/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2022/01/anushka-1.jpg)
'চাকদা এক্সপ্রেস' ঝুলনের অবতারে অনুষ্কা
ভারতীয় ক্রিকেট দুনিয়ার একদা ফার্স্টলেডি। বছর চারেক বাদে বড়সড় ধামাকা নিয়ে বৃহস্পতিবারই প্রকাশ্যে এসেছেন। সৌজন্যে 'চাকদা এক্সপ্রেস' (Chakda Xpress)। বাংলার গর্ব ঝুলন গোস্বামীর বায়োপিক (Jhulan Goswami Biopic)। তবে টিজার মুক্তি পেতেই শোরগোল। কারণ? ভারতীয় মহিলা ক্রিকেট টিমের প্রাক্তন অধিনাকের ভূমিকায় বিরাট-ঘরণি অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) না-পসন্দ নেটজনতার সিংহভাগের। তাঁদের মন্তব্য, অভিনেত্রী বাংলা জানেন না। এমনকী, বর্ণবৈষম্যের অভিযোগও তুলেছেন কেউ কেউ।
নেটপাড়ার একাংশের প্রশ্ন, ফর্সা অভিনেত্রীকে কেন বেছে নেওয়া হল ঝুলন গোস্বামীর ভূমিকায়? আবার কেউ বা প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন, অনুষ্কা তো বাংলাই বলতে পারেন না ঠিকমতো! সেই প্রেক্ষিতে কোনও বাঙালি অভিনেত্রীকে কি কাস্ট করা যেত না? 'চাকদা এক্সপ্রেস'-এর টিজার প্রকাশ্যে আসতেই এহেন অজস্র মন্তব্যবাণ উড়ে এসেছে অনুষ্কার উদ্দেশে।
'চাকদা এক্সপ্রেস'-এর পয়লা ঝলক দেখে যদিও ইন্ডাস্ট্রির সহকর্মীরা বেজায় প্রশংসা করেছেন অভিনেত্রীর। খোদ ফারহান আখতারের মন্তব্য, অনেক শুভেচ্ছা। এগিয়ে যাও অনুষ্কা শর্মা ও গোটা 'চাকদা এক্সপ্রেস' টিম। এদিকে তাপসী পান্নু, যিনি কিনা সদ্য সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায় মিতালি রাজের বায়োপিক 'সাব্বাশ মিঠু'র শুটিং শেষ করেছেন, তিনিও উচ্ছ্বসিত। বলছেন, "মিতালি থেকে ঝুলন! দারুণ, এগিয়ে যাও বোন। ওইমেন ইন ব্লু-এর সময় এসে গিয়েছে।" উল্লেখ্য, ঝুলন গোস্বামীর টিমের সদস্য ছিলেন মিথিলা রাজ। তবে ইন্ডাস্ট্রির সহকর্মীরা অনুষ্কার ঝুলন-অবতারে খুশি হলেও আপত্তি তুলেছেন নেটিজেনদের একাংশ। বিশেষ করে বাংলা থেকেই আপত্তিটা বেশি উঠেছে।
<আরও পড়ুন: কোভিড বিধি মেনেও ‘পজিটিভ’ স্বরা ভাস্কর, বিশাল দাদলানি, করোনায় ছারখার বলিউডও!>
কারণ, টিজারের এক দৃশ্যে অনুষ্কার মুখে বাংলা সংলাপ তাঁদের মোটেই পছন্দ হয়নি। তাই কেউ মন্তব্য করেছেন, "অনুষ্কার পরিবর্তে এই ভূমিকায় কঙ্কনা সেনশর্মাকে দেখতে ভাল লাগত।" তবে বিতর্ক তুঙ্গে পৌঁছলেও এই প্রসঙ্গে ঝুলন গোস্বামী কিংবা অনুষ্কা শর্মার কেউই কোনওরকম মন্তব্য করেননি।
প্রসঙ্গত, অনুষ্কা আগেই বলেছিলেন, ২০২২ সালে ধামাকা দিতে চলেছেন। বছরের প্রথম সপ্তাহেই সেই কথা রাখলেন অভিনেত্রী। চাকদা এক্সপ্রেস প্রসঙ্গে অনুষ্কা শর্মা জানান, “যে দেশে ক্রিকেট নিয়ে মাতামাতি সে দেশে মহিলা ক্রিকেটারদের তাঁদের প্রাপ্যটা দিতেই হবে। ঝুলনের বায়োপিকের মধ্য দিয়েই এই সিনেমা চেতনার উদযাপন করবে।” ‘চাকদা এক্সপ্রেস’-এর পরিচালকের আসনে প্রসিত রায়। যিনি এর আগে অনুষ্কা অভিনীয় পরি ছবির পরিচালনা করেছেন। সিনেমার কাহিনী লিখেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রযোজনায় ক্লিন স্লেট ফিল্মজ।
Just watched trailer of #ChakdaXpress, Mera ek free suggestion hai - dekho iss stage par main actress toh change nahi kar sakte ab, but kisi voice artist se dubbing karwa ke dekh lo. 🙄
— An Open Letter 😷 (@AnOpenLetter001) January 6, 2022
‘চাকদা এক্সপ্রেস’-এর টিজার উসকে দিয়েছে ২০০৮ সালের স্মৃতি। যখন তুখর অস্ট্রেলিয়ান মহিলা ক্রিকেট টিমের সম্মুখীন হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল ভারতীয় মহিলা ক্রিকেট টিম। তবে তফাৎ শুধু একটাই, পুরুষদের উৎসাহ দেওয়ার জন্য দর্শকাসনে যে ভীড় থাকত, মহিলাদের ম্যাচে মাথা গোনা যেত উপস্থিত দর্শকদের। যে পরিস্থিতি ঘুরিয়ে দিয়েছেন ঝুলন। পর্দায় তাঁর ভূমিকায় অনুষ্কার পারফরম্যান্স এখন কেমন হয়? সেটাই দেখার অপেক্ষায় দর্শকরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন