/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/07/anu.jpg)
মাধবনের 'রকেট্রি' দেখে কেঁদে ভাসালেন অনুপম খের
খেটেখুটে সিনেমা বানানোর পর প্রশংসা পেতে কার না ভাল লাগে? আর বিশেষ করে যখন ভারতের মহাকাশ জগতের ইতিহাসে জড়িয়ে থাকা কোনও মানুষের জীবনের ওপর নির্মিত কোনও সিনেমা হয় তখন আর কথাই নেই। অভিনেতা আর মাধবন নাম্বি নারায়নের জীবনের ওপরেই বানিয়েছেন ‘রকেট্রি দ্যা নাম্বি এফেক্ট’ - আর তাতেই মুগ্ধ বর্ষীয়ান অভিনেতা অনুপম খের।
সিনেমা দেখে আপ্লুত তিনি। সোশ্যাল মিডিয়ায় আবেগতাড়িত পোস্ট শেয়ার করলেন অভিনেতা। বললেন, "অনবদ্য! মানুষকে নাড়িয়ে দেওয়ার মত সিনেমা। আমার মন ব্যথিত। কান্না পাচ্ছে! প্রতিটি ভারতীয় নাগরিকের সিনেমা দেখা উচিত এবং নাম্বি স্যারের কাছে ক্ষমা চাওয়া উচিত। এভাবেই অতীতের ভুল ঠিক করা সম্ভব"!
আরও পড়ুন < ‘জঘন্য সিরিয়াল মিঠাই’, ট্রোল করে ‘জুতো-পেটা’ খাওয়ার জোগাড় ঝিলামের! >
Watched @ActorMadhavan’s #RocketryTheFilm based on @NambiNOfficial’s life. OUTSTANDING! MOVING!!INSPIRATIONAL! Cried my heart out. Every Indian should watch it! And say sorry to #NambiNarayanan sir. That is how we can correct some wrongs done in the past. Bravo dear #Madhavan!🙏 pic.twitter.com/U0ldrz3ZwN
— Anupam Kher (@AnupamPKher) July 19, 2022
শুধু তাই নয়, চোখে জল নিয়েই তিনি বলেন, "এত ভাল ছবি অনেকদিন পরে দেখলাম। নারায়ণ স্যার যা সহ্য করেছেন যেভাবে ভুগেছেন সত্যি আমার ভাষা নেই। প্রতিটা দৃশ্য খুব সুন্দর, মন দিয়ে দেখা উচিত এই সিনেমা সকলের"।
এই ছবিতে শুধু অভিনেতা হিসেবে নয়, বরং পরিচালক হিসেবেও মাধবন অনবদ্য ভূমিকা পালন করেছেন। তিনি ছাড়াও ক্যামিও করেছেন শাহরুখ নিজে। অভিনেতা জানিয়েছিলেন সিনেমা তিন চারমাসের মধ্যে তৈরি হয় না, অনেক সময় লাগে।