/indian-express-bangla/media/media_files/2025/10/28/ankush-2025-10-28-15-26-30.jpg)
অঙ্কুশকে কী শুনতে হল?
Ankush Hazra-Zubeen Garg: জুবিন ঠিক কাঞ্চনজঙ্ঘার মত'- অসমে পৌঁছে ঠিক এমনটাই বলেছিলেন রাহুল গান্ধী। মাস দেড়েক আগে অসম তথা বাংলা এবং ভারত এমন এক শিল্পীকে হারিয়েছে, যিনি মানুষ হিসেবেও নানা নজির গড়েছিলেন। জুবিন ঠিক সেই শিল্পী, যিনি নিজের অসমেই ফিরে গিয়েছেন বার বার। তিনি একেবারেই মুম্বইয়ে থাকতে পছন্দ করতেন না। বরং তিনি অসমে থাকতে ভালবাসতেন।
এমনকি, মুম্বইয়ে যারা তাঁর সঙ্গে কাজ করতে চাইতেন, তাঁদের তিনি বলতেন, অসমে এসে কথা বলুন। সেই জুবিনকে বাংলা থেকে শ্রদ্ধা জানিয়েছেন অনেকেই। দেব, তাঁর রঘু ডাকাতের ট্রেলার লঞ্চের অনুষ্ঠানে-ও জুবিনকে শ্রদ্ধা জানান। তাঁর মৃত্যুর পর, দুঃখ প্রকাশ করেছিলেন আরেক অভিনেতাও। তিনি অঙ্কুশ হাজরা। অভিনেতার জীবনে যে গায়কের সুরের কত দাম, সেকথা জানিয়েছিলেন প্রকাশ্যে। তাঁর জীবনের সব সেরা গানের মধ্যে অনেকগুলোই গেয়েছেন জুবিন।
Harshvardhan Rane: 'আপনার কপালেও এমন একজন লেখা আছে', তুলনা উঠতেই ভক্তকে স্পষ্ট জবাব হর্ষবর্ধনের
অসমের গর্ব জুবিনকে নিয়ে সেই শহরে তোলপাড় পরে যায়। জাস্টিস ফর জুবিন হ্যাশট্যাগ বেশ ঝড় তোলে। আর এবার অঙ্কুশ তিনি জুবিনকে নিয়ে যা করলেন...খেয়াল করলে দেখা যাবে, গতকাল রায়গঞ্জে এক অনুষ্ঠানে গিয়েছিলেন তিনি। পরনে কালো রঙের পোশাক, স্টেজে উঠেই যা শুরু করলেন... তাঁকে দেখেই ভক্তদের উন্মাদনার শেষ নেই।
অঙ্কুশ মাইক ধরে গাইতে শুরু করলেন। তাঁর মনে তখন জুবিনের গলায় গাওয়া সেই গান ভাসছে। অঙ্কুশ তাঁর ছবির গান দিয়েই শুরু করলেন। 'কী দিয়া বানাইসে তোরে ভগবান' - এই গান গেয়েই মাতালেন তিনি। অঙ্কুশ যখন স্টেজে গাইছেন, তখন চারপাশে মানুষ ভর্তি। অঙ্কুশ যে এত ভাল গান গাইতে পারেন, কেউ জানতেই পারতেন না। কিন্তু অঙ্কুশ যে শো মাতিয়েছেন, সেকথা বলতেই হয়।
কে কী বলছেন এই নিয়ে?
কেউ বলছেন, অসমের এই মানুষকে আপনি যে গানে গানে শুভেচ্ছা জানালেন, সেটা কিন্তু দারুণ। আবার কেউ বলছেন, অঙ্কুশ যে অভিনয়ের সঙ্গে সঙ্গে এত ভাল গান করেন, সেটা তো জানতাম না। আবার কেউ বলছেন, আপনার গলার পরিচর্যা কী করে করেন আপনি? বেশ ভাল গান। যদিও, অঙ্কুশের জীবনে যে অনেক হিট জুবিন দিয়েছেন, একথাও শোনালেন ভক্তরা।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)

 Follow Us
 Follow Us