scorecardresearch

ভিড় করেছে হাজারো স্মৃতি, স্কুলের ক্লাসরুমে ঢুকতেই আবেগপ্রবণ অঙ্কুশ

নিজের স্কুলে পৌঁছেই নস্টালজিক অঙ্কুশ

ankush hazra at his school feel emotional
অঙ্কুশের স্কুল

ছোটবেলার স্মৃতিতে ফিরে গেলেন অঙ্কুশ হাজরা ( Ankush Hazra )। নিজের শহর বর্ধমানে বেজায় আনন্দ করছেন তিনি। আর তারই মধ্যে পাড়ি দিলেন ছোটবেলার স্কুলে। নস্টালজিয়া ঘিরে ধরল অভিনেতাকে।

বর্ধমানের ‘হোলি রক’ স্কুলের ছাত্র অঙ্কুশ। জীবনের অনেকটা সময় সেখানে পার করেছেন তিনি। চোখের সামনে সেই চেনা মানুষগুলো, ক্লাসরুম, বোর্ড- আর নিজেকে সামলে রাখতে পারলেন না। নিজের ছাত্রজীবনে যে বেঞ্চে বসতেন সেখানে গিয়েই বসে পড়লেন। এদিক ওদিক ঘুরে দেখলেন। স্মৃতিরা ঘিরে ধরেছিল তাঁকে। সঙ্গে ছিলেন ঐন্দ্রিলাও।

এদিকে, অঙ্কুশকে দেখে অবাক স্কুলের শিক্ষক শিক্ষিকারাও। তারাও এলেন একে একে। ঐন্দ্রিলার হাত ধরে দিব্য গল্প জমালেন। কিন্তু অঙ্কুশ, একমনে মুহূর্ত উপভোগ করতে ব্যস্ত। চোখে জল, মনে একরাশ ভালোলাগা, নিজের সবথেকে প্রিয় জায়গায় ফিরে উচ্ছ্বসিত অভিনেতা। সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন সেই ভিডিও।

আরও পড়ুন [ IFFI-এ নির্বাচিত ‘টনিক’, ‘মহানন্দা’, অরিন্দমের ফোনে ঘুম ভাঙল দেবের! ]

আপ্লুত কন্ঠে লিখলেন, “আমার জীবনের শ্রেষ্ঠ মুহূর্ত। স্কুলে গিয়েছিলাম। ছোটবেলার দিনগুলো ফিরে পেলাম। শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে অনেক গল্প হল। নিজের অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। শুধু আমায় নয়, ঐন্দ্রিলাকে যা ভালবাসা দিলেন আমি ধন্য”।

বর্ধমানের ছেলে অঙ্কুশ। নিজের শহরে পা রাখতেই তারকাসুলভ আচরণ যেন উধাও। কিছুদিন আগেই ঐন্দ্রিলাকে নিয়ে রাত্রিবেলা স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছিলেন তিনি। টলিউডের বড় নায়ক হওয়ার পরেও নিজের শিকড় ভুলে যাননি অঙ্কুশ। নেটদুনিয়ার অনেকেই কুর্নিশ জানাচ্ছেন তাঁকে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ankush hazra at his school feel emotional