Advertisment
Presenting Partner
Desktop GIF

সারা গায়ে টুনি! শেঁওড়া গাছের পেত্নী সাজে অপরাজিতা আঢ্য, তুমুল ট্রোলড

এ কী শুনতে হল অপরাজিতা আঢ্যকে?

author-image
IE Bangla Entertainment Desk
New Update
Aparajita Adhya, Aparajita Adhya trolled, Bhut chaturdashi, Tollywood celeb Kali Puja, Kali Puja 2022, Diwali 2022, অপরাজিতা আঢ্য, ভূত চতুর্দশী, কালিপুজো ২০২২, টলিউড তারকাদের কালীপুজো, টলিউডের খবর, Indian express entertainment news, Bengali news today

শেঁওড়া গাছের পেত্নী সাজে অপরাজিতা আঢ্য

ভূত চতুর্দশী হোক কিংবা কালীপুজো, এবার তিথি মিলিয়ে দুদিন করে পড়েছে। রবিবার রাতেই ভূত চতুর্দশীর আমেজে মেতেছিলেন অপরাজিতা আঢ্য। শখ করে শেঁওড়া গাছের পেত্নি সেজেছেন তিনি। আর সেই ছবি শেয়ার করতেই নেটপাড়ায় শোরগোল। কেউ প্রশংসায় মিষ্টি ভূত বলে আখ্যা দিয়েছেন তো একাংশ আবার বেজায় ট্রোল করলেন।

Advertisment

ভূত চতুর্দশীতে শৈশবের স্মৃতি আউড়ে অপরাজিতা বললেন, ছোটোবেলায় কাকুদের নাটকে আমি সবসময়ই শেঁওড়া গাছের পেত্নী সাজতাম। এতই রোগা ছিলাম, গাছের যে কাঠামো তৈরি করা হত সেটা বেয়ে উঠতে আমার কোনও অসুবিধা-ই হত না। তাই ওই পাঠটা আমার ছিল। অনেকদিন ধরে খুব ইচ্ছে করছিল শেঁওড়া গাছের পেত্নী সাজতে, এই ভূত চতুর্দশীর সুযোগে সেজে ফেললাম।

পরনে কালো, সোনালি রঙের পোশাক। মাথায় সোনালি সিং। সারা গায়ে টুনি চোখজুড়ে কাজলের মাখামাখি। আঙুলে লম্বা লম্বা নখ। ঠোঁটে গাঢ় লিপস্টিক। চোখের দৃষ্টি দেখে মনে হল অগ্নি ভাঁটা বেরচ্ছে… ভূতুড়ে অবতার ধারণ করতে কোনওরকম কসরত রাখেননি অপরাজিতা। কিন্তু তাও নেটপাড়ার মন মজল না তাতে।

আসলে বাঙালি ভূতের এমন অবতার সম্ভবত কারও ভাল লাগেনি। তাই অনেকেই অপরাজিতাকে বললেন, "শেঁওড়া গাছের পেত্নী এরকম দেখতে নয়। ক্রিসমাসের পেত্নি মনে হচ্ছে।" আবার কেউ বিজয়া সম্মিলনী প্রসঙ্গ টেনে অভিনেত্রীকে বললেন, "দিদির একটা ভাল ছবি কপালে লাগিয়ে নিতে পারতেন। তাহলে ১০০ শতাংশ পূরণ হত।"

<আরও পড়ুন: বিক্রম-অনামিকার জুটি কি তবে ফিকে? ৬ মাসেই শেষ হচ্ছে ‘লালকুঠি’!>

তবে কটাক্ষ, ট্রোল, সমালোচনা যতই হোক, অপরাজিতা আঢ্যর অনুরাগীরা কিন্তু তাঁর প্রশংসা করতে ছাড়েননি। বলছেন, 'এত মিষ্টি ভূত এর আগে দেখিনি। … পেত্নি এত মিষ্টি হলে কেউ ভয় না পেয়ে প্রেমে পড়ে যাবেন।'

tollywood aparajita adhya Entertainment News
Advertisment