বাইশের প্রেমদিবসে একের পর এক চমক টলিপাড়ায়। সকাল হতেই ডিজিট্যাল কার্ড- পোস্ট করে বিয়ের খবর দিলেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা। অবশ্যই অনস্ক্রিন। আর বেলা গড়াতেই শোনা গেল টলিপাড়ায় আরেক 'লাভ ম্যারেজ'-এর গপ্পো! প্রেম করে সাত পাকে বাধা পড়তে চলেছেন রঞ্জিত মল্লিক (Ranjit Mallick) ও অপরাজিতা আঢ্য (Aparajita Adhya)! ফের শোরগোল অনুরাগীমহলে। আর যে খবর শুনে একেবারে হতবাক নবীন প্রজন্মের তারকাজুটি অঙ্কুশ-ঐন্দ্রিলা।
Advertisment
ব্যাপারটা কী? খোলসা করেই বলা যাক তাহলে। আসলে অনুরাগীদের চমক দিতেই এমন পন্থার স্মরণাপন্ন হয়েছেন রঞ্জিত মল্লিক ও অপরাজিতা আঢ্য। নেপথ্যে ঘটকালি করার জন্য হাত এগিয়ে দিয়েছে সুরিন্দর ফিল্মস। আর রঞ্জিত-অপরাজিতার 'লাভ ম্যারেজ'-এর পৌরহিত্য করছেন খোদ পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী।
আসলে 'লাভ ম্যারেজ' হল নিসপাল সিংয়ের প্রযোজনা সংস্থা সুরিন্দর ফিল্মস-এর আগামী সিনেমা। যেখানে গল্পের মূল নায়ক-নায়িকা অপরাজিতা আঢ্য এবং রঞ্জিত মল্লিক। চিত্রনাট্য অনুযায়ী তাঁরা এই বয়সে প্রেম করে ছাদনাতলায় বসতে চলেছেন। কিন্তু কীভাবে আলাপ এই দুই মানুষের? সেই গল্পেই ট্যুইস্ট দিতে হাজির অঙ্কুশ-ঐন্দ্রিলা ( Ankush Hazra, Oindrila Sen)। জানা যাচ্ছে, অঙ্কুশ-ঐন্দ্রিলার মা-বাবার ভূমিকায় দেখা যাবে অপরাজিতা ও রঞ্জিত মল্লিককে। ঘটনাচক্রে তাঁরাই প্রেমে পড়েন, এবং সন্তান-সন্ততি থাকা সত্ত্বেও নতুন করে সংসার বাঁধতে চান। তা সেই প্রেম কি পরিণতি পাবে? সেই গল্পই পর্দায় বলবেন পরিচালক প্রেমেন্দু বিকাশ চাকী।