প্রকাশ্যে এসেছে লকডাউনের একটি ভিডিও ক্লিপ লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স। অনুষ্কা শর্মা, ফারহান আখতার, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, করণ জোহরের মতো পরিচিত মুখেরা রয়েছেন সেই ভিডিওতে। প্রত্যেকেই গর্জে উঠলেন লকডাউনে গার্হস্থ্য হিংসার বিরুদ্ধে।
মানুষের আর্থিক দুর্দশা কাটাতে বিভিন্ন জায়গায় অর্থ দান করছেন বি-টাউনের জনপ্রিয় মুখেরা। এবার তারাই কথা বললেন মানসিক স্বাস্থ্য নিয়ে, মহিলাদের উপর বাড়তে থাকা শারীরিক ও মানসিক অত্যাচারের বিরুদ্ধে সুর চড়ালেন। এগিয়ে আসার অনুরোধ করলেন ভুক্তভোগীদের।
আরও পড়ুন, শাশুড়ি-জামাইয়ের ম্যাজিক্যাল মুহুর্ত, ভাইরাল যিশু-অঞ্জনার লকডাউন ভিডিও
ভিডিও বার্তায় বলা হয়েছে, বাড়িতে কিংবা পাড়ায় সাংসারিক হিংসার স্বীকার হতে দেখলে প্রতিবাদ করুন, নিজের প্রতি অত্যাচারের বিরুদ্ধে সরব হন। নিরবতা ভেঙে বেরিয়ে আসুন। তবে এই উদ্যোগ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর। টুইটারে উদ্ধব ঠাকরেকে ধন্যবাদ জানিয়েছেন করণ জোহর।
টুইট করে পরিচালক লেখেন, সারা দেশজুড়ে গার্হস্থ্য হিংসা বেড়ে চলেছে এবং এবার সময় এসেছে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর।
আরও পড়ুন, বাংলার রণজয়ের ‘জয় হো’ কভার! প্রশংসায় স্বয়ং রহমান
লকডাউন অন ডোমেস্টিক ভায়োলেন্স-এর উদ্যোগ নিয়েছে অস্করা সেন্টার। তাদের পাশে রয়েছেন মহিলা ও শিশুদের জন্য তৈরি বিশেষ বিভাগ। মহারাষ্ট্র সরকার ও মহারাষ্ট্র পুলিশ একজোট হয়ে কাজ করছে এর বিরুদ্ধে।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন