Advertisment
Presenting Partner
Desktop GIF

শীতের আমেজ! বরফের দেশে বিরাট-অনুষ্কা

এবারের শীতে তারকা জুটির ডেস্টিনেশন কিন্তু সুইৎজারল্যান্ড। নিজেদের মতো করে সময় কাটাতে বরফের দেশে উড়ে গেলেন বিরুষ্কা। শোনা যাচ্ছে, নতুন বছরটাও ওখানেই কাটাবেন দু'জনে।

author-image
IE Bangla Web Desk
New Update
virat anushka

সুইৎজারল্যান্ডে বিরাট-অনুষ্কা। ফোটো- ইনস্টাগ্রাম

নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে ঘুরতে গিয়েছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। এবারের শীতে তারকা জুটির ডেস্টিনেশন কিন্তু সুইৎজারল্যান্ড। নিজেদের মতো করে সময় কাটাতে বরফের দেশে উড়ে গেলেন বিরুষ্কা। শোনা যাচ্ছে, নতুন বছরটাও ওখানেই কাটাবেন দু'জনে।

Advertisment

নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ছবিও পোস্ট করেছেন ভারতীয় ক্রিকেটার ও বলিউড অভিনেত্রী। বরফে ঘেরা দেশে তাগের রঙিন ছবি ঝড় তুলেছে সোশাল মিডিয়ায়। ১১ ডিসেম্বর তাদের দুবছরের বিবাহবার্ষিকী পাল করেছেন বিরুষ্কা।

publive-image নিজেদের ব্যস্ত শিডিউল থেকে সময় বার করে ঘুরতে গিয়েছেন অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি।

virat anushka ঘুরতে গিয়ে ছবির পোস্ট করলেন দম্পতি।

virat anushka নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে এমনই ছবি দিয়েছেন অনুষ্কা।

আরও পড়ুন, গরুমারায় ড্রোন উড়িয়ে শুটিং, জরিমানা হল সৃজিতের

ফিরে এসেই বেশ কয়েকটি ম্যাচ রয়েছে বিরাটের। তেমনই নেটফ্লিক্সের 'মাই'-সিরিজের কাজ শুরু হবে অনুষ্কার। মূলত, এই সিরিজের প্রযোজনা করছেন বলিউড ডিভা।

একটি বিবৃতিতে অনুষ্কা বলেছেন, ''ক্রিয়েটিভ ফ্রিডমের জন্যই আমরা এই গল্পগুলো বিশ্বের দর্শক পর্যন্ত পৌঁছে দিতে পারছি। ভীষণ উত্তেজিত হয়ে রয়েছি। আর এই সুযোগ করে দেওয়ার জন্যই নেটফ্লিক্স এত গুরুত্বপূর্ণ সঙ্গী।''

Anushka Sharma Virat Kohli
Advertisment