Harshvardhan Rane: 'আপনার কপালেও এমন একজন লেখা আছে', তুলনা উঠতেই ভক্তকে স্পষ্ট জবাব হর্ষবর্ধনের

সম্প্রতি হর্ষবর্ধন আরও শিরোনামে এসেছেন, যখন তিনি নিজের ভিডিও বার্তায় দর্শকদের 'এক দিওয়ানে কি দিওয়ানিয়াত' ও 'থাম্মা' - দু’টি ছবিই দেখার অনুরোধ করেন...

সম্প্রতি হর্ষবর্ধন আরও শিরোনামে এসেছেন, যখন তিনি নিজের ভিডিও বার্তায় দর্শকদের 'এক দিওয়ানে কি দিওয়ানিয়াত' ও 'থাম্মা' - দু’টি ছবিই দেখার অনুরোধ করেন...

author-image
IE Bangla Entertainment Desk
New Update
harsh

কেন এমন বললেন অভিনেতা?

Harshvardhan Rane: অভিনেতা হর্ষবর্ধন রানে, যিনি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবি- “এক দিওয়ানে কি দিওয়ানিয়াত”-এর সাফল্যে উচ্ছ্বসিত, সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়া রিল নিয়ে আলোচনায় এসেছেন। সেই রিলে তার চরিত্র বিক্রমাদিত্য-র তুলনা করা হয়েছে “সাইয়ারা”-এর অহন পান্ডের চরিত্র কৃষ কাপুর-এর সঙ্গে।

Advertisment

রিলে এক নারী ভক্ত বলেন, "বিক্রমাদিত্য চরিত্রটি আরও আন্তরিক, নিবেদিতপ্রাণ এবং নিখুঁত প্রেমিক, যেখানে কৃষ কাপুরের কিছু “নারীবাদী” ত্রুটি রয়েছে।" তিনি মজা করে যোগ করেন, বাস্তবে এমন পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর, কারণ এরা শুধু সিনেমার জন্যই তৈরি। তাঁর মতে, এমন চরিত্র দেখে নারীরা হয়তো বাস্তব জীবনের পুরুষদের কাছ থেকেও তেমনই ভালোবাসা প্রত্যাশা করতে শুরু করবেন।

SIR-Chandan Sen: বাম-কংগ্রেস জোটকে আটকাতে তৃণমূল-বিজেপি আঁতাত? SIR- প্রসঙ্গে বিস্ফোরক চন্দন সেন

Advertisment

রিলটি দেখে হর্ষবর্ধন নিজেই মন্তব্য করেন, "ম্যাম, আপনার ভাগ্যেও এমন একজন পুরুষ লেখা আছে।" তার এই মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়, এবং ভক্তদের মধ্যে এক তর্কের জন্ম দেয়- কে বেশি ভাল, বিক্রমাদিত্য না কৃষ কাপুর? কেউ বলেন, “ভাই, কৃষ কাপুর অনেক ভালো”, আবার কেউ পাল্টা বলেন, “বিক্রমাদিত্য অনেক বেশি বাস্তব আর গভীর চরিত্র।”

অন্য এক ব্যবহারকারী লেখেন, “এই দুইজনের তুলনা করা যায় না- দু’জনেই দারুণ, কিন্তু বিক্রমাদিত্যর আবেগ অনেক আলাদা।” আরেকজন যোগ করেন, “বাস্তবে এমন ভালোবাসা পাওয়া অসম্ভব, এই চরিত্রগুলো নিছক কল্পনা।” এক দিওয়ানে কি দিওয়ানিয়াত, যা মিলাপ জাভেরি পরিচালিত, মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া পেলেও, আয়ুষ্মান খুরানার থাম্মা ছবির প্রতিযোগিতা সত্ত্বেও বক্স অফিসে স্থিতিশীলভাবে চলছে। 

Jackky Bhagnani Home Tour: 'ফ্লপ হিরো' জ্যাকি ভাগনানির স্বপ্নের নীড়, কোটি টাকার এই বিলাসবহুল বাড়িতে কী নেই?

সম্প্রতি হর্ষবর্ধন আরও শিরোনামে এসেছেন, যখন তিনি নিজের ভিডিও বার্তায় দর্শকদের 'এক দিওয়ানে কি দিওয়ানিয়াত' ও 'থাম্মা' - দু’টি ছবিই দেখার অনুরোধ করেন। তিনি বলেন, “আমরা দু’জনই আউটসাইডার- চলুন স্বজনপ্রীতির অবসান ঘটাই।” তবে, তার এই মন্তব্য নিয়ে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Harshvardhan Rane Entertainment News