scorecardresearch

বড় খবর

টিকল না ঐন্দ্রিলার সঙ্গে ১২ বছরের প্রেম! শ্রাবন্তীকে-ই বিয়ে করতে চান অঙ্কুশ

ঐন্দ্রিলার সঙ্গে বিচ্ছেদটা পাকাপাকি?

Ankush Hazra, Oindrila Sen, Ankush Oindrila, Srabanti Chatterjee, Ankush Srabanti, Tollywood, অঙ্কুশ হাজরা, ঐন্দ্রিলা সেন, অঙ্কুশ-ঐন্দ্রিলা, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অঙ্কুশ শ্রাবন্তী, টলিউডের খবর
অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে টলিউডের অন্দরে এখন জোর গুঞ্জন!

১২ বছরের প্রেম, আর তাতেই কিনা ভাঙন! অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্ক নিয়ে টলিউডের অন্দরে এখন জোর গুঞ্জন- তাঁদের সম্পর্কে নাকি ফাটল ধরেছে! আজ প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তো কাল আবির চট্টোপাধ্যায়, সকলের মুখেই এক প্রশ্ন বিয়েটা হচ্ছে না কেন? কারণ, অঙ্কুশ নিজেই ১১ ফেব্রুয়ারি ঘোষণা করে দিয়েছেন যে, ‘আমাদের বিয়েটা হচ্ছে না..।’

তাহলে কি ঐন্দ্রিলার সঙ্গে দীর্ঘ কয়েক বছরের সম্পর্কে ইতি? এমন প্রশ্নই চাউর ইন্ডাস্ট্রির অন্দরে। এবার ব্রেকাপের জল্পনার মাঝেই বড়সড় কথা বলে ফেললেন অভিনেতা। অঙ্কুশ বলছেন, “শ্রাবন্তীর যদি এতই সমস্যা.. তাহলে ও নিজেই আমাকে বিয়েটা করে নিক..!” ‘পুরনো প্রেমিকা’ কি তাহলে অতীত? খবর তো দাবানল গতিতে ছুটছে।

এই তো দিন কয়েক আগেই একসঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush Oindrila), আর তার মাস খানেক ঘুরতে না ঘুরতেই প্রেমে ভাঙন? প্রায় ১ যুগের সম্পর্ক কবে ছাদনাতলায় যাবে? সেই কৌতূহলে যখন অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই টলিপাড়ার নায়কের ঘোষণা- “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না..। এই ১৪ই ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কী-ই হতে পারে? বাকিটা ব্যক্তিগত।”

অঙ্কুশের এমন ঘোষণার পর ইন্ডাস্ট্রির বুম্বাদা থুড়ি প্রসেনজিৎ নিজে ভিডিও করে অনুজের কাছে জানতে চান যে- কেন বিয়েটা হচ্ছে না? আবিরও তাই। এবার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও সেই একই প্রশ্ন করেছিলেন ভিডিও কলে। তবে কলটা গিয়েছে প্রেমিকা ঐন্দ্রিলার কাছে। একসঙ্গে জিম করছিলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, সেখানেই ভিডিও কল করে শ্রাবন্তী প্রশ্ন ছোঁড়েন- “তোদের সম্পর্কের ১২ বছর হল না, বিয়েটা করছিস কবে?” তা শুনে অঙ্কুশ বললেন- “ধুর! সবাই এক প্রশ্ন করছে। লজ্জায় কাউকেই কিছু বলতে পারছি না। শ্রাবন্তীর যদি এত সমস্যা হয়, তাহলে ওই আমাকে বিয়ে করে নিক।” আর অভিনেতার মুখে এমন কথা শুনে রেগে আগুন ঐন্দ্রিলা।

[আরও পড়ুন: প্রেমের সপ্তাহে ঠোঁটে ঠোঁট, তবু ভেস্তে গেল ঐন্দ্রিলার সঙ্গে বিয়ে, ভয়ঙ্কর দুঃসংবাদ দিলেন অঙ্কুশ]

সেখানেই অবশ্য থামেননি অঙ্কুশ, বললেন- “সুন্দরীদের মিথ্যে বলতেও পারি না।” তবে এই ভিডিও দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, সেটা নেহাত মজার ছলেই বানানো হয়েছে। নতুন কোনও সিনেমার প্রচার কিনা, সেই উত্তর মিলবে ১৪ ফেব্রুয়ারি, অঙ্কুশের জন্মদিনে।

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Bengali App.

Web Title: Ankush hazra says he wants to marry srabanti chatterjee oindrila sen reacts