Maha kumbh visits by Aparajita Adhya: মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে গিয়েছিলেন অনেকেই। তারকাদের বেশিরভাগ পূণ্য অর্জনের আশায় গিয়েছিলেন সেখানে। বলিউডের অনেকেই শাহী স্নানে অংশ নিয়েছিলেন। কেউ গিয়েছিলেন একা, আবার কেউ গিয়েছিলেন পরিবারের সকলে মিলে। বাংলা থেকে গিয়েছেন কেউ কেউ। আর এবার অপরাজিতা আঢ্য।
অভিনেত্রী চূড়ান্ত ঈশ্বরে বিশ্বাসী। নানা পুজোর আয়োজন নিজের হাতে করেন। বাড়িতে লক্ষ্মী পুজো থেকে শুরু করে, নাচের স্কুলে সরস্বতী পুজো, সবকিছুই দায়িত্ব নিয়ে করে থাকেন। এছাড়াও, নানা পুজোয় নিজেকে মিশিয়ে দেন তিনি। তাই, যখন ১৪৪ বছরে একবার মহাকুম্ভ হচ্ছে সেই উৎসব থেকে নিজেকে বাদ রাখেন কী করে? অভিনেত্রী স্বামী এবং পরিবারকে সঙ্গে নিয়েই গিয়েছিলেন সেখানে। শিবিরে যোগ দিলেন। সেই সব ছবি ভিডিও শেয়ার করেছেন নিজেই।
প্রয়াগে যাওয়া, শিবিরে যোগ দেওয়া, শাহী স্নান করা কোনোটাই যে গুরুর ইচ্ছে ছাড়া সম্ভব না, সেকথা সাফ বুঝতে পেরেছেন তিনি। সমাজ মাধ্যমে ছবি শেয়ার করেছেন তিনি সেখানে দেখা যাচ্ছে, কাছের মানুষদের সঙ্গে যেমন মহাদেবের নাম গান করছেন, তেমনই সঙ্গমের পাড়ে দাঁড়িয়ে ছবিও তুললেন তিনি। আর সেই মুহূর্তের সব ভিডিও সমাজ মাধ্যমে শেয়ার করে তিনি লিখলেন...
“গুরু না চাইলে জীবনে কিছুই হয় না জীবন সম্পূর্ণ হয় না। এই যে মহা কুম্ভে আশা এখানে ঈশান জির শিবির করতে পারা সবটাই গুরুর সিদ্ধান্ত। নমঃ শিবায় বাবাজি গুরুমা পুরো গুরু পরিবার। কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ।” শিবিরে গিয়ে, অভিনেত্রী মহাদেবের নাম জপতে শুরু করলেন। সঙ্গে নাচলেন, আনন্দ করলেন। ঈশ্বরপ্রেমে ভাসলেন তিনি। উল্লেখ্য, অভিনেত্রী সবসময় কাজের মধ্যেই থাকেন। শুধু তাই নয়, একের পর এক সিনেমায় যেভাবে সাফল্য পাচ্ছেন তিনি তাতে করে এটুকু বলতে হয়, তাঁর বৃহস্পতি তুঙ্গে।
এটা আমাদের গল্পের পর, ৫ নং স্বপ্নময় লেন, অপরাজিতা বেশ কিছু গুরুত্বপূর্ণ ছবিতে নিজের দক্ষতা দেখিয়েছেন। কিন্তু, তাঁর সঙ্গে অভিনেত্রী ঠোঁটকাটা ও বটে। ভীষণ সহজ করেই কথা বলতে ভালবাসেন। আর উৎসবে মজে থাকতেও তিনি বেশ ভালবাসেন।