Archana Puran Singh: কাঁড়ি কাঁড়ি টাকার লোকসান! বিদেশের মাটিতে প্রতারণার শিকার জনপ্রিয় অভিনেত্রী..

Archana Puran Singh: তাদের পরিবারের সঙ্গে কি ভয়ংকর ঘটনা ঘটেছে। দুবাইয়ে ঘুরতে গিয়েছে এভাবে কেলেঙ্কারি শিকার হবেন যেন কল্পনাও করতে পারেননি তিনি। প্রসঙ্গে কপিল শর্মা শো এর অন্যতম সদস্য অর্চনা পূরণ সিং।

Archana Puran Singh: তাদের পরিবারের সঙ্গে কি ভয়ংকর ঘটনা ঘটেছে। দুবাইয়ে ঘুরতে গিয়েছে এভাবে কেলেঙ্কারি শিকার হবেন যেন কল্পনাও করতে পারেননি তিনি। প্রসঙ্গে কপিল শর্মা শো এর অন্যতম সদস্য অর্চনা পূরণ সিং।

author-image
IE Bangla Entertainment Desk
New Update
archana

যা হল অভিনেত্রীর সঙ্গে...

Bollywood: বিদেশে গিয়ে বিরাট টাকার খেসারত দিতে হলো জনপ্রিয় অভিনেত্রীকে। গিয়েছিলেন ঘুরতে, কিন্তু তার সঙ্গে যেরকম এক কান্ড ঘটে যাবে যেন কল্পনাও করতে পারেনি তিনি। যখন বুঝতে পারলেন তার সমস্ত টাকাই ডুবে গেছে। তখন চোখের জলে নাকের জলের অবস্থা অভিনেত্রীর। মাঝে মধ্যে পরিবারের সঙ্গে নানান জায়গায় তিনি ঘুরে বেড়ান। সোশ্যাল মিডিয়াতে তার নিজস্ব একটি ইউটিউব চ্যানেল পর্যন্ত আছে। এখানে দৈনিক ব্লগ পর্যন্ত আপলোড করেন অভিনেত্রী।

Advertisment

আর সেখানেই জানালেন তাদের পরিবারের সঙ্গে কি ভয়ংকর ঘটনা ঘটেছে। দুবাইয়ে ঘুরতে গিয়েছে এভাবে কেলেঙ্কারি শিকার হবেন যেন কল্পনাও করতে পারেননি তিনি। প্রসঙ্গে কপিল শর্মা শো এর অন্যতম সদস্য অর্চনা পূরণ সিং। যদিও বা অভিনেত্রী হিসেবে তিনি চূড়ান্ত জনপ্রিয়। বলিউডের নানান ছবিতে কাজ করেছেন। মুম্বাইয়ে, তাঁর বাড়ি দেখার মত। কিছুদিন আগে তিনি দুবাইতে ঘুরতে গিয়েছিলেন পরিবারকে নিয়ে। সঙ্গে ছিলেন স্বামী এবং তার দুই ছেলে। তবে, এভাবে পয়সা খোয়া যাবে, সাংঘাতিক গল্প শোনালেন তিনি। নিজের ইউটিউব ব্লগে এসে অভিনেত্রী জানান..

Stuntman Raju Death Updates: মর্মান্তিক মৃত্যু স্টান্টম্যানের, বিভিন্ন ধা…

Advertisment

দুবাইয়ের আইফ্লাই এ, ইনডোর স্কাইডাইভিং সেসন করার জন্য স্লট বুক করেছিলেন তিনি। কিন্তু সেখানে পৌঁছে গিয়ে তারা জানতে পারেন, স্লট বুকিং তো দূর তাদের নাম রেজিস্টার পর্যন্ত করা নেই! অভিনেত্রীকে বলতে শোনা গেল, "আমরা আইফ্লেই দুবাইতে তিনজনের জন্য স্লট বুক করেছিলাম। কিন্তু এখানে একজন মহিলা বলছেন আমাদের নাকি কোন বুকিংই নেই। ভয়ংকর প্রতারণার শিকার হয়েছি আমরা। কারণ যে ওয়েবসাইটের মাধ্যমে আমরা টাকা দিয়েছি সেই ওয়েবসাইট নাকি তাদের নয়। দুবাইয়ে আমাদের সঙ্গে প্রতারণা হয়েছে। টাকা দিয়ে দিয়েছি আমরা এবং যত টাকা দিয়েছি সেটা নিশ্চয়ই সস্তা নয়। আমাদের পুরো পয়সা ডুবে গেল। কোনদিনও কল্পনাও করতে পারেনি দুবাইতে এটা ঘটবে। এখানে এত কঠিন নিয়ম এবং আইন রয়েছে, তারপরও মানুষ এ ধরনের কাজ করছেন তাদের ভয় হচ্ছে না?"

Mamata Shankar: 'মিঠুনের সঙ্গে ঝগড়া হয়ে গেল..' রিয়ালিটি শোয়ে কিছুই …

শুধু অর্চনা একা নয়! বরং তার স্বামী পরমিত নিজেও এই প্রসঙ্গে বক্তব্য রাখেন। একটা দুটো টাকা নয় বরং হাজার হাজার টাকার টিকিট! সেই টাকা চলে গেল, কিন্তু কোন লাভের লাভ হলো না এতেই আরও বিধ্বস্ত পরমিত। তিনি বলছেন, "আমি ভীষণ অবাক হয়েছি এই ঘটনায়! হাজার হাজার টাকা জলে চলে গেছে। দেখলাম হয়তো পুরো বিষয়টাই স্ক্যাম।" যদিও পরবর্তীতে অভিনেত্রীর ছেলে জানান, যখন তিনি টিকিট কাটছেন তখনই নাকি তার সন্দেহ হয়েছিল। কিন্তু তিনি বুঝে উঠতে পারেননি। যাচাই করার প্রয়োজনীয়তা বোধ করেননি ভেবেছিলেন অফিশিয়াল ওয়েবসাইটে কোন কেলেঙ্কারি হওয়ার সম্ভাবনা নেই হয়তো।

Entertainment News Entertainment News Today Archana puran singh