Ankush-Oindrila Video: বেনারসি-কপালে চন্দনের ফোঁটা, মাথায় শোলার মুকুট আর গা ভর্তি গয়না। নববধূর সাজে পান পাতায় মুখ ঢেকে ঐন্দ্রিলা আসতেই অঙ্কুশ তো পুরো 'ফ্ল্যাট'। চরিত্রের প্রয়োজনে বহুবার বধূর সাজে ঐন্দ্রিলাকে দেখেছেন অঙ্কুশ। কিন্তু, চাক্ষুস বিয়ের কনেকে দেখে যেন নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলেন না! ঐন্দ্রিলাকে হালকা করে জড়িয়ে ধরেন অঙ্কুশ।
চোখে চোখ রেখে যেন একে অপরের ভালবাসায় হারিয়ে গিয়েছেন প্রেমিকযুগল! কয়েকদিন আগে বিয়ের শপিং করে ফিরেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা! শুধু তাই নয়, বিয়ের কেনাকাটার শুরু থেকে শেষ ভিডিও-ও পোস্ট করেছিলেন। শহুরে শীত গায়ে মেখে চুপিচুপি মিস টু মিসেস হয়ে গেলেন ঐন্দ্রিলা?
না, এখনও তাঁরা বাস্তবে স্বামী-স্ত্রী হননি। আসলে এটি একটি প্রমোশনাল ভিডিও। প্রসঙ্গত, একটি ভিডিও পোস্ট করে বিয়ের জল্পনা ঘণীভূত করেছিলেন লাভবার্ডস। বিয়ের কেনাকাটার সেই ভিডিও দেখে ইন্ডিয়ান এক্সপ্রেস অনলাইনের তরফে দুজনের সঙ্গেই যোগাযোগ করার চেষ্টা করা হলে কাউকে পাওয়া যায়নি।
৬ জানুয়ারি সোমবার সপ্তাহের প্রথমদিনে নিজেরাই সেই রহস্যের চাদর উন্মোচন করলেন। বধূবেশে যেমন অপরূপা ঐন্দ্রিলা তেমনই হালকা রঙের পঞ্জাবিতে বরবেশে অঙ্কুশও সুপারকুল। অঙ্কুশের পঞ্জাবি থেকে ঐন্দ্রিলার নাকছাবি সব দায়ভার অভিষেকের কাঁধে চাপিয়ে নিশ্চিন্ত অঙ্কুশ-ঐন্দ্রিলা সে কথা নিজেরাই বলেছিলেন।
প্রীতিভোজের অনুষ্ঠানের জন্য কালো শেরওয়ানি পছন্দ করেছিলেন অঙ্কুশ। ঐন্দ্রিলার কালো শাড়ির সঙ্গে অঙ্কুশের টুইনিং-ও জাস্ট ফাটাফাটি। বিয়ের কেনাকাটার ভিডিও-তে অঙ্কুশ তো নিজেই বলেছিলেন, প্রীতিভোজের অনুষ্ঠানে কেমন শেরওয়ানি পরবেন, তারই ঝলক রয়েছে এখানে।
দীর্ঘ ১৩ বছর একে অপরের হাত ধরে একসঙ্গে পথ চলছেন। টলিপাড়ার পাওয়ার কাপল হিসেবেই পরিচিত অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন। তারকা জুটির অফ স্ক্রিন কেমেস্ট্রি তো ভক্তদের দারুণ পছন্দ।'ম্যাজিক', 'লাভ ম্যারেজ', 'মির্জা'-তেও অঙ্কুশ-ঐন্দ্রিলার অন স্ক্রিন কেমেস্ট্রি পছন্দ হয়েছিল এই জুটির অনুরাগীদের। এখন তো তাঁদের মনে একটাই প্রশ্ন, কবে মিস টু মিসেস হবেন ঐন্দ্রিলা সেন।
ইন্ডাস্ট্রির দ্যা মোস্ট এলিজেবল ব্যাচেলর অঙ্কুশকেও বরবেশে দেখতে উদগ্রীব ভক্তরা। ২০২৪-এর শেষে বিয়ের গুঞ্জন উসকে সোশ্যাল মিডিয়ায় বিয়ের কেনাকাটার ভিডিও শেয়ার করেছেন সকলকে চমকে দিয়েছিলেন। আর নতুন বছরের শুরুতে সেই কেনাকাটার কারণ খোলসা করলেন। তবে এই ভিডিওগুলো দেখে এই জুটির ভক্তদের মনে একটাই প্রশ্ন জাগছে অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সানাই কবে বাজবে?