Advertisment
Presenting Partner
Desktop GIF

Ankita Lokhande-Viki Jain: ভিকির বিগ বস জার্নি শেষ, স্বামীর কেরিয়ার নষ্ট করলেন? উদ্দেশ্য সফল অঙ্কিতার! 

Bigg Boss 17: জেনে বুঝেই এসব করেছেন অঙ্কিতা! স্বামীর জনপ্রিয়তা মেনে নিতে পারেননি? নাকি..

author-image
IE Bangla Entertainment Desk
New Update
ankita lokhande, viki jain, bigg bioss

ankita-viki: বিগ বস থেকে বাদ গেলেন ভিকি-ছবিঃ ইনস্টা

Bigg Boss 17 Finale : ভিকি জৈন ( Viki Jain ) বিগ বস থেকে বেরিয়ে যাওয়ার পর থেকেই নানা আলোচনা। প্রথম থেকেই সবকিছু সিদ্ধান্ত নেওয়া থাকে এই ঘরে? কে জিতবে? টপ ৩ পর্যন্ত কারা পৌঁছাবে, সবটাই? আলোচনা তুঙ্গে!

Advertisment

অঙ্কিতা ( Ankita Lokhande ) এবং ভিকি, দুজনেই এসেছিলেন এই ঘরে। কানাঘুষো, খবর ছিল এমনই যে ভিকির ওপরেই বিগ বস বেশি টাকা রেখেছিল। আর অঙ্কিতা, স্বামীর জন্য এই শো করতে বাধ্য হয়েছিলেন। তারপর থেকে তো কোন্দল কারওর অজানা নয়। যত দিন পেরিয়ে মাস গড়িয়েছে ভিকি এবং অঙ্কিতার সম্পর্কে এসেছে নানা টানাপোড়েন। অশান্তি, ঝগড়া, কটু কথা এবং পারিবারিক প্রভাব সবটাই আরও খারাপ পর্যায়ে নিয়ে গিয়েছে তারকা দম্পতির সম্পর্ক।

অঙ্কিতা এমনিও বেশ জনপ্রিয় মুখ। তিনি টেলিভিশনের পাশাপশি সিনেমাতেও কাজ করেছেন। সবসময় একথা বলেন, যে টিভি তাঁর বাপের বাড়ি। এইখানে তিনি যে ভালবাসা পেয়েছেন সেটা আর কোথাও সম্ভব না। আর ভিকি, বউয়ের আঁচল ধরে এই শোয়ে জনপ্রিয়তা পেয়েছেন। তবে, অবশেষে বিগ বস থেকে বাদ পড়েছেন ভিকি জৈন। সেই জায়গায় রয়েছেন অরুণ!

এই বিষয়টি একেবারেই পছন্দ হচ্ছে না, ভিকি ভক্তদের। তারা রেগে আগুন অঙ্কিতার ওপর। তাদের কথায়, অঙ্কিতা নিজের ইচ্ছেয় ভিকির খেলা শেষ করেছেন। তাঁর যত উদ্দেশ্য সব আজকে সফল। অঙ্কিতা নাকি কোনোদিন চাননি ভিকি জিতুক। আর বিগ বস প্রেমীদের চোখে ভিকির থাকা উচিত ছিল টপ-৩ এর মধ্যে। অরুণ, যে কিছুই করেননি শোয়ের মধ্যে সে কি করে পৌঁছায় এই প্রশ্নও উঠছে। কেউ কেউ তো এমন বললেন, যে দাবি রাখত ট্রফি রাখার সে হেরে গেল। এটা বিগ বসের চাল!

আরও পড়ুন - Bigg Boss 17 Finale Date: ভয়ঙ্কর বাদানুবাদ, টিকিট টু ফিনালের জন্য চুলচেরা হিসেব! প্রকাশ্যে ‘বিগ বস’ ফাইনালের তারিখ…

প্রথম থেকেই নির্বাচন করা থাকেন বিজেতা? ( bigg Boss winner had been decided )?

এবারের, সিজনের প্রথম থেকেই দুজনের মধ্যে ট্রফি নিয়ে জোর টক্কর! অভিষেক বনাম মুনাওয়ার ( Munawar Faruqui ) । এই দুইয়ের মধ্যেই ফাইনাল লড়াই হবে অনেকেই আশা করেন। তবে, ভিকি যে বাদ চলে যাবেন সেকথা অনেকেই ভাবেননি। বেশিরভাগের দাবি মুনাওয়ার এবারের বিজেতা এবং সেটা প্রথম থেকেই নির্ধারিত। অঙ্কিতা ট্রফি নিতে পারেন কিনা সেই নিয়েও রয়েছে প্রশ্ন। তবে, একথা সঠিক যে এবার, বিগ বস কাউকে ছেড়ে কথা বলেননি। ইশাকে ( Isha Malviya ) যেভাবে তিনি প্রকাশ্যে অসভ্য বলেছেন সেকথা অনেকেই জানেন। আবার, অঙ্কিতা সুশান্তের ( Sushant Singh Rajput ) নাম কেন নেন এই শোয়ে সেই নিয়ে প্রশ্ন উঠতেই তিনি সাফ বলেন, আমি ওর ভাল দিকটা বলতে চেয়েছিলাম। তাঁর কারণ, অভিষেক সুশান্তের ভক্ত। তাঁকে কার্ড বানানোর ইচ্ছে ছিল না আমার।

viki jain Ankita Lokhande Bigg Boss OTT bollywood Entertainment News
Advertisment