/indian-express-bangla/media/media_files/2025/09/07/anuparna-roy-venice-film-festival-2025-09-07-13-09-28.jpg)
জিতলেন নারী পরিচালক...
ভারতীয় চলচ্চিত্র নির্মাতা অনুপর্ণা রায় ইতিহাস সৃষ্টি করলেন, ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা পরিচালকের পুরস্কার জিতে। তাঁর সিনেমা সংস অফ ফরগটেন ট্রি-স (Songs of Forgotten Trees) উৎসবের ঐতিহ্যবাহী ওরিজোন্টি বিভাগে পুরস্কার জিতে নেয়। এই বিভাগ মূলত নতুন প্রবণতা, তরুণ প্রতিভা, ইন্ডি সিনেমা এবং প্রভাবশালী অথচ কম পরিচিত চলচ্চিত্রগুলিকে আলোকিত করে। উল্লেখযোগ্যভাবে, Songs of Forgotten Trees ছিল এ বছরের প্রতিযোগিতায় নির্বাচিত একমাত্র ভারতীয় ছবি।
ওরিজোন্টি জুরির প্রধান, ফরাসি চলচ্চিত্র নির্মাতা জুলিয়া ডুকোর্নাউ বিজয়ীর নাম ঘোষণা করেন। সাদা শাড়ি পরে মঞ্চে উঠে পুরস্কার গ্রহণ করেন অনুপর্ণা রায়। মুহূর্তটিকে তিনি “পরাবাস্তব” বলে বর্ণনা করে ধন্যবাদ জানান কাস্ট ও ক্রু-কে, বিশেষ করে অভিনেত্রী নাজ শেখ ও সুমি বাঘেলকে। তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপের প্রতি, যিনি শুরু থেকেই ছবির পাশে দাঁড়িয়েছিলেন। পাশাপাশি প্রযোজনা সংস্থা সেলুলয়েড ফিল্মস এবং তাঁর ৮০ বছর বয়সী ডিওপি গফফার দেবজিৎ বন্দ্যোপাধ্যায়কেও সম্মান জানান।
Iman Chakraborty Exclusive: নীলাঞ্জনের বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার অভিযোগ? গায়িকার গায়ে হাত তুলেছেন? ইমন বললেন, '৪ বছরের বিয়েতে..'
পুরস্কার গ্রহণের সময় অনুপর্ণা আবেগঘনভাবে বলেন- “এই পুরস্কার আমার শহর, আমার দেশ, এবং প্রতিটি মানুষের জন্য, যারা এমন একটি চলচ্চিত্রের পাশে দাঁড়িয়েছে যা সহজে কোনও বাক্সে ফিট হয়নি।” মঞ্চ থেকে তিনি প্যালেস্টাইনের শিশুদের দুর্ভোগ সম্পর্কেও দৃঢ় কণ্ঠে কথা বলেন, “প্রতিটি শিশুরই শান্তি, স্বাধীনতা ও মর্যাদা পাওয়ার অধিকার আছে। প্যালেস্টাইনও এর ব্যতিক্রম নয়। এমনকি আমার দেশের অনেকে হতাশ হলেও, আমি এ কথাই বলব।”
সিনেমাটি, মুম্বাইয়ের দুই অভিবাসী নারী- থুয়া (নাজ শেখ) ও শ্বেতা (সুমি বাঘেল)-কে কেন্দ্র করে রচিত। শহুরে জীবন, বন্ধুত্ব, এবং নীরব প্রতিরোধের মধ্যে দিয়ে তাঁদের যাত্রার কাহিনি অনুপর্ণার নিজের অভিজ্ঞতা ও স্মৃতির প্রতিফলন। ছবিটি প্রযোজনা করেছেন বিভাংশু রাই, রোমিল মোদী ও রঞ্জন সিং, আর উপস্থাপক হিসেবে ছিলেন অনুরাগ কাশ্যপ।
এই জয়ের মধ্য দিয়ে অনুপর্ণা রায় হলেন প্রথম ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, যিনি ভেনিস চলচ্চিত্র উৎসবের ওরিজোন্টি প্রতিযোগিতায় সেরা পরিচালকের পুরস্কার অর্জন করলেন।