Advertisment
Presenting Partner
Desktop GIF

Viki Jain: বউয়ের পাগলামি থেকে রেহাই! আয়েশা-ইশাদের সঙ্গে জমিয়ে পার্টি অঙ্কিতার স্বামী ভিকির

Bigg Boss 17: আপনার বউয়ের চিকিৎসা প্রয়োজন..অঙ্কিতার হাতের নাগালের বাইরে বেরিয়েই রোমিও ভিকি যা করলেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
viki jain evicted from bigg boss, bigg boss 17 update, bigg boss finale, ankita lokhande, viki jain ankita lokhande, ankita viki in bigg boss, entertainment news, ajker binodon, tollywood news, বিগ বস, টলিউড, আজকের বিনোদন, মনোরঞ্জন

Bigg boss- ভিকির কাণ্ডে কী বলছেন সকলে? ছবিঃ ইনস্টা

Viki Jain Evicted: অঙ্কিতা টিকে গেলেন বিগ বসের ঘরে। টেলিভিশন তাঁর বাপের বাড়ি, তাঁর সঙ্গে সুশান্ত এর প্রসঙ্গ তো রয়েছেই। অঙ্কিতার ( Ankita Lokhande ) বর ভিকি ( Vikas Jain ) বেড়িয়ে এসেছেন ঘর থেকে। তারপর, থেকেই জল্পনা তুঙ্গে।

Advertisment

অঙ্কিতার দিকে আঙুল তুলছেন অনেকেই। অভিনেত্রী নাকি ভিকটিম কার্ড খেলেছেন। ভিকির কেরিয়ার নষ্ট করে দিয়েছেন তিনি? যদিও, ভিকি জন্য বেরিয়ে আসছেন, অঙ্কিতা কেঁদে কেটে ভাসালেন। তাঁকে জড়িয়ে ধরে বললেন, "আমি আর থাকতে চাই না এই ঘরে। তুমি দাবী রাখ এখানে থাকার। যেটা করেছ, নিজের ক্ষমতায় করেছ।" আর স্ত্রীকে যেভাবে তিনি শান্ত করলেন সেটাও প্রশংসার যোগ্য।

একদিকে, যখন তিনি এতদূর এসে ফাইনাল পর্যন্ত পৌঁছতে পারলেন না তখন অভিষেক, অরুণ এবং বাকিদের উপস্থিতি নিয়েও প্রশ্ন উঠছে। ফাইনাল অনুষ্ঠিত হতে আর মাত্র ৩ দিন। কিন্তু, ভিকি ঘর থেকে বেরিয়ে এসেই এক মুহুর্ত নিজের বাড়িতে বসে নেই। বরং, তিনি পার্টি করতে ব্যস্ত। ট্রফি তোলার জন্য দিনরাত এক করছেন অঙ্কিতা। আর ভিকি, বিগ বসের প্রতিযোগীদের সঙ্গে পার্টি করছেন।

সঙ্গী আয়েশা খান ( Ayesha Khan ) এবং ইশা মালভিয়া ( Isha Malviya )। শেষ কিছু দিন ধরে সেই ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এদিকে, শো চলাকালীন, প্রশ্ন উঠছিল তাঁর সঙ্গে মান্নারার সম্পর্ক নিয়ে। সকলের কাছে হয়ে উঠেছিলেন ভিকি ভাইয়া। আবার, কেউ কেউ ভিকির এই রূপ দেখে বলছেন...

আরও পড়ুন - Ankita Lokhande-Viki Jain: ভিকির বিগ বস জার্নি শেষ, স্বামীর কেরিয়ার নষ্ট করলেন? উদ্দেশ্য সফল অঙ্কিতার! 

আমরা যেমন ভাবি তেমন মানুষ ভিকি নয়। আবার কেউ বললেন, বাদ যাওয়ার দারুণ মজা নিচ্ছেন তো দাদা। আবার কারওর কথায়, বউ যে সন্দেহ করত তাঁর মানে ঠিক করত এসব। আবার কেউ কেউ ভিকিকেই সঙ্গ দিলেন। বললেন, পাগল বউয়ের থেকে রেহাই পাওয়া দরকার ছিল। আবার কেউ বললেন, এটাই যদি অঙ্কিতা করে, তাহলে ওর শাশুড়ি খেয়ে নেবে ওকে।

Ankita Lokhande bollywood viki jain Entertainment News
Advertisment