বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে এমনিতেই সরগরম রাজ্য-রাজনীতি। এবার সেই প্রসঙ্গেই কলকাতায় বসে বড়সড় মন্তব্য করে বসলেন অনুপম খের। যা নিয়ে তোলপাড় বাংলা। 'মাইকা লাল' সম্বোধনে কটাক্ষ মমতা সরকারকে!
সোমবারই শান্তিনিকেতনের এক আলোচনা সভায় যোগ দেওয়ার কথা অনুপম খেরের। আর বিশ্বভারতীতে যাওয়ার আগেই বাংলায় এসে হুঙ্কার ছাড়লেন বিজেপি ঘনিষ্ঠ বলিউড তারকা অনুপম খের। স্পষ্ট করে জানিয়ে দিলেন যে, শান্তিনিকেতনে তিনি যাবেন-ই। শুধু তাই নয়, পরোক্ষভাবে রাজ্যের শাসকদলকে খোঁচা দিয়ে প্রবীণ অভিনেতার হুঙ্কার- "কোনও মাইকা লাল আটকাতে পারবে না..।"
রবিবার কলকাতার জাদুঘরে আয়োজিত এক আলোচনা সভায় যোগ দিতে মুম্বই থেকে উড়ে এসেছিলেন অনুপম খের। সদ্য বন্ধু-বিচ্ছেদের জন্য সতীশ কৌশিকের নাম করে কালীঘাটে মায়ের মন্দিরে পুজোও দেন। সঙ্গে ছিলেন 'কাশ্মীর ফাইলস' পরিচালক বিবেক অগ্নিহোত্রী। বাংলা নিয়ে তাঁরও মাথা ব্যথার অন্ত নেই! সেই সিনেমাতেই গুরুত্বপূর্ণ চরিত্রে এক কাশ্মিরী পণ্ডিতের ভূমিকায় অভিনয় করেছেন অনুপম খের। রবিবারের ওই আলোচনা সভাতেই প্রধানমন্ত্রী মোদী-ঘনিষ্ঠ অভিনেতাকে শান্তিনিকেতনে যাওয়া নিয়ে গরম মন্তব্য করতে শোনা যায়।
<আরও পড়ুন: কালীঘাটে অনুপম খের, বন্ধু সতীশের আত্মার শান্তি কামনায় করলেন বিশেষ পুজো>
প্রসঙ্গত, সোমবার ১৩ মার্চ বিশ্বভারতীর লিপিকা অডিটোরিয়ামে ৫৭তম 'লেকচার সিরিজ'-এ বক্তৃতা দেওয়ার কথা অনুপম খেরের। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত তিনি। এমন খবর প্রকাশ্যে আসতেই বিতর্ক তুঙ্গে। শান্তিনিকেতনের পড়ুয়া ও প্রবীণ আবাসিকদের অভিযোগ, উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী শিক্ষাঙ্গনে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করছেন। সেই অনুষ্ঠানে 'ব্যর্থতার ক্ষমতা' শীর্ষক এক সেশন নিয়েও প্রশ্ন তুলেছেন তাঁরা। তাঁদের কথায়, 'নাম দেখেই বোঝা যাচ্ছে যে, এটা রাজনৈতিক একটা আলোচনা হতে চলেছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যেটা অনভিপ্রেত।'
এনআরসি, সিএএ- এর পক্ষে যে আলোচনাসভা হয়েছে বিশ্বভারতীতে, সেসব নিয়েও বিতর্ক হয়েছিল। কারণ গেরুয়া শিবির ঘনিষ্ঠদের সেই আলোচনা সভায় দেখা গিয়েছিল জ্বলজ্বল করতে। এবার অনুপম খেরকে আমন্ত্রণ জানানো নিয়েও কম তরজা হচ্ছে না। আগে যদিও এই অনুষ্ঠানে অনলাইনে যোগ দেওয়ার কথা ছিল অভিনেতার। তবে রবিবার কলকাতায় এসে অনুপম নিজেই জানান যে, সশরীরে তিনি শান্তিনিকেতনে যাবেন। ব্যস, তারপর থেকে বিতর্কের স্ফুলিঙ্গ আরও বেড়েছে বই কমেনি। তবে 'মাইকা লাল' বলতে কি বাংলার শাসকদলকেই সম্বোধন করলেন অনুপম? সেই প্রশ্ন তুলে ইতিমধ্যেই শোরগোল।