Hoichoi Series: কর্মব্যস্ত জীবনে হাতের মুঠোয় ভরপুর বিনোদনের স্বাদ জোগাতে ডিজিটাল প্ল্যাটফর্মগুলোর জুড়ি মেলা ভার। ওটিটি প্ল্যাটফর্ম হইচই-তে ১০ জানুয়ারি মুক্তি পেল টানটান উত্তেজনায় ভরপুর স্বস্তিকা মুখোপাধ্যায়ের 'নিখোঁজ ২'। থ্রিলার ধর্মী সিরিজ বা সিনেমার দর্শকের জন্য এবার হইচই-র বাম্পার অফার। 'নিখোঁজ ২' মুক্তির সঙ্গেই দর্শকের উৎসাহকে উসকে ঘোষণা করল আরও একটি সিরিজ। সেখানেও দর্শক পাবে থ্রিলারের স্বাদ।
স্বামী-স্ত্রীর সুখের সংসারে তৃতীয় ব্যক্তির আগমনে সব উলোটপালট হয়ে যাবে? এমনই এক সিরিজ নিয়ে আসছে হইচই। যেখানে রয়েছেন মানালি দে, সৃজলা গুহ ও সুহোত্র। ত্রিকোণ প্রেমের এক অনন্য কাহিনি নিয়ে হইচইয়ের এই নতুন সিরিজটি বানাচ্ছেন অরিজিৎ টোটোন চক্রবর্তী।
থ্রিলারের সঙ্গে প্রেমের মিশেলে দেখা যাবে ত্রয়ীর কাহিনিতে। এমনই এক সিরিজ তৈরির পরিকল্পনা করেছে হইচই। সিরিজের নাম এখনও চূড়ান্ত হয়নি। তবে গল্পের প্রেক্ষাপট খোলসা করা হয়েছে। হলদিপুর এলাকায় বড় হয়ে ওঠা একটি মেয়ের জীবন বড়ই বেরঙিন-প্রেমহীন।
সেই চরিত্রটির নাম পল্লবী। ছোট পর্দার 'পিহু' সৃজলাকে দেখা যাবে পল্লবীর ভূমিকায়। অধ্যাপক অরিন্দম ও তার স্ত্রী মিথিলার সুখী দাম্পত্যকে তছনছ করে দেবে পল্লবী? অরিন্দমের চরিত্রে থাকছেন সুহোত্র আর মিথিলার ভূমিকায় মানালি দে। প্রসঙ্গত, চাকরি সূত্রে অরিন্দম সপরিবার হলদিপুর আসে। সেখানে এসেই আলাপ হয় পল্লবীর সঙ্গে। অরিন্দমের নম্র ব্যবহার, আচার-আচরণে মুগ্ধ হয় যায় পল্লবী।
অরিন্দমকে মনে মনে ভালবাসতে শুরু করে সে। নিজের করে অরিন্দমকে পাওয়ার বাসনা জাগে পল্লবীর মনে। অন্যদিকে পল্লবীর প্রতি ধীরে ধীরে বিগলিত প্রাণ হয়ে যায় অরিন্দমও। স্বামীর চরিত্রের পরিবর্তনগুলো নজরে আসে স্ত্রী মিথিলার। পল্লবীর বিষয়টাও সে জানতে পারে। তিল তিল করে গড়ে তোলা সাধের সংসার ভেঙে যাবে এটা সে কিছুতেই মেনে নিতে পারে না। সুখের সংসার বাঁচাতে মরিয়া হয়ে ওঠে মিথিলা।
বিবাহিত পুরুষের প্রেমে হাবুহাবু পল্লবীর জন্য সত্যিই মিথিলা-অরিন্দমের সংসার তাসের ঘরের মতো ভেঙে পড়বে? ভালবাসার যে অন্য উপাখ্যান অরিজিৎ টোটোন চক্রবর্তী বুনছেন তার শেষ পরিণতি কী হতে চলেছে তা তো সময় বলবে। প্রেম-বিশ্বাসঘাতকতার নেপথ্যে সুহোত্র-মানালি-সৃজলা অভিনীত সিরিজের শ্যুটিং শুরু হয়ে গিয়েছে। চলতি বছরের মাঝামাঝি সময়ে মুক্তি পাওয়ার কথা।