Ankush Hazra Romantioc Mood: টলিউড ইন্ডাস্ট্রির অন্যতম সফল অভিনেতা অঙ্কুশ হাজরা। দিন কয়েক আগে আচমকাই ঐন্দ্রিলার সঙ্গে বিয়ের চর্চা জোরাল হয়। নেপথ্যে একটি বিজ্ঞাপন। যেখানে তাঁদের দুজনের মুখে বিয়ের কেনাকাটা নিয়ে নানা কথা শোনা যায়। যা বিয়ে চর্চা একেবারে জোরদার। তারপরই সামনে আসে সত্যিটা। দেখা যায় একটি বিপননী সংস্থার মুখ অঙ্কুশ-ঐন্দ্রিলা।
এই বিজ্ঞাপন দেখে ভক্তদের একাংশের মনে হচ্ছে খুব শীঘ্রই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ইন্ডাস্ট্রির এই 'পাওয়ার কাপল'। এর মাঝেই আবার রোম্যান্টিক মুডে ধরা দিলেন অঙ্কুশ। গাড়িতে বসে কিশোর কুমারের সেই ফেমাস গান, 'Raat Kali Ek Khwab Men Aai'গাইছেন অঙ্কুশ।
সেই ভিডিও-র ক্যাপশনেও রয়েছে রোম্যান্টিক মুডের ছোঁয়া। গান গাওয়ার মুহূর্তকে সকলের সঙ্গে ভাগ করে অঙ্কুশ লিখেছেন, 'আমি শুধু আমার চরিত্রের রোম্যান্টিক দিকটা তুলে ধরলাম।' কমেন্ট বক্সে অবশ্য প্রেমিকা ঐন্দ্রিলা সেনের কোনও প্রতিক্রিয়া দেখা যায়নি।
বাস্তবে অঙ্কুশ কতটা রোম্যান্টিক তা ঐন্দ্রিলার থেকে ভাল আর কেই বা জানেন! তবে অঙ্কুশের অনুরাগীরা লাল হৃদয়ের ইমোজিতে ভরিয়ে দিয়েছেন। সেই সঙ্গে প্রশংসাও করেছেন। গাড়ি চালানোর সময় রিল না বানানোর পরামর্শও দিয়েছেন নেটনাগরিকদের একটা অংশ।
সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় অঙ্কুশ হাজরা। শীতের সকালে শ্যুটিং করতে যাওয়ার ছবিও পোস্ট করেছিলেন। চশমা পরা ছবি শেয়ার করে লিখেছেন, 'যখন ভোরবেলার শ্যুটিং আনন্দের সঙ্গে উপভোগ করার চেষ্টা করি কিন্তু, চোখ বলে দেয় কী চাইছি'।
আসলে শীতের সকালে বিছানা ছাড়তে কার ভাল লাগে! রূপোলি পর্দার অভিনেতা অঙ্কুশও তার ব্যক্তিক্রম নন। তিনিও কনকনে ঠান্ডায় এত সকালে শ্যুটিং-এ গিয়ে একেবারে জুবুথুবু। তাই তো বলছেন, মন চায় শ্যুটিং এনজয় করতে কিন্তু, চোখ মনের কথা বলে দিচ্ছে।