Anupam on Marriage: অভিনেতা এবং রাজনীতিবিদ কিরণ খেরের সঙ্গে দীর্ঘ ৩৯ বছরের দাম্পত্য সম্পর্ক নিয়ে সম্প্রতি একটি সাক্ষাৎকারে অকপট মন্তব্য করলেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। রাজ শামানির পডকাস্টে হাজির হয়ে তিনি আধুনিক সম্পর্ক, ভালোবাসা, প্রেম-সামঞ্জস্য এবং দাম্পত্য জীবন নিয়ে নিজের চিন্তাভাবনা শেয়ার করেন। অনুপম স্পষ্টভাবে বলেন, "সামঞ্জস্য ব্যাপারটা আমার কাছে ওভাররেটেড মনে হয়। আজকালকার যুগে মানুষ বিয়ের আগেই সব যাচাই করে নিতে চায়, তা প্রেম হোক বা লাইফস্টাইল। অথচ আমাদের বাবা-মা কি এসব ভেবে বিয়ে করেছিলেন? তাদের বিয়ে টিকেছিল কারণ তাঁরা একে অপরকে সময় দিয়েছিলেন এবং আবিষ্কার করতে চেয়েছিলেন।"
তিনি সাফ জানান, যখন কেউ কাউকে বিয়ে করেন, তখন সেই মানুষটার মধ্যে অন্যরকম কিছু, অপর মানুষটা খুঁজে পান। একটা বিস্ময় কিছু খোঁজা খুব জরুরি। তাঁর কথায়, "আমরা তো এখন সম্পর্ক শুরু করি সব জেনে, বুঝে, যাচাই করে- ফলে বিস্ময় বলে কিছুই আর থাকে না।" অভিনেতা নিজেও কিরণকে যখন বিয়ে করেন তখন তিনি এক সন্তানের মা। পরবর্তীতে নিজের সন্তান তাঁদের হয়নি।
Archana Puran Singh: কাঁড়ি কাঁড়ি টাকার লোকসান! বিদেশের মাটিতে প্রতা…
নিজের বিয়ে প্রসঙ্গেও অনুপম বলেন, "আমি স্বীকার করছি, আমার বিয়েটা সেরা বিয়ে নয়। আমি মাঝেমধ্যে মানসিক দিক থেকে কিরণকে আঘাত করেছি। আর এটা খুব স্বাভাবিক যে দীর্ঘ সম্পর্কের পরে একসময় সেই আগুনটা একটু ম্লান হয়ে যায়। কিন্তু সেই আগুন না থাকলেও স্মৃতি থাকে, শ্রদ্ধা থাকে, আর থাকে একে অপরকে সম্মান করার প্রতিজ্ঞা। সেটাই একটা সম্পর্ককে টিকিয়ে রাখে।"
তিনি এও বলেন যে সম্পর্ক যত দীর্ঘ হয়, রোমান্টিকতা ততই ফিকে হয়ে যায়। তবে কিরণ খেরের প্রতি শ্রদ্ধা ও সহানুভূতি তাঁকে সম্পর্কটাকে ধরে রাখতে সাহায্য করেছে। অনুপম খের এবং কিরণ খের ১৯৮৫ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিরণ তাঁর প্রথম স্বামী গৌতম বেরির সঙ্গে বিবাহবিচ্ছেদের পর অনুপমকে বিয়ে করেন। গৌতম-কিরণের একটি সন্তান, সিকান্দার খের, যাকে অনুপম পরবর্তীতে নিজের সন্তান হিসেবেই বড় করেছেন।
সম্প্রতি শুভঙ্কর মিশ্রকে দেওয়া একটি সাক্ষাৎকারে অনুপম আরও স্বীকার করেন যে, কিরণের সঙ্গে তাঁর নিজের কোনও সন্তান না থাকায় মাঝে মাঝে একটু আফসোস হয় তাঁর। তিনি বলেন, "আগে এতটা অনুভব করিনি, কিন্তু গত সাত-আট বছর ধরে মাঝে মাঝে মনে হয়, একটা সন্তান থাকলে ভাল লাগত। শিশুকে বড় হতে দেখা, সেই বন্ধন অনুভব করা, এই আনন্দটাও জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ।" তবে তিনি এটাও স্পষ্ট করে দেন, "এটা আমার জীবনের কোনও ট্র্যাজেডি নয়। আমি সিকান্দারকে ভালোবাসি। শুধু কখনও কখনও মনে হয়, যদি নিজের কেউ হতো, তবে ভাল লাগত।"