পরিচালক রাজ চক্রবর্তীকে কলকাতা চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান ঘোষণা করার দু'দিনের মধ্যেই অ্যাডভাইসরি কমিটি থেকে সরে দাঁড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। পরিচালক অপর্ণা সেনও বেরিয়ে এলেন ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা পরিষদ থেকে। যদিও প্রসেনজিৎ চট্টোপাধ্যায় পরিষ্কার করেছেন, 'চলচ্চিত্র উৎসবের প্রয়োজনে সমস্ত রকম সাহায্য' তিনি করবেন।
আগেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছিলেন, ''অন্যান্য অনেক দিকে ব্যস্ত থাকার কারণেই কলকাতা চলচ্চিত্র উৎসব সংক্রান্ত মিটিংয়ে উপস্থিত থাকতে পারিনি। আর কোনও দায়িত্ব সম্পূর্ণ পালন করতে না পারলে সেখানে থাকার কোনও অর্থ নেই। সেকারণে নিজেই দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছিলাম।'' এদিন পিটিআইকে অভিনেতা বলেন, ''আমার বিভিন্ন কাজ রয়েছে। সেকারণেই রবিবার কেআইএফএফ কমিটিকে চিঠি লিখে উপদেষ্টা পরিষদ থেকে বেরিয়ে আসার কথা জানিয়েছিলাম।''
আরও পড়ুন, রাজ ছোট ভাই, সবসময় পাশে আছি: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
পরিচালক গৌতম ঘোষ, সন্দীপ রায়, কৌশিক গঙ্গোপাধ্যায়, অরিন্দম শীল এবং সৃজিত মুখোপাধ্যায়-সহ অভিনেতা মাধবী মুখোপাধ্যায়, সাবিত্রী চক্রবর্তী এবং রঞ্জিত মল্লিক রয়েছেন এই অ্যাডভাইসরি কমিটিতে। এদিকে অ্যাপেক্স অ্যাডভাইসরি কমিটিতে তাঁর নাম রাখা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অপর্ণা সেন। পরিচালকের বক্তব্য, না জানিয়েই তাঁর নাম কমিটিতে নথিভুক্ত করা হয়েছে।
অপর্ণা সেন বলেন, ''তথ্য ও সংস্কৃতি মন্ত্রক (কেআইএফএফের আয়োজক) থেকে নাম কমিটিতে উল্লেখ করার আগে একবারও আমার সঙ্গে আলোচনা করা হয়নি।'' পরিচালকের মতে, তাঁকে চলচ্চিত্র উৎসবের চেয়ারম্যান করা উচিত। সিনেমা জগতে তাঁর অভিজ্ঞতার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল বলে তিনি মনে করেন। তিনি অ্যাডভাইসরি কমিটিতে থাকতে তখনই রাজি থাকবেন যদি তাঁর থেকে অভিজ্ঞ কেউ চেয়ারম্যানের পদে থাকেন। অপর্ণা অবশ্য জানিয়ে দিয়েছেন কেআইএফএফ-এর মিটিংয়ে আসার সময় নেই তাঁর।
আরও পড়ুন, প্রসেনজিৎ কি মুকুলের হাত ধরে বিজেপিতে? নায়ক-ঘনিষ্ঠদের মুখে ‘সৌজন্যে’র তত্ত্ব
''আমি নতুন ছবির কাজ শুরু করেছি। তাছাড়াও অস্কার নমিনেশনের জ্যুরি মিটিংয়েও থাকতে হবে আমাকে'', অপর্ণা সেন। তবে রাজের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়েছেন, চলচ্চিত্র উৎসবের সাফল্যের জন্য তিনি সর্বত চেষ্টা করবেন। রাজ বলেন, ''আমি রীনাদি এবং বুম্বাদার সঙ্গে আলাদা করে কথা বলব। তাঁদের পরামর্শ আমার প্রয়োজন। সরকার আমাকে এই পদ দিয়েছেন এবং উৎসবকে সাফল্যের শিখরে নিয়ে যেতে আমি সমস্ত চেষ্টা করব।''
পশ্চিমবঙ্গ সরকারের সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দ্রনীল সেন চলচ্চিত্র উৎসবের কো-চেয়ারম্যান এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস অ্যাডভাইসরি কমিটির প্রধান। এদিন অনেকবার চেষ্টা করেও তাঁর প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ২৫তম কলকাতা চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে ৮ থেকে ১৫ নভেম্বর।
Read the full story in English