ইন্ডিগোকে 'না' অনুরাগ কাশ্যপের

ইন্ডিগোর বিমানে যাওয়ার বদলে ভোরের ফ্লাইট নিতে বেশি স্বচ্ছন্দ্য হলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। আর সে কারণেই নির্ধারিত সময়ের পূর্বেই পৌঁছে গেলেন কলকাতায়।

ইন্ডিগোর বিমানে যাওয়ার বদলে ভোরের ফ্লাইট নিতে বেশি স্বচ্ছন্দ্য হলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। আর সে কারণেই নির্ধারিত সময়ের পূর্বেই পৌঁছে গেলেন কলকাতায়।

author-image
IE Bangla Web Desk
New Update
anurag-kashyap

পরিচালক অনুরাগ কাশ্যপ। এক্সপ্রেস ফোটো- অমিত চক্রবর্তী

ইন্ডিগোর বিমানে যাওয়ার বদলে ভোরের ফ্লাইট নিতে বেশি স্বচ্ছন্দ্য হলেন পরিচালক অনুরাগ কাশ্যপ। আর সে কারণেই নির্ধারিত সময়ের পূর্বেই পৌঁছে গেলেন কলকাতায়। ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, গো এয়ার এবং স্পাইসজেট-এই চারটি সংস্থার বিমানে না সওয়ার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। ফ্লাইটে টেলিভিশন সঞ্চালক অর্ণব গোস্বামীকে হেনস্থার অভিযোগে কমেডিয়ান কুণাল কামরাকে নিষিদ্ধ ঘোষনা করেছে এই চার বিমান সংস্থা।

Advertisment

অনুরাগ কাশ্যপ দ্য টেলিগ্রাফকে বলেছেন, ''প্রয়োজন হলে ভোর ৪টেয় ঘুম থেকে উঠবো কিন্তু ইন্ডিগোর ফ্লাইটে যাব না।'' ভিস্তারার ফ্লাইট নেওয়ার জন্য ভোর চারটেয় উঠতে হয়েছে তাঁকে। পরে টুইট করেও বিষয়টি জানান পরিচালক।

আরও পড়ুন, ডেটিংয়ের নানা টিপস দিলেন অর্জুন-মধুমিতা

Advertisment

দমদম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা করতে কলকাতা এসেছিলেন অনুরাগ কাশ্যপ। সেখানে পরিচালক বলেন, যেভাবে ঘটনাটা ঘটেছে সেটা দেখেই সিদ্ধান্ত নিয়েছি। বিষয়টা হল: একজন মন্ত্রী বলেছেন এয়ার ইন্ডিয়ায় কুণালকে চড়তে দেওয়া হবে না এবং বাকি বিমান সংস্থারা সেটা অনুসরণ করেছে। বিমান সংস্থা সরকারকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। ভাবুন, সরকার বোকা হচ্ছে এবং সবাই সরকারকে এত ভয় পাচ্ছে যে তাকে সন্তুষ্ট করার চেষ্টা করছে। কোনও সরকারী আদেশ ছাড়াই, কোনও তদন্ত ছাড়াই তারা এক ব্যক্তির উপর নিষেধাজ্ঞার ঘোষণা দেন। তারা পাইলটদের সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করেনি। এটা ঔদ্ধত্য। কুণাল কামরাকে বিমানে চড়ার অনুমতি না দেওয়া পর্যন্ত আমি চারটি এয়ারলাইনে কোথাও যাব না।”

কুণাল কামরাও নিজে সোমবার ভিস্তারা বিমান নিয়েছেন।

আরও পড়ুন, আর্টিস্ট ফোরামের নতুন সভাপতি নির্বাচন, জল্পনা তুঙ্গে

কেবলমাত্র অনুরাগ কাশ্যপ নন, হনসল মেহতা, স্বরা ভাস্কর, অনুভব সিনহা, বিজয় ভর্মা, রবিনা ট্যান্ডন-এর মতো তারকারা প্রতিবাদ জানিয়েছেন।

Read the full story in English 

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

bollywood movie