Advertisment

Anumita Dutta: গাড়ি পার্কিং নিয়ে চুলের মুঠি ধরে অভিনেত্রীর মাকে বেধড়ক মার! হাইকোর্টে গেলেন অনুমিতা…

ঘটনার পর, আগামী সোমবার শুনানির তারিখ দিয়েছে আদালত।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
anumita dutta, anumita dutta news, anumita dutta mother beaten, anumita utta high court, anumta dutta updates, tollywood news, tolly world

অনুমিতার মাকে আক্রমণ!

অনুমিতা দত্ত, অভিনেত্রী পঞ্চ-পাণ্ডব এবং সাথী ধারাবাহিকের মাধ্যমে জনপ্রিয়তা পেয়েছেন। কিন্তু, শেষ কিছুদিন অভিনেত্রীর সঙ্গে ঘটে গিয়েছে নানা ঘটনা। যার কারণে, বর্তমানে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি?

Advertisment

কী হয়েছে আসলে?

অভিনেত্রীর বাবা-মাকে নিয়ে গাড়ি করে যাচ্ছিলেন ডোমজুরে বোনের বাড়িতে। সেখানে যাওয়ার পথেই হয় ভয়ঙ্কর সমস্যা। একটি খাবারের দোকানের সামনে গাড়ি পার্ক করা নিয়েই অশান্তি দানা বাঁধতে শুরু করে। অভিনেত্রী দোকানের সামনে গাড়ি পার্ক করতেই দোকানদার বলেন, গাড়ি সরিয়ে নিতে। কিন্তু আপত্তি জানান অভিনেত্রী।

কিন্তু, অভিনেত্রী জানান, এটা নো পার্কিং এলাকা নয়। তাই তিনি গাড়ি সরাবেন না। কিন্তু, পরিস্থিতি হাতের বাইরে যেতে শুরু করে। এরপরই, কয়েকজন এসে তাঁর মাকে মারধোর করতে শুরু করে। অভিনেত্রীর অভিযোগ, মায়ের চুলের মুঠি ধরে তাঁরা মারতে শুরু করে। রেহাই পাননি অভিনেত্রী নিজেও।

আরও পড়ুন - Vikrant Massey: গন্তব্যে পৌঁছে দিয়েই বাড়ল ক্যাবের ভাড়া, বিক্রান্ত মাসের সঙ্গে হাতাহাতি ড্রাইভারের!

অভিনেত্রীর কথায়, "আমি বলেছিলাম পাঁচ মিনিটের মধ্যে চলে যাব। কিন্তু, কোনও কথাই শোনেননি।" ড্রাইভার অন্যত্র গাড়ি সরিয়ে দিলেও লাভ হয়নি। তাঁরা আরও অশান্তি করতে শুরু করে। অভিনেত্রী এরপর থানায় যান। কিন্তু সেখানে তাঁর অভিযোগ নেওয়া হয়নি। পরে আবারও, পুলিশের দ্বারস্থ হলে তাঁকে জানানো হয় মামলা দায়ের করা হয়েছে। কিন্তু, মামলার কোনও কপি জমা দেওয়া হয়নি।

উল্লেখ্য, এরপরও হাল ছাড়েননি অভিনেত্রী। তিই হাইকোর্টের দ্বারস্থ হন বিচার চেয়ে। তারপর, মামলা নিতে রায় দেয় হাইকোর্ট। আগামী সোমবার শুনানির তারিখ দিয়েছে আদালত।

tollywood Entertainment News
Advertisment