Virat Anushka Visits Vrindavan: বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা, যতটা সম্ভব এখন লোক চক্ষুর আড়ালে আছেন। এক তো বিরাট কোহলি কে নিয়ে বিতর্কিত আলোচনা, সঙ্গে তার পারফরম্যান্স নিয়ে নানান প্রশ্ন উঠছে। কেউ কেউ তো এমনও বলছেন যে বিরাটের এবার খেলা থেকে অবসর নেওয়া উচিত।
কিন্তু, সব সুরাহার এক সুরাহা এখানেই, যেখানে ভক্তি সবথেকে বেশি কাজ করে। যখন কোনও অপশন কাজ করে না, তখন একমাত্র এটাই একটা উপায়। ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস জীবনে অনেক কিছু পাল্টে দিতে পারে। বিরাট ( Virat Kohli ) এবং অনুষ্কা ( Anushka Sharma ) জীবনের প্রশ্ন খুঁজতেই আবারও গিয়েছিলেন ঈশ্বরের দরবারে। যদিও, দুজনে এখন কৃষ্ণ ভক্ত হিসেবে বেজায় জনপ্রিয়। মাঝেমধ্যে তাদের নানার নাম সংকীর্তনে, উপস্থিত থাকতে দেখা যায়।
শুধু এদেশে নয়, বিদেশের বুকে তাদেরকে অনেকবার কৃষ্ণ নাম করতে দেখা গিয়েছে। শেষ কিছুদিন বিরাট যেভাবে আলোচনার থেকে বেশি সমালোচনায় রয়েছেন, তাতে একমাত্র ঈশ্বর তাঁকে বাঁচাতে পারেন। বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের কাছে এর আগেও গিয়েছিলেন। তখন সঙ্গে ছিলেন মেয়ে ভামিকা। আর এবার, ছেলেও ছিল সঙ্গে। অনুষ্কার কোলে আকায়ের ভিডিও ভাইরাল সমাজ মাধ্যমে।
মহারাজের কাছে কী চাইলেন তিনি?
অনুষ্কা ভগবানে ভীষণ বিশ্বাস করেন। তাই বিরাটের মত নাস্তিককেও তিনি ঈশ্বরপ্রেমী করে তুলেছেন। আর সেরকমই দেখা গেল প্রেমানন্দ মহারাজের কথাতেও। তিনি অভিনেত্রীকে বললেন, বিরাটের জীবনে ঈশ্বরের ভক্তি আপনার জন্যই হবে। আর তাঁর থেকে বেশি কিছুই নেই। অনুষ্কাকে বলতে শোনা যায়, "এর আগে যখন এসেছিলাম, তখন অনেক প্রশ্ন নিয়ে এসেছিলাম, কিন্তু আপনাকে জিজ্ঞেস করার সুযোগ হয়নি। কারণ, দেখছিলাম আমার যা জিজ্ঞাস্য তাঁর উত্তর আমি আগেই পেয়ে যাচ্ছি। কিন্তু এবার আপনার কাছে আমার একটাই অনুরোধ আমায় প্রেম বিদ্যা শিখিয়ে দিন।"
এখানেই শেষ না। প্রেমানন্দ মহারাজের কথায়, সামাজিক জীবনে যখন এত সম্মান পাওয়া যায় তারপর ঈশ্বরের ভক্তি আসা খুব অদ্ভুত। কিন্তু আপনারা সেটা করছেন। আপনারা অবশ্যই প্রেমে থাকবেন। কিন্তু...যে বিষয়টা নজর না এড়ালেই নয়। দেখা গিয়েছিল এই আশ্রমে গিয়েই বিরাটের মেয়ের নানা ভিডিও প্রকাশ্যে ভাইরাল হয়। সেখান থেকেই ভামিকাকে নিয়ে নানা আলোচনা হয়। কিন্তু, এবার ভিডিওতে তাঁদের মুখ ব্লার করা হয়েছে। সন্তানদের প্রাইভেসি নিয়ে বেশ সচেতন রয়েছেন বিরাট এবং অনুষ্কা। যদিও, বেশ কিছুমাস আগে মহা কালেশ্বর মন্দিরে গিয়েছিলেন তাঁরা।