Anna Grace Phelan Death: ফের বিনোদন দুনিয়ায় খারাপ খবর। রুপোলি দুনিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিত্বদের প্রয়াণেই বিনোজগৎ থেকে সাধারণ মানুষ শোকস্তব্ধ হয়, তা কিন্তু মোটেই নয়। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যাঁরা অত্যন্ত পরিচিত মুখ তাঁদের মৃত্যুসংবাদও মানুষের মনে প্রভাব ফেলে। টিকটক ইনফ্লুয়েন্সার Anna Grace Phelan-এর মৃত্যুর খবরে স্তম্ভিত ভক্তরা। বয়স মাত্র ১৯ বছর। ব্রেন ক্যানসারের সঙ্গে প্রায় এক বছর লড়াইয়ের পর জীবন-মৃত্যুর কাছে হার মানলেন Anna। তাঁর টিকটক পেজ থেকে Anna-র মৃত্যুসংবাদ পরিবারের তরফে নিশ্চিত করা হয়েছে। হৃদয়বিদারক মেসেজে লেখা, 'অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আমাদের আদুরে কন্যা Anna Grace Phelan যীশু খীষ্ট্রের কাছে চলে গেল।' মেয়ের অসুস্থতার সময় প্রত্যেকের প্রার্থনার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন।
আরও লিখেছেন, 'আপনারা সকলেই দেখেছেন ও কতটা আত্মবিশ্বাসী ছিল। ক্যানসারের সঙ্গে আমার মেয়ের দীর্ঘ লড়াই লড়াইয়েরও সাক্ষী থেকেছেন আপনারা।' ২০২৪ সালের অগাস্টে প্রথমবার ক্যানসারের লক্ষ্মণগুলো নজরে আসে। যার মধ্যে ছিল মুখ আর ডান পা অসাড় হয়ে যাওয়া। চোখের দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসছিল। কথাগুলো জড়িয়ে যেত। সেপ্টেম্বরে ম্যালিগন্যান্ট ব্রেন টিউমার ধরা পড়ে। ২৪ মে Anna Grace Phelan-এর আকস্মিক মৃত্যুর খবরে চমকে গিয়েছেন তাঁর অনুগামীরা। আর কখনও Anna Grace Phelan-এর টিকটক দেখা যাবে এটা যেন এখনও বিশ্বাস করতে পারছে না ফলোয়ার্সরা।
Anna Grace Phelan-এর এমআরআই রিপোর্টে মস্তিষ্কে ক্ষত দেখা যায়। পরবর্তী রিপোর্টে ধরা পড়ে glioblastoma। এরপরও Anna-এর আত্মবিশ্বাসে বিন্দুমাত্র চিড় ধরেনি। টিকটকে তাঁর ফলোয়ার্স সংখ্যা ছিল প্রায় এক লাখ ৫০ হাজারেরও বেশি। ১৪ মে শেষবার টিকটকে দেখা গিয়েছে Anna-কে। ওটাই তাঁর শেষ ভিডিও। সেখানেই বলেছিলেন, টিউমারটি যে অবস্থায় রয়েছে তাতে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এছাড়াও অন্যান্য শারীরিক সমস্যাগুলোও প্রকট হয়ে উঠেছিল। ভক্তদের কাছে Anna আর্জি করেছিলেন, 'হয়তো আমার সঙ্গে কোনও মিরাকল ঘটে যেতে যেতে পারে। তবে আমি এখনও হাল ছাড়িনি. আমার জন্য সকলে একটু প্রার্থনা করবেন।'
GoFundMe ক্যাম্পেইনের মাধ্যমে তাঁর চিকিৎসার জন্য ৬৫ হাজার ডলারেরও বেশি অর্থ সংগ্রহ করা হয়েছে। আগামী ২৯ মে জ্যাকসনের গ্যালিলি খ্রিস্টান চার্চে তার শেষকৃত্য সম্পন্ন হবে। সেখানেই করব দেওয়া হবে ১৯ বছরের টিকটক স্টার Anna Grace Phelan-কে। মৃত্যুকালে রেখে গেলেন মা-বাবা, ভাই ও পরিবারের অন্য সদস্যরা।
আরও পড়ুন স্ক্রিপ্ট তৈরি করেও অধরা কাজ, মৃত্যুর আগে ছিলেন ICU-তে! মুকুলের মৃত্যুতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য