Ankush-Oindrila Wedding Shopping: দীর্ঘ ১৩ বছর একে অপরের হাত ধরে একসঙ্গে পথ চলছেন। টলিপাড়ার পাওয়ার কাপল হিসেবেই পরিচিত অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। তারকা জুটির অফ স্ক্রিন কেমেস্ট্রি তো ভক্তদের দারুণ পছন্দ। এছাড়াও 'ম্যাজিক', 'লাভ ম্যারেজ', 'মির্জা'-তেও অঙ্কুশ-ঐন্দ্রিলার অন স্ক্রিন কেমেস্ট্রি পছন্দ হয়েছিল এই জুটির অনুরাগীদের।
এখন তো তাঁদের মনে একটাই প্রশ্ন, কবে মিস টু মিসেস হবেন ঐন্দ্রিলা সেন। ইন্ডাস্ট্রির দ্যা মোস্ট এলিজেবল ব্যাচেলর অঙ্কুশকেও বরবেশে দেখতে উদগ্রীব ভক্তরা। বছর শেষের মুখে সকলকে চমকে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করেছেন অঙ্কুশ। যা দেখে সকলের মনে হচ্ছে, নতুন বছরেই বাজতে পারে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সানাই।
বিয়ের শাড়ি-গয়না কেনাকাটা শুরু করে দিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের কাঁধেই তো মনে হচ্ছে বিয়ের সাজসজ্জার যাবতীয় দায়িত্ব। বিয়ের মতো জীবনের সবচেয়ে সুন্দর মুহূর্তটাকে স্মরণীয় করে রাখতে কাছের বন্ধুদের উপরই ভরসা রাখতে চান তাঁরা।
অঙ্কুশের পঞ্জাবি থেকে ঐন্দ্রিলার নাকছাবি সব দায়ভার অভিষেকের কাঁধে চাপিয়ে নিশ্চিন্ত অঙ্কুশ-ঐন্দ্রিলা। দোকানে ঘুরে শাড়ি দেখে, গয়না পরে ট্রায়ালও দিলেন দুজনেই। প্রীতিভোজের অনুষ্ঠানে কেমন শেরওয়ানি পরবেন, সেটাও পছন্দ করে ফেললেন অঙ্কুশ।
বিয়ের গুঞ্জন উসকে অঙ্কুশ-ঐন্দ্রিলা বলছেন, হাসি মজা খুনসুটি করে ১৩ বছর বেশ ভালই কেটে গেল। কিন্তু, সকলে যে বিয়ের সাজে দেখতে চাইছেন সেই ইচ্ছে সেটা পূরণ করা যথেষ্ট সময় সাপেক্ষ। ভিডিও-র শেষে আবার ঐন্দ্রিলার সংযোজন, বিয়ের সাজে তাঁরাও নিজেদের দেখতে উদগ্রীব।
বাকিরা সকলে উৎসাহী সেটাও জানতে চান অঙ্কুশের প্রেমিকা। ফ্যাশন ডিজাইনার অভিষেক রায়ের থেকে বিয়ের জন্য কী কী শপিং করলেন? নতুন বছরে সত্যিই সাত পাক ঘুরবেন কিনা? এই সব প্রশ্নের উত্তর জানতে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে যোগাযোগ করা হয়।
কিন্তু, কারও ফোনে কোনও সাড়া পাওয়া যায়নি। রবিবার রাতে বহুবার ফোন করেও উত্তর মেলেনি। সোমের সকাল থেকে অঙ্কুশ-ঐন্দ্রিলার ফোন বন্ধ। 'নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ'। এই ক্যাপশনের রহস্যটা কিন্তু, জিইয়ে-ই রাখলেন দুজনে।