/indian-express-bangla/media/media_files/2025/05/25/9aNp50a7GR16otcx5Ptb.jpg)
'মুকুল, আমার বন্ধু খুব তাড়াতাড়ি চলে গেলে: অনুপম খের
Anupam Kher Bonding With Mukul Dev: শনিবার সকালে তোলপাড় সোশ্যাল মিডিয়া। অভিনেতা মুকুল দেবের আকস্মিক মৃত্যুর খবরে সিলমোহর দেন অভিনেত্রী দীপশিখা নাগপাল। এরপরই মনোজ বাজপেয়ী থেকে অজয় দেবগন, সলমন খান সহ অনেকেই সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেন। মুকুলের মৃত্যু গভীর প্রভাব ফেলেছে বর্ষীয়ান অভিনেতা অনুপম খেরের মনেও। গভীর রাতে লন্ডন থেকে ফিরে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন করেছেন অভিনেতা।
মুকুলের স্মৃতিচারণা করতে গিয়ে যেন বারবার কথাগুলো গলার কাছে দলা পাকিয়ে আসছিল। অত্যন্ত হতাশ হয়ে বলেন, 'এখন রাত দুটো বেজে ৪০ মিনিট। লন্ডন থেকে ফিরেই জানতে পারি আমার বন্ধু মুকুল দেব আর নেই। বিমানে ওয়াই ফাই ছিল না তাই কোনও খবরই পাইনি। এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। দুঃখ শব্দটাও যেন ওঁর জন্য কম! এত ভাল মানুষ ছিল, সবসময় হাসি খুশি থাকত। মানুষ যে কখন আছে থেকে ছিল হয়ে যায় সত্যিই বোঝা য়ায় না! চাঁদনি সিনেমায় একসঙ্গে কাজ করেছি। আমাদের মধ্যে বন্ধুত্ব তৈরি হয়েছিল। ফোনে কথা হত।'
মুকুল প্রসঙ্গে অনুপমের সংযোজন, 'নিজের কাজের বাইরে খুব বেশি কথা বলত না। আমরা যে বেস্ট ফ্রেন্ড ছিলাম এমন নয়, কিন্তু পরস্পরকে পছন্দ করতাম। কী করে ওকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করব! ওঁর পরিবারকে কী বলে সান্ত্বনা দেব! আমাকে বলত, খের সাব আর কী শেখাবেন? অভিনয় তো শিখেই নেব, জীবনের পাঠও কিছু পড়ান। ওঁর হয়ত মনে হত আমি জীবন নিয়ে অনেক কিছু জানি। মুকুল, আমার বন্ধু খুব তাড়াতাড়ি চলে গেলে। অপ্রত্যাশিত কোনও খবর পেলে পুরো দুনিয়া স্তম্ভিত হয়ে যায়। জীবন তো জীবনের মতো চলবে, কিন্তু দুঃখটা মনের কোণে চিরদিন থেকে যাবে।'
জয় হো ছবির সেটে সলমনের সঙ্গে বন্ধুত্ব তৈরি হয় মুকুল দেবের। সহ অভিনেতার মৃত্যুতে সোশ্যাল মিডিয়ায় শোকজ্ঞাপন ভাইজানের। ‘জয় হো’ ছবির সেটে মুকুলের সঙ্গে একটি ছবি ভাগ করে তিনি সমাজমাধ্যমে লেখেন, ‘‘বড্ড তাড়াতাড়ি চলে গেলে ভাই আমার, শান্তিতে থেকো।’’
প্রসঙ্গত, মুকুলের কাছের বন্ধু বিন্দু দারা সিং সংবাদমাধ্যমের সামনে প্রকাশ্যে বলেন, অভিনেতা একাকীত্বে ভুগতেন। অতিরিক্তি মদ্যপান করতেন। এমনকী মেয়েও তাঁর কাছে থাকতেন না। মৃত্যুর কয়েকদিন আগে আইসিইউ-তেও ভর্তি ছিলেন মুকুল সেই তথ্যও ফাঁস করেছেন অভিনেত্রী মুগ্ধা গডসে। শনিবার বিকেলে অভিনেতার শেষকৃত্য সম্পন্ন হয়। এর মাঝেই প্রকাশ্যে আসে আরও এক মন খারাপ করা খবর। অভিনেতা অর্জুন বাজওয়া জানান, তাঁদের একসঙ্গে কাজ করার পরপিকল্পনা চলছিল। মুকুল একটি স্ক্রিপ্টও তৈরি করেছিলেন কিন্তু, সেই কাজ অধরাই রয়ে গেল।
আরও পড়ুন স্ক্রিপ্ট তৈরি করেও অধরা কাজ, মৃত্যুর আগে ছিলেন ICU-তে! মুকুলের মৃত্যুতে প্রকাশ্যে চাঞ্চল্যকর তথ্য