চলচ্চিত্র পরিচালক অনুরাগ কাশ্যপ কোয়ারেন্টাইনের সময়টাকে বেশ কাজে লাগাচ্ছেন। ফাঁকা সময়টায় দিনে অন্তত তিনটে করে ছবি দেখছেন তিনি। বলতে পারেন মুভি ম্যারাথন। আমেরিকান ক্লাসিক থেকে ব্রিটিশ ফিল্ম, বাদ নেই কিছুই।
এদিন টুইটারে নিজের দেখা ছবির দীর্ঘ তালিকা প্রকাশ করলেন পরিচালক। তালিকায় নটি জনপ্রিয় ছবির পাশাপাশি কিছু না দেখা ছবিও রয়েছে। অনুরাগ কাশ্যপের ওয়াচ লিস্টে রয়েছে 'দ্য আফ্রিকান কুইন', জন হিউস্টনের পরিচালনায় হামফ্রে বোগার্ট এবং ক্যাথারিন হেপবার্ন অভিনীত। বিরল ছবির মধ্যে আছে 'টাইম উইথআউট পিটি'।
টুইট করে অনুরাগ লিখেছেন, বিগত তিনদিনে 'কোয়ারেন্টাইন সিনেমা ভিউইং' -
১. সুইং টাইম (১৯৩৬)- জর্জ স্টিভেনস
২. দ্য ইনসিডেন্ট (১৯৬৭)- ল্যারি পিয়ার্স
৩. দ্য আফ্রিকান কুইন (১৯৫১/৫২)- জন হিউস্টন
৪. দ্য থিন ম্যান (১৯৩৪)- ডব্লু এস ভ্যানডাইক
৫. টাইম উইথআউট পিটি (১৯৫৭)- জোসেফ লুজি
আরও পড়ুন, কণিকা কাপুরের পর, দ্বিতীয় করোনা-আক্রান্ত বলিউডে
আরও একটি টুইটে তিনি যোগ করেছেন,
৬. ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট (১৯৩৫)- জোসেফ স্টের্নবার্গ
৭. দ্য মেজর অ্যান্ড দ্য মাইনর (১৯৪২)- বিলি ওয়াইল্ডার
৮. আগিউরি- দ্য র্যাথ অফ গড (১৯৭২)- ওয়ার্নার হার্জগ
৯. দ্য নেকড কিস (১৯৬৪)- স্যামুয়েল ফুলের
এর আগেও লকডাউনের সময়ে তাঁর ফ্যানেদের ছবি এবং কিছু শো দেখার অনুরোধ করেছিলেন অনুরাগ কাশ্যপ। এমনকী 'ভ্যান্ডেটা', 'দ্য আউটস্টার', 'কার্টিস', 'দ্য অক্যুপ্যান্ট', 'দ্য প্ল্যাটফর্ম' এবং 'কিংডম'-এর মতো বেশ কিছু সিনেমার নামও উল্লেখ করেছিলেন পরিচালক।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন