Antara Mitra: 'নাচ-গানের সঙ্গে যুক্ত মেয়ে মানেই গন্ডগোল, বিয়ের জন্য ছেলেদের তো অসুবিধা হয়', ঠোঁটকাটা অন্তরা মিত্র
Antara Mitra news: এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, যারা শিল্পকর্মের সঙ্গে জড়িয়ে আছেন তাদের অনেকেই তাচ্ছিল্যের চোখে দেখেন। গায়িকা বলেন... "আমাদের দেশেই দেখেছি। মহিলারা যারা শিল্পকর্মের সঙ্গে যুক্ত, তাদের সকলে তাচ্ছিল্যের চোখে দেখেন। আমার ব্যক্তিগত জীবনের নানা পর্যায়ে এসব দেখেই বলছি।”
মছলন্দপুর থেকে মুম্বাই, যাত্রাপথ নেহাতই সহজ ছিল না। অন্তরা মিত্র এখন বলিউডের চেনা নাম। বাংলার এই মেয়ে গান গেয়ে মনোরঞ্জন করেছেন বহু মানুষের। কিন্তু, তিনি তাঁর ব্যক্তিগত জীবনে এমন কিছু দেখেছেন...
Advertisment
পেশায় সফল অন্তরা। কিন্তু ব্যক্তিগত জীবনে যারা শিল্পী তাদের কত কিছু সহ্য করতে হয় এই বিষয়ে অনেকেই জানেন না। অন্তরা নিজেও এমন কিছুই ফেস করেছেন জীবনে। গায়িকা প্রকাশ্যেই এমন কথা বলেন...
এক সাক্ষাৎকারে তাঁকে বলতে শোনা যায়, যারা শিল্পকর্মের সঙ্গে জড়িয়ে আছেন তাদের অনেকেই তাচ্ছিল্যের চোখে দেখেন। গায়িকা বলেন... "আমাদের দেশেই দেখেছি। মহিলারা যারা শিল্পকর্মের সঙ্গে যুক্ত, তাদের সকলে তাচ্ছিল্যের চোখে দেখেন। আমার ব্যক্তিগত জীবনের নানা পর্যায়ে এসব দেখেই বলছি। কেউ শিক্ষিকা, কেউ ডাক্তার সমস্যা নেই। আবার যে মেয়েরা কর্পোরেট জগতে কাজ করেন তাদের নিয়েও অসুবিধা। কারণ, এদিক ওদিক অফিসের কাজে তাঁকে বেরোতে হচ্ছে। এসব হলে তো বাড়ির ছেলের সঙ্গে বিয়ে দেওয়া যাবে না..."
এখানেই শেষ না, শিল্পী নিজের ব্যক্তিগত জীবন যাপনের কথা উল্লেখ করেই বলেন, "ছেলের বাড়ি অনেক দূর। ছেলের নিজেরই এসব সমস্যা। আমি পরিষ্কার বলছি, যে জিনিসটা কেউ নিজে হজম করতে পারে না, সে মুখের ওপর বলছে যে তোমার উত্তরণ আমি মেনে নিতে পারছি না, এটা অনেকে পারে না। আমি ধরো ভোর ৪টেয় ফ্লাইট ধরে অন্য শহরে শো করতে যাচ্ছি। সেখান থেকে রাতে তো ফিরতে পারব না। আমায় ওখানে নিশি যাপন করতে হবে। তাহলে? এটা একদম সাধারণ না। এই ভীষণ সাধারণ বিষয়টি খুব অসাধারণ তাদের কাছে।"
শিল্পীর নিজের জীবনে এমন কিছুই হয়েছে সেটাও তিনি জানান। এমনকি এও বলেন, অনেকেই এটা স্বীকার করবেন না। কিন্তু যারা গায়িকা কিংবা বিশেষ করে মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের নিয়ে একটা ভাবনা চিন্তা আছে যে, মিডিয়ার সঙ্গে যুক্ত মেয়ে, তাঁর মানেই একটা গন্ডগোল আছে। শিল্পীর কথায়, "এটা শুধু পুরুষদের বা ছেলেদের ভাবনা না। তাঁর বাড়ির আর পাঁচজন মহিলা এই একভাবেই ভাবছেন। ছেলের মা, বোন সকলে এটাই ভাবছে। এটা খুব অদ্ভুত একটা বিষয় তাদের কাছে।"
উল্লেখ্য, বর্তমানে অন্তরা সারেগামাপা শোয়ের বিচারক। এবার জুটিতে বিচার করছেন তারা। তাঁর পাশাপাশি শোয়ে দেখা যাচ্ছে, কৌশিকী চক্রবর্তী থেকে ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, ইন্দ্রদীপ দাশগুপ্ত এমনকি শান্তনু মৈত্রকেও।