Aparna Sen-Prasenjit: 'দিনে পারমিতার একদিন রাতে শ্বশুরবাড়ি জিন্দাবাদ', ঋতুপর্ণার 'ডুয়েল গেম' ফাঁস করলেন প্রসেনজিৎ-অপর্ণা

Aparna Sen-Prasenjit On Rituparna: ২০০০ সালের ঘটনা ফাঁস করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন। কী ভাবে একসঙ্গে দুটি ছবিতে কাজ করেছিলেন ঋতুপর্ণা?

Aparna Sen-Prasenjit On Rituparna: ২০০০ সালের ঘটনা ফাঁস করলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন। কী ভাবে একসঙ্গে দুটি ছবিতে কাজ করেছিলেন ঋতুপর্ণা?

author-image
Kasturi Kundu
New Update
esdwe

ঋতুপর্ণার কোন ঘটনা ফাঁস করলেন অপর্ণা সেন ও প্রসেনজিৎ চট্টোপাধ্যায়?

Paromitar Ek Din Vs Sasurbari Zindabad: শুক্রবার শহর কলকাতার একটি বিলাসবহুল হোটেলে বসেছিল টলিতারকাদের চাঁদের হাট। এসভিএফ ও হইচইয়ের যৌথ উদ্যোগে মুক্তির অপেক্ষায় ২৬ টি সিনেমা-সিরিজ। থাকছে আনকোরা নতুন কনটেন্ট ও একগুচ্ছ সিক্যোয়েল।  এই বিশেষ অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্বে ছিলেন টলি সুপারস্টার পরমব্রত চট্টোপাধ্যায়। এসভিএফ-র ব্যানারে আসছে 'কাকাবাবু' প্রসেনজিৎ চট্টোপাধ্যায়-কে নিয়ে 'বিজয়নগরের হিরে'।

Advertisment

সেই উপলক্ষে 'গল্পের পার্বণ ১৪৩২' শীর্ষক এই অনুষ্ঠানে হাজির ছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিশেষ অতিথি হিসেবে এসেছিলেন বিশিষ্ট অভিনেত্রী অপর্ণা সেন। পরমব্রত চট্টোপাধ্যায়ের নির্দেশনায় 'এই রাত তোমার আমার'-এ অভিনয় করেছেন।  'গল্পের পার্বণ ১৪৩২' -এ একসঙ্গে মঞ্চ ভাগ করে নিয়েছিলেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অপর্ণা সেন। 

অতীতের একটি মজার ঘটনা সকলের সঙ্গে শেয়ার করেছেন ইন্ডাস্ট্রির দুই তারকা। এসভিএফের সঙ্গে কাজের অভিজ্ঞতা ভাগ করে নেন অপর্ণা সেন। অন্যদিকে প্রসেনজিৎ চট্টপাধ্যায়ও প্রযোজনা সংস্থার প্রশংসায় পঞ্চমুখ। ২০০০ সালে অপর্ণা সেন পরিচালিত 'পারমিতার একদিন' -এ অভিনয় করেছিলেন ঋতুপর্ণা সেন। সেই সময় অন্য কোনও ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া বারণ ছিল তাঁর। কিন্তু, সেই সময় ' শ্বশুরবাড়ি জিন্দাবাদট-র জন্য প্রসেনজিৎ-র প্রথম পছন্দ ঋতুপর্ণাকে। এদিকে অপর্ণা সেনের কড়া নির্দেশ অন্য কোনও ছবিতে কাজ করা যাবে না। সেই সময় প্রসেনজিৎ কীভাবে অপর্ণা সেনকে রাজি করিয়েছিলেন? 

Advertisment

সেই মজার ঘটনা শেয়ার করলেন 'ইন্ডাস্ট্রি' প্রসেনজিৎ চট্টোপাোধ্যায়। তিনি মজা করে বললেন, 'দিনে পারমিতার একদিন আর রাতে শ্বশুরবাড়ি জিন্দাবাদ।' এই কথা শুনে তো একেবারে হাসির রোল। অপর্ণা সেনও স্বীকার করে নেন প্রসেনজিতের এই আবদারকে সায় দিয়ে তিনি একদমই ভুল করেননি। একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছিলেন।স্বনামধন্য অভিনেত্রী অপর্ণা সেন মজা করে বলেন, 'আমি পারমিতার একদিন করার সময় ঋতুকে বলেছিলাম অন্য কোনও ছবিতে কাজ করা যাবে না। কিন্তু, প্রসেনজিৎ আমাকে এসে বলল আমি ঠিক ম্যানেজ করে নেব।' ' শ্বশুরবাড়ি জিন্দাবাদ'  আজও বাঙালি দর্শকের নস্ট্যালজিয়া। প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির অন্যতম সেরা ছবি হিসেবে যুগে যুগে সমাদৃত ' শ্বশুরবাড়ি জিন্দাবাদ' । 

rituparna sengupta Bengali Cinema Bengali Actor Bengali Actress Aparna Sen Bengali Film Prasenjit Chatterjee Bengali Film Industry