Pataligunjer Putulkhela Music Lauunch Event: 'পাটালীগঞ্জের পুতুল খেলা, কে খেলে কে খেলায়, গোপাল অতি সুবোধ বালক, মিলবে মজার মেলায়'। শুভঙ্কর চট্টোপাধ্যায় পরিচালিত আগামি ছবি পাটালিগঞ্জের পুতুল খেলা। ছবিতে অভিনয় করেছেন টলিপাড়ার একঝাঁক তারকা। সেই তালিকায় রয়েছেন দিতিপ্রিয়া রায়, পরাণ বন্দ্যোপাধ্যায়, মীর আফসর আলি, রজতাভ দত্ত, মানসী সিনহা, দীপঙ্কর দে সহ আরও অনেকে। আগামি ১০ জানুায়ারি বিগ স্ক্রিনে মুক্তি পাবে 'পাটালীগঞ্জের পুতুল খেলা'। স্টার কাস্টের উপস্থিতিতে হয়ে গেল সিনেমার মিউজিক লঞ্চের অনুষ্ঠান।
সেই সুরেলা সন্ধ্যার সাক্ষী ছিলেন সংগীতশিল্পী অনুপম রায় ও প্রশ্মিতা, ইমন চক্রবর্তী। উল্লেখ্য, বিয়ের পর পাটালীগঞ্জের পুতুলখেলায় প্রথম ডুয়েট গাইলেন অনুপম-প্রশ্মিতা। রাই আর গোপালের মিষ্টিমধুর প্রেম-দাম্প্যত্যের গল্পে সুর মিলিয়েছেন অনুপম রায় প্রশ্মিতা। শিল্পীদ্বয়ের কণ্ঠে 'পাটালীগঞ্জের পুতুলখেলা'-র মিষ্টি প্রেমের গান 'বাইয়া যাও মাঝি'। প্রেমের গানেও যেন মাটির টান।
গ্রাম বাংলার অমোঘ প্রীতি, এ এক নতুন প্রেমের গান। অনুপম রায় ও প্রশ্মিতা পালের কণ্ঠে পাটালীগঞ্জের পুতুলখেলার নতুন গান 'বাইয়া যাও মাঝি' সুর ও দৃশ্যায়ন মন ছুঁয়েছে বাংলা ছবির দর্শকের। মিউজিক লঞ্চের অনুষ্ঠানে পাটালীগঞ্জের পুতুল খেলার 'বাইয়া যাও মাঝি'-র কয়েক কলি গেয়েও শুনিয়েছেন অনুপম-প্রশ্মিতা। বিয়ের পর প্রথম ডুয়েট নিয়ে কী বললেন সেলেব দম্পতি?
এই সুযোগের সম্পূর্ণ ক্রেডিট পরিচালক শুভঙ্করক ও শুভদীপকেই দিয়েছেন প্রশ্মিতা। তাঁরাই অনুপম-প্রশ্মিতাকে এই গানের জন্য বেছেছিলেন। স্ত্রীর সুরে সুর মিলিয়েছেন অনুপমও। তিনিও দুজন ব্যক্তিকে ধন্যবাদ জানিয়েছেন। অনুপম জানান, তিনি আর প্রশ্মিতা এই গানের জন্য আলাদা ফোন পেয়েছিলেন। তখনও জানতেন না ডুয়েট হবে।
প্রশ্মিতাও বলেন, আলাদা দিনে গান রেকর্ডিং করেছেন। একদিনে একসঙ্গে গান রেকর্ডিংয়ের সুযোগ হয়নি। কিন্তু, পরে যে ভাবে ডুয়েট পরিবেশন করা হয়েছে সেটা দুজনের কাছেই বিশেষ প্রাপ্তি। পাটালীগঞ্জের পুতুল খেলায় গান গাওয়ার সুযোগ পেয়ে ধন্য, মিউজিক লঞ্চের অনুষ্ঠানে এমনটাই বলেন সংগীতশিল্পী ইমন চক্রবর্তী।