/indian-express-bangla/media/media_files/2025/05/09/G6T7KSmNDrxow9HApo7G.jpg)
anupam kher-indian army : যা বললেন অনুপম
Indian army Operation Sindoor: সীমান্তে যখন ভারত সেনা, তখন আর চিন্তার কী আছে? সারা দেশের মানুষ নিশ্চিন্তে থাকতে পারছেন তাঁর এই একটাই কারণ, যে গুলিবর্ষণ কিংবা ড্রোন অ্যাটাক সীমান্তে হচ্ছে, পাকিস্তানের সমস্ত কিছুই বিকল করে দিচ্ছে ভারত। ভারতীয় সেনার তরফে যা করা হচ্ছে তাতে তাঁদের সাবাসি প্রাপ্য। গতকাল জম্মুতেও যে ঘটনা ঘটেছে, তারপর আবারও বলা সম্ভব, পাক সেনার সামনে ভারতীয় সেনারা দুর্গম প্রাচীর।
সেরকমই এক গল্প শোনা গেল অনুপম খেরের মুখে। অভিনেতার সঙ্গে কাশ্মীরের যোগ একটু অন্যরকম। তিনি পাহাড়ে জন্মেছেন। আর তাঁর এক ভাই বর্তমানে কাশ্মীরে রয়েছেন। কিছুদিন আগেই তিনি দ্যা কাশ্মীর ফাইলস নামক ছবিতে অভিনয়ের মাধ্যমে প্রশংসা কুড়িয়েছেন। আর এবার, অনুপম যখন উদ্বেগ বাড়ছে, তখনো ভারতীয় সেনাকে নিয়ে আবারও এক নিদারুণ গল্প করলেন। গতকাল, জম্মু এবং কাশ্মীরে কী হয়েছে, সেকথা অজানা নয়। সেই ভিডিও অনুপমের হাতে আসতেই তিনি যেন ঘাবড়ে গিয়েছিলেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গেই যে মানুষটির কাছ থেকে এই ভিডিও এসেছিল তাঁকে ফোন করেন তিনি।
আকাশে তখন উল্কাপিণ্ড এর মত হামলা চলছে। চারিদিকে শুধু আগুন আর ড্রোন অ্যাটাক। আর এই দৃশ্য নিজের চোখে দেখেছেন অনুপমের এক ভাই সুনীল খের। তিনি সেই ভিডিও দাদাকে পাঠাতেই ভয়ের চোটে তাঁকে ফোন করেন অনুপম। আর আজ সেই কথপোকথন ভাগ করে নিলেন সকলের সঙ্গে। অনুপম বলছেন...
"আমার ভাই, গতকাল আমায় এই ছবিটি এবং ভিডিও পাঠায়। ওর বাড়ি জম্মু থেকে একটু খানি। আমি সঙ্গে সঙ্গে ওকে ফোন করি। জানতে চাই, যে সে এবং তাঁর পরিবার কেমন আছে! ও হাসল। আমি ওর হাসি শুনে অবাক। ও হেসে বলল, ভাই, আমরা ভারতে আছি। আমরা ভারতীয়। আমাদের সুরক্ষা ভারতীয় সেনা এবং মাতা বৈষ্ণদেবী করছেন। আপনি চিন্তা করবেন না। কোনও মিসাইল ওরা দেশের মাটিতে পড়তে দিচ্ছেন না। মা, আমাদের সহায়।"
ভারতীয় সেনা এবং সেনাবাহিনীর তরফে নানা ধরনের আপডেট দেওয়া হচ্ছে রোজ। শুধু তাই নয়, তাঁরা এমনও জানাচ্ছেন, ভারত যথেষ্ট সংযম দেখিয়েছে।