এদিকেও পোজ দিন, কাল থেকে আপনাদের বিয়ের মাস শুরু হচ্ছে বলে কথা।”

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ankita lokhande vicky jain pre wedding celebrations begins