New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/15/h9Z98YPvT6XNGZvFQWlN.jpg)
Aparajita Auddy - Nabobarsha: কী বলছেন অপা এই নিয়ে? Photograph: (Instagram)
Aparajita Adhya reacts on Bangla Nabobarsha: পরনে লাল রঙের শাড়ি, সেজেগুজে অভিনেত্রী সমাজ মাধ্যমে ছোটবেলার বেশ কিছু কথা শেয়ার করেছেন। অভিনেত্রী কী বলছেন আজকের বিশেষ দিন নিয়ে?
Aparajita Auddy - Nabobarsha: কী বলছেন অপা এই নিয়ে? Photograph: (Instagram)
Aparajita Adhya reacts on Bengali nabobarsha: বাংলা নতুন বছর শুরু, মানেই আজ থেকে জীবনে বেশ কিছু নতুন বিষয় শুরু হতে চলেছে আজ। এবং বলা উচিত অনেকেই আজকের দিনে নতুন কিছু রেজলিউশন নেন। কিন্তু, নববর্ষ মানে নস্টালজিয়াও বটে। ছোটবেলায় ফিরে আসা এমন কিছু স্মৃতি যা,মনের আঙিনায় আজও তাজা। কিন্তু বাস্তব জীবনে সময়ের সঙ্গে সঙ্গে ফিকে হয়ে গিয়েছে। অভিনেত্রী অপরাজিতা আঢ্য ঠিক সেরকম কিছু মুহূর্তের কথাই লিখেছেন সমাজ মাধ্যমে।
পরনে লাল রঙের শাড়ি, সেজেগুজে অভিনেত্রী সমাজ মাধ্যমে ছোটবেলার বেশ কিছু কথা শেয়ার করেছেন। অভিনেত্রী কী বলছেন আজকের বিশেষ দিন নিয়ে? হাওড়ার বাড়ি জুড়ে কী কী হয় আজকের দিনে? তিনি লিখছেন...
আরও পড়ুন - Nabobarsha Exclusive: ১৮ বছর পর আমার ছেলে যদি বলে প্রতিমা বন্দ্যোপাধ্য…
"টক ঝাল মিষ্টি আরও একটা বাংলা বছর এসে পড়ল! বাংলা নববর্ষ মানেই ছোটবেলার সাজো সাজো আয়োজন…হালখাতা, নিম হলুদের স্নান, বড়দের আশীর্বাদ, বাটিক প্রিন্টে ছাপা ফ্রক… মায়ের হাতের রান্না, দরবেশ আর লাড্ডু দিয়ে মুখ মিষ্টি আর সবার উপরে থাকত বাংলা ক্যালেন্ডার। বেণীমাধব শীলের নতুন পঞ্জিকা… সেসব ভাবলেই মনের চারপাশ মায়ের গন্ধে গন্ধে ভরে ওঠে।" তাঁর মা চলে গিয়েছেন। এখন অনেককিছুই পাল্টে গিয়েছে। অভিনেত্রীর বাড়ি জুড়ে এদিন নানা আয়োজন। তিনি আরও লিখছেন...
"মনের অজান্তেই আমাদের হাওড়ার বাড়ির দেওয়াল জুড়ে নববর্ষের স্বরলিপি লেখা হয়ে যায়, ঠিক যেন সমবেত মেয়েরা গাইছে, 'তাপসনিশ্বাসবায়ে মুমূর্ষুরে দাও উড়ায়ে, বৎসরের আবর্জনা দূর হয়ে যাক॥ এসো হে বৈশাখ এসো এসো…' কদিন গেলেই যে ২৫ শে বৈশাখ! আরও এক উৎসবের আয়োজন। সিলিং ফ্যানের হাওয়ায় হাওয়ায় এমন নববর্ষের স্মৃতিতে সমস্ত উষ্ণতা জুড়িয়ে ফেলা যায়। মাটির টান, শিকড়ের আহ্বানে, জন্ম জন্ম বাঙালী হতে ইচ্ছে করে…।"
এসব দিনে খুব মায়া লাগে তাঁর। মানুষের জীবনে নানা ধরণের ইচ্ছে থাকে, আর নববর্ষ মানে তাঁর কাছে আহ্লাদের একটা দিন। তিনি বলছিলেন, "নববর্ষ আসে, আল্লাদি পয়লা বৈশাখ। তার কদরের সিকি ভাগও যদি বাংলা ক্যালেন্ডার পেত, ১৪৩২ বর্তে যেত বুঝি! তবু এমন দিন এলেই খুব মায়া মায়া লাগে। বঙ্গ জীবনে এ অকৃত্রিম বাঙালিয়ানা জুড়েই নতুন আশায় বুক বাঁধি বারংবার। আমার বাংলা, সে যা কিছুর মাঝে… তাকে জীবনে মরণে ভালবাসি।"