Actor Tragic Death: স্ক্রিপ্ট তৈরি করেও অধরা কাজ, মৃত্যুর আগে ছিলেন ICU-তে! মুকুলের মৃত্যুতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য

Unfinished Work Before Death: মুকুল একটি স্ক্রিপ্টও তৈরি করেছিলেন কিন্তু, সেই কাজ অধরাই রয়ে গেল। সহ অভিনেতা ও সতীর্থর মৃত্যুতে ভেঙে পড়েছেন অর্জুন বাজওয়া। অভিনেত্রী মুগ্ধা গডসে জানিয়েছেন, মৃত্যুর আগে ICU-তে ছিলেন অভিনেতা।

Unfinished Work Before Death: মুকুল একটি স্ক্রিপ্টও তৈরি করেছিলেন কিন্তু, সেই কাজ অধরাই রয়ে গেল। সহ অভিনেতা ও সতীর্থর মৃত্যুতে ভেঙে পড়েছেন অর্জুন বাজওয়া। অভিনেত্রী মুগ্ধা গডসে জানিয়েছেন, মৃত্যুর আগে ICU-তে ছিলেন অভিনেতা।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
অকাল মৃত্যু অজয়-শাহিদের সহ অভিনেতার

অধরা কাজ...

Mukul Dev-Mugdha Godse-Arjan Bajwa: শনিবার সকালে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অভিনেতা মুকুল দেবের আকস্মিক মৃত্যুর খবরে সিলমোহর দেন অভিনেত্রী দীপশিখা নাগপাল। এরপরই মনোজ বাজপেয়ী থেকে অজয় দেবগন, সলমন খান সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেন। মুকুলের কাছের বন্ধু বিন্দু দারা সিং সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে বলেন, অভিনেতা একাকীত্বে ভুগতেন। অতিরিক্তি মদ্যপান করতেন। এমনকী মেয়েও তাঁর কাছে থাকতেন না। মৃত্যুর কয়েকদিন আগে আইসিইউ-তেও ভর্তি ছিলেন মুকুল। শনিবার বিকেলে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। এর মাঝেই প্রকাশ্যে আসে আরও এক মন খারাপ করা খবর। অভিনেতা অর্জুন বাজওয়া জানান, তাঁদের একসঙ্গে কাজ করার পরপিকল্পনা চলছিল। মুকুল একটি স্ক্রিপ্টও তৈরি করেছিলেন কিন্তু, সেই কাজ অধরাই রয়ে গেল। সহ অভিনেতা ও সতীর্থর মৃত্যুতে ভেঙে পড়েছেন অর্জুন।  

Advertisment

মুকুলের আচমকা মৃত্যুশোকে কাতর অভিনেতা। নরম সুরে বলেন, 'আমার মনের অবস্থা বলে বোঝাতে পারব না। আমরা শুধু সহকর্মীই ছিলাম না। সন অফ সর্দারে কাজ করার অনেক আগে থেকেই পরস্পরের বন্ধু। সম্প্রতি এক প্রজেক্ট নিয়েও আমাদের মধ্যে কথা হচ্ছিল। আমার জন্য স্পেশালভাবে একটি স্ক্রিপ্টও মুকুল লিখছিলেন। সেটা তৈরিও হয়ে গিয়েছিল। কিন্তু, কাজটা আর একসঙ্গে করা হল না। মেসেজে, ভিডিও কলে সবসময় কথা হত। ওঁর ভাবনাগুলো আমার সঙ্গে শেয়ার করতেন। আমার বড় ভাইয়ের মতো ছিলেম মুকুল।'

স্মৃতিচারণা করে বলেন, ' মুকুল একজন ট্রেনিংপ্রাপ্ত পাইলট ছিলেন। বিমান চালানো ছিল ওঁর নেশা। আর আমি তো শখপূরণের জন্য বিমান চালাই। অনেকসময় আমি ভয়েস নোট পাঠাতম। সেটা শুনে আমাকে বলতেন, তোমার গলাটা বিমানের PA ঘোষণাকারীর মত শোনাচ্ছে। মজা করে কথা বলো। ওঁর ওই কথাগুলো এখনও আমার কানে বাজছে। আমাদের এত ভাল বন্ডিং ছিল কিন্তু, কখনও একসঙ্গে সেভাবে ছবি তুলতাম না। কারণ দুজনেই মনে করতাম, মুহূর্তটা এনজয় করা উচিত।'

একদিকে যখন সহকর্মী, বন্ধুর মৃত্যুতে শোকাহত অর্জুন, তখন অন্যদিকে আরও এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্যে আনলেন অভিনেত্রী মুগ্ধা গডসে। তাঁর মন্তব্য শুনে অনেকেরই মনে হচ্ছে, মুকুলের মৃত্যুর প্রকৃত কারণ গোপন করছে পরিবার। তিনি জানিয়েছেন, 'শারীরিক নানা সমস্যার কারণে এক সপ্তাহ আইসিইউ-তে ছিলেন। এরপর জীবনের কাছে হেরে গেলেন। এখনও আমাদের ওঁর মৃত্যুসংবাদ বিশ্বাস করতে কষ্ট হচ্ছে।' মুকুলের সতীর্থ ও সহঅভিনেত্রী দিব্যা দত্ত সংবাদমাধ্যমকে বলেছেন, 'জীবন অনিশ্চিত।  এখনও বিশ্বাস করতে পারছি না। ভীষণ ভাল বন্ধু ছিলেন। সর্বোপরি একজন ভাল মানুষ ছিলেন।' 

Advertisment

আরও পড়ুন ৫৪-তে আকস্মিক মৃত্যু, জনপ্রিয় অভিনেতার শেষ পোস্ট ঘিরে দানা বাঁধছে রহস্য

Hindi Television hindi serial bollywood movie Bollywood News Bollywood Actor actor death news Mukul Dev